একটি ছোট্ট শব্দ - মৃত্যু। একটি কবিতা।
☘️ সকলকে স্বাগত জানাই ☘️
মৃত্যু। বড় ছোট্ট একটা শব্দ। কিন্তু সেই শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে কত ভয়, কত অজানা আশঙ্কা। আর সেই ভয় আশঙ্কাকে জয় করে মানুষ এগিয়ে চলে প্রতিটি দিন। সব কিছুর শেষ আছে জেনেও কত অনায়াসে স্বপ্নের দিকে বাড়িয়ে দেয় পা। কখনো তারা ভাবেনা সামনে একমাত্র সত্য হলো মৃত্যু। আসলে মৃত্যুর চেয়ে সত্য কিছু নেই। আমরা শুধু এগিয়ে চলি সেই দিনটাকে বরণ করবার জন্য। এখানে সব শেষ এবং ধীরে ধীরে কোথাও একটা মিলিয়ে যাওয়া। আর তাই কবিদের কাছে এক প্রিয় বিষয় হলো এই মৃত্যু। মৃত্যুকে নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে এ যাবত। আমিও লিখেছি বেশ কিছু কবিতা। কারন শেষকে নিয়ে ভাবতে ভালো লাগে। আর ভালো লাগে মৃত্যুকে জয় করতে। যদিও তাকে জয় করা যায় না। কিন্তু তার ভয়কে জয় করা যায়। কিন্তু সবকিছুর পরেও মৃত্যু ভয়ানক। হয়তো এক ঝটকায় সবকিছু ভীষণ অনায়াসে ভাসিয়ে দিতে পারে সে। তাইতো শেষের দিনগুলোর কথা ভেবে মানুষ আঁতকে ওঠে। কিন্তু তবু সেই দিনটিকে এড়িয়ে যাবে এমন ক্ষমতা কারোর নেই। তাই সেই চিরসত্যকে ধ্রুবক ধরে আমি কতগুলো লাইন রচনা করলাম। আমার কবিতার নাম 'রাত্রিবাস ও মৃত্যুশোক'।
আসুন কবিতা পড়া যাক। এটি একটি ছন্দ কবিতা। সম্পূর্ণ কবিতাটি ৬+৬+২ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। আপনারা পড়ুন এবং পড়ান।
☘️ কবিতা ☘️
রাত্রিবাস ও মৃত্যুশোক
কৌশিক চক্রবর্ত্তী
সময় দেয়নি রাত্রির ভয় আবেশ পাওনি সুখে
নিরাময় চেয়ে মৃত্যুর কথা শুনিয়েছ সম্মুখে
অপারগ আমি দাগ চিনে নিলে ভয়হীন নদনদী
এবার হাঁটব ঘাসফুল বেছে, তুমি মেঘ চাও যদি
অবারিত চাঁদ, নগর আকাশ, রাতগুলো ভয়হীন
পাল্টেছে ভিত, পাল্টেছে রাত, সমসাময়িক দিন
ক্রমে মুছে যাবে বাউল হৃদয়, নির্বাক ধ্রুবতারা
আমার মৃত্যু নির্মীয়মান, সাক্ষী অন্ধ যারা
ঘুমঘোরে তবু বিকিকিনি হাট খুঁজে ফিরি সহজিয়া
পাঁচিলে তারই অভাবচিহ্ন, ভোররাত মরমিয়া
এবার ভিজলে আমার ছায়ার হাতে দেব চিলেকোঠা
ঋণ পরিশোধে বেপরোয়া হব, ভরসা বৃষ্টিফোঁটা
ঢেউ থেকে তুমি চিনে নিও পথ ঠিক গোধূলির দিকে
তখন আমিও কিনে নেব শুধু একাকিনী রাত্রিকে
এরপর শুরু মৃত্যুর কাছে কাঙ্ক্ষিত দরাদরি
সেই থেকে আমি একলা দুচোখে পালিত আঁধার ভরি।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1867265035090727361?t=RQz6rnhRCdhFJJjo4WaXLQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$PUSS প্রোমোশন -
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের জীবন একমাত্র চিরন্তন সত্য হলো এই মৃত্যু। আর এটা যে যত সহজে মেনে নিতে পারবে তার জীবন ততটা সুন্দর সাবলীল হবে। কবিতা টা চমৎকার লিখেছেন ভাই। অসাধারণ লাগল কবিতা টা পড়ে। এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কবিতাটা পড়ে এমন সুন্দর কমেন্ট করলেন বলে খুব ভালো লাগলো ভাই। অনেক অনেক শুভকামনা জানবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit