আজকের কবিতার পাতায় কবিতা - শহুরে বিষদাঁত
🙏 সকলকে স্বাগত জানাই🙏
আজ একটি কবিতা আপনাদেরকে পড়াবো। যে কবিতাটি দৈনন্দিন পথে চলতে চলতে স্বাভাবিক গদ্য ছন্দে লিপিবদ্ধ করা। কবিতা আসলে জীবনের দলিল। আর সেখানে উঠে আসে সব কিছুই। জীবনের সমস্ত ওঠা পড়া এবং বাঁক সেখানে গুরুত্বপূর্ণ হবে এক একটি পংক্তিতে পরিণত হয়। আদ্যোপান্ত শহরে জন্মগ্রহণের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠাও এই শহরেই। এখানেই শৈশব এবং কৈশোরের দিনগুলো অতিবাহিত করেছি সযত্নে। তাই পথে চলতে চলতেই কবিতা লিখতে শেখা। এখানে দৈনন্দিন ভিড় এবং পথ চলার কথা যে উঠে আসবে, সেটাই তো স্বাভাবিক। এই কবিতাতেও তাই আর দোকান তো শহুরে জীবনের কিছু কথা তুলে আনবার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু কবিতা, তাই সবকিছুতেই আছে মোড়ক৷ আর সেই মোড়কের মাঝ খুললেই ভেতরটা একেবারে জীবন্ত। ঠিক যেভাবে কবিতা এগিয়ে চলে উদ্দেশ্যের দিকে, যেভাবে একটি কেন্দ্রীয় অর্থকে ঘিরে ধরে বিস্তার করে শাখা প্রশাখা, ঠিক সেভাবেই আমার কবিতাটি আদ্যোপান্ত শহরের জীবনকে কেন্দ্রবিন্দু করে ছড়িয়ে পড়েছে বিস্তৃত অর্থের দিকে। এখানে আমি বারবার শহুরে জীবন ও তার সাথে তীব্র লড়াইয়ের কথাই বলেছি।
☘️কবিতা☘️
শহুরে বিষদাঁত
কৌশিক চক্রবর্ত্তী
আমি বেড়ে উঠেছি শহরে
মেট্রো রেলের কামড়ায় ছেলেবেলা থেকেই গুনেছি পালক-
শঙ্খচিলের নিঃশ্বাসে পরাবাস্তব হাওয়া...
আমি শহরে মানুষ তাই
রুমাল সেজেছে মনুমেন্ট উচ্চতায়-
যখন সন্ধে নামলো
আমি প্রবেশাধিকার পেয়েছি ভিক্টোরিয়ায়
পরীর সন্ধান করা বাঁশি খুঁজে
আড়াল করতে শিখেছি অপ্রয়োজনীয় নগ্নতা...
আমি রাজপথকে গুটিয়ে যেতে দেখেছি প্রথম আলোয়
নাসারন্ধ্রে বাস করতে দেখেছি পরবাসের ফণিমনসা-
আমি শহরে জন্মেছি বলে
অ্যালুমিনিয়াম থালায় শব্দ করে দান করেছি তীক্ষ্ণ শ্বদন্ত...
মনুমেন্টের দরজা আগাগোড়া বন্ধ ছিল বলে
নতুন করে হিসেব করিনি আত্মহত্যার দিনক্ষণ-
আমাকে শহুরে বললে
কাঁধে এসে বসে ক্ষুধার্ত চড়াই-
ঘুলঘুলির অভ্যন্তরে বাসার চাহিদা সঙ্গত।
হয়ত আমার বাসা ভাগাভাগি হয়েছে বহুবার
তবুও শহর বলে ঝুঁকে পড়ো-
ব্যাগেতে গুছিয়ে তোলো বাউল-সঙ্গম
রোদ্দুরে এ আমার নগরভিত্তিক জন্মান্তর।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily tasks-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবি সুন্দর কবিতা লিখেছেন এতো সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কবিতা আপনার ভালো লেগেছে শুনে অনেক আনন্দ হল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/KausikChak1234/status/1880313408236712382?t=byT1azILPY06BBYVjbq_hA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেখা কিন্তু প্রতিনিয়তই পড়া হয়, এটা সত্য সময়ের অভাবে মতামত দিতে পারিনা।
দারুণ লিখেছেন কবিতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুঝলাম ভাই। এমনভাবে প্রতিনিয়ত লেখা পড়েন বলে আপনাকে আমার এত পছন্দ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিন্ন অনুভূতিতে লেখা আপনার সুন্দর এই কবিতা সত্যি ভালো লেগেছে দাদা। ভিন্ন ভিন্ন অনুভবগুলো যেন ভিন্ন ভিন্ন ধরনের কবিতা লিখতে শেখায়। ঠিক তেমনি এখন অন্য রকমের ভিন্নতা খুঁজে পেয়েছি আপনার কবিতার মাঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার কবিতায় এত সুন্দর করে মন্তব্য করলেন বলে আমার খুব ভালো লাগলো। এমন ভাবেই পাশে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অসাধারণ ভাই। শহুরে জীবনের একটা না বলা গল্প যেন আপনি নিজের কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার ভাষার এমন চমৎকার ব্যবহার দেখে অবাক না হয়ে পারলাম না। অসাধারণ ছিল আপনার কবিতা টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য গুলো আমার বেশ ভালো লাগে ভাই। আপনি খুব সুন্দর করে গুছিয়ে মন্তব্য প্রকাশ করেন। এমন সুন্দর করে মন্তব্য করে আমার পাশে থাকলেন বলে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit