শিক্ষনীয় পোস্ট

in hive-129948 •  3 years ago 

amal-20200212125121.jpg

এক রাজার এক চাকর ছিল। চাকরটা সব সময় যে কোন অবস্থাতেই রাজাকে বলত,“রাজা মশাই, কখনো মন খারাপকরবেন না। কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক।” একবার রাজা সেই চাকর সহ শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো।রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান। রাজা ক্ষিপ্ত হয়ে চাকরকে উদ্দেশ্য করে বলেন “আল্লাহ যদি ভালোই করেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না।” চাকর বলল, “এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব আল্লাহ সবসময়ই ভালো ও সঠিক কাজই করেন;কোনো ভুল করেন না।চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন। এরা তাদের দেব দেবির উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজা কে বলি দিতে যেয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল।প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রমাণ পেয়েছি তার, আমি আজ প্রায় মরতেই বসেছিলাম। কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। “তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো, এটা তো বুঝলাম। কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন?” চাকর বলল, “রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম, তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না।
গল্পের শিক্ষাঃ- সব কিছুর ইতিবাচক, নেতিবাচক দুই দিক থাকে। কখনো নিরাশ হবেন না, যদি কোন কিছুতে সফলতা না পান তবে ইতিবাচক চিন্তা করুন। সফল না হওয়ার কারণে কি ক্ষতি হয়েছে তা নিয়ে না ভেবে কি লাভ হয়েছে তা দেখুন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে আপনার পরিচয় পর্ব এখানে পোস্ট করতে হবে। পরিচয় পর্বটি কিভাবে লিখবেন তার একটি উদাহরণ স্বরূপ একটি পোষ্টের লিংক দিয়ে দিচ্ছি আশা করি এই পোস্টটি দেখে আপনি বুঝতে পারবেন।

https://steemit.com/hive-129948/@rahul75/rahul75

আপনার পোষ্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা। from here or hadis book
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/h4hMjcuu

কমিউনিটিতে ভেরিফাইড হওয়ার জন্য আপনাকে আগে একটি পরিচয় মূলক পোস্ট করতে হবে।

আপনার পোস্ট টি সুন্দর হয়েছে। ধন্যবদান্তে @sabbirrr

ধন্যবাদ বড় ভাই ভালো পরামর্শ দেওয়ার জন্য।

প্রথমে আপনার একটি পরিচিত মুলক পোস্ট করবেন। ওই পোস্টে আপনার সেল্ফি, সাদা কাগজে আমার বাংলা ব্লগ লেখা এবং তারিখ দিবেন।
আর আপনার পোস্ট এ যে ছবিটি দিয়েছেন ওই ছবি সমন্ধে তথ্য দিবেন।

আসলে steemit এ নতুন তো তাই এখনো সব কিছু বুঝে উঠতে পারি নি।

Loading...