আমার পরিচয় পর্ব । আমার বাংলা ব্লক এ প্রথম লেখা আমার নিজের সম্পর্কে।

in hive-129948 •  3 years ago  (edited)

শুভ সন্ধ্যা । সবাইকে নমস্কার ও আদাব।
আশা করি আমার বাংলা ব্লক এর সকল মেম্বার খুব ভালো আছে। আজ আমি আপনাদের সাথে পরিচিত হতে চলে আসছি । আশা রাখছি সবাই আমাকে আপনাদের একজন করে নিবেন। এই বলে আজ আজ আমার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি।

20211127_221209.jpg

আমি খুব সাধারণ একজন মানুষ। আমার নাম করুনা কান্ত রায়। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান বয়স ৩০ বছর। আমি ২০১৪ইং সালে বিএসসি পাশ করি। নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নের খলিশাপচা নামক গ্রামে জন্ম গ্রহণ করি। আমার বর্তমান ও স্থায়ী ঠিকান এটাই। আমার গ্রামটি মনোরম পরিবেশে অবস্থিত। গ্রামটির পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। নদীটি বর্ষায় কানায় কানায় পূর্ণ থাকে, যা অনেকটাই মনোমুগ্ধকর।

IMG_20180301_134430.jpg

আমি বিবাহিত এক জন মানুষ। আমার ছোট একটি পরিবার আছে। যেখানে আমার মা, ভাই, বউ ও আমার ছোট্ট একটি সোনার টুকরো ছেলে রয়েছে। দুঃখ্য যে আমার বাবা ২০০৭ইং সালে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।

IMG_20161025_121738.jpg

আমি বর্তমানে একটি ছোট পেশার সাথে জড়িত আছি। পেশাটির নাম শিক্ষকতা। জানিনা কতটা শিখাতে পারি আমার ছাত্র-ছাত্রীদের। আশির্বাদ করবেন যেন এই পেশা ভালোভাবে পালন করতে পারি।

2017-09-15-00-27-16-117.jpg

আমি গান গাইতে ভালোবাসি, ঘৃুরতে ফিরতে, আঁকতে, ছবি তুলতে ব্লগ করতে ভালোবাসি। আমি “আমার বাংলা ব্লগ” এর সাথে কাজ করতে চাই। আমি চলতি বছর ভারতে ঘুরে এসেছি। আমার সেখানে খুব আনন্দ হয়েছে। আমরা সেখানে অনেক জায়গায় ঘুরেছি। আনেক ছবি তুলেছি। আমি সেখানে কোলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ আনের জায়াগায় ঘুরে বেরিয়েছি।

IMG_20170110_222708.jpg

সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। এই বলে, আমার সংক্ষিপ্ত পরিচয় পর্বের এখানেই সমাপ্তি টানলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন।
আমি “আমার বাংলা ব্লগ” এর কথা প্রথম @pro12 এর কাছ থেকে প্রথম জানতে পারি। আমাকে রেফার করেছে @pro12.
আমার আজকের পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
FB ID: www.facebook.com/karuna.roy.bd

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন। আর অবশ্যই ডিস্ক একটিভ থাকবেন এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করবেন। আর অবশ্যই লিফলেট হাতে লিখতে হবে। শুভকামনা থাকলো আপনার।

ধন্যবাদ! আপনার উপদেশ এর জন্য।

আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো এবং আপনার এই পোস্টটি মাধ্যমে আপনার সম্পর্কে আমরা জানতে পেরেছি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম মেনে চলবেন আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok

ধন্যবাদ। এই পোস্টটি কী edit করে দেয়া যাকে কী?

হ্যাঁ এডিট করতে পারেন।

  ·  3 years ago (edited)

আমার বাংলা ব্লগ কমিউনিটি ডিস্কট লিংক কোথায় পাবো?

এখান হতে জয়েন করতে পারবেন।

https://discord.gg/vEX24r3s6k

জয়েন করতে পেরেছি।

Loading...

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আপনি ভেরিফিকেশনের জন্য যে কাগজটিতে আমার বাংলা ব্লগ আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখেছেন সেটি প্রিন্ট না করে নিজের হাতে মার্কার পেন দিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ।

ও আচ্ছা। ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পরিচয় জানতে পেরে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল আমার বাংলা ব্লগের সকল নিয়ম মেনে কাজ করে যাবেন।

ধন্যবাদ আপনাক।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন। আর অবশ্যই ডিস্ক একটিভ থাকবেন এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করবেন। শুভকামনা থাকলো আপনার।

অবশ্যই একটিভ থাকার চেষ্টা করবো।

Loading...