লেভেল ৪ হতে আমার অর্জন - By @kausikchak123

in hive-129948 •  2 months ago 

লেভেল ৪ হতে আমার অর্জন

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱


Onulipi_09_02_12_17_15.jpg

🙏🙏সকলকে স্বাগত জানাই🙏🙏

আমার বাংলা ব্লগে দেখতে দেখতে কেটে গেল প্রায় তিন মাস। এরমধ্যে একটু একটু করে এগিয়ে এসেছি অনেকটাই পথ। আর এই সময়ে ধীরে ধীরে একটি একটি করে লেবেল পরীক্ষা দিয়ে পেরিয়ে এসেছি তিনটি লেভেল। এরপর চলে এলাম চতুর্থ লেভেলের পরীক্ষার উত্তরপত্র নিয়ে। চতুর্থ লেভেল স্টিমিট জার্নির এক গুরুত্বপূর্ণ লেভেল বলে আমার মনে হয়েছে। কারণ এই লেবেলে যে সকল বিষয় একেবারে পরিষ্কার হয়ে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো -

  1. P2P এর মাধ্যমে Steem/Sbd/TRX টান্সফার।
  2. Poloniex এ Account খোলা।
  3. Steemworld.org এর মাধ্যমে কিভাবে Steem কে sbd এবং Sbd কে Steem এ convert করা যায়।
  4. নিজের Steemit Wallet হতে Steem, TRX Poloniexএ Deposit করা এবং Steem , Trx কে USDT তে Convert করা।
  5. Poloniex থেকে USDT Withdraw করা।

লেভেল ৪ উত্তরপত্র
  • P2P কি?
  • P2P হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন স্টিমিট ইউজার তার ওয়ালেট থেকে কিছু পরিমাণ Steem/SBD/TRX অন্য কোন ইউজারের ওয়ালেটে পাঠাতে পারে। এই ব্যবস্থার মাধ্যমে ওয়ালেট টু ওয়ালেট ব্যালেন্স ট্রান্সফার হয় এবং ইউজার তার ওয়ালেট থেকে STEEM বা SBD বা TRX ট্রান্সফার করতে পারে। যদিও কোন ব্যক্তি আর এক ব্যক্তির ওয়ালেটে ব্যালেন্স ট্রান্সফার করলে তা এবিবি কোনদিনই স্বীকৃতি দেয় না। কারণ যখনই এই ধরনের P2P ট্রান্সফার হয় তখন দুটি অ্যাকাউন্টই একজন ব্যক্তির বলে মনে করা হয়।


  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • ধাপ ১:

    1725211208768.jpg

    ধাপ ২:

    1725211257052.jpg

    ধাপ ৩:

    1725211270807.jpg

    ধাপ ৪:

    1725211286775.jpg

    ধাপ ৫:

    1725211310454.jpg


  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
  • ধাপ ১:

    1725211524373.jpg

    ধাপ ২:

    1725211663654.jpg

    ধাপ ৩:

    1725211540669.jpg

    ধাপ ৪:

    1725211564552.jpg

    ধাপ ৫:

    1725211584569.jpg


  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
  • ধাপ ১:

    1725211880371.jpg

    ধাপ ২:

    1725212012914.jpg

    ধাপ ৩:

    1725212033407.jpg

    ধাপ ৪:

    1725211966370.jpg


  • Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
  • ধাপ ১:

    1725212223515.jpg

    ধাপ ২:

    1725212133760.jpg

    ধাপ ৩:

    1725212187728.jpg

    ধাপ ৪:

    1725212203055.jpg


  • Poloniex Exchange site এ একটি Account Create করুন।
  • লেভেল ৪ ক্লাসের পরের দিনই Poloniex সাইটে অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছিলাম। তারপর থেকে বিভিন্ন ধরনের ট্রানজাকশন সেখানে করেছি। তাই একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ায় আর একবার একাউন্ট তৈরি করতে পারলাম না। কিন্তু Poloniex সাইট থেকে পরবর্তী সমস্ত ট্রানজাকশনের স্ক্রিনশট সমেত ছবি তুলে ধরলাম।


  • আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
  • ধাপ ১:

    1725212522175.jpg

    ধাপ ২:

    1725212573371.jpg

    ধাপ ৩:

    1725212871601.jpg

    ধাপ ৪:

    1725212629577.jpg

    ধাপ ৫:

    1725212683060.jpg

    ধাপ ৬:

    1725211966370.jpg

    ধাপ ৭:

    1725212769137.jpg

    ধাপ ৮:

    1725213963128.jpg


  • আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
  • ধাপ ১:

    1725213695012.jpg

    ধাপ ২:

    1725213832377.jpg

    ধাপ ৩:

    1725213734169.jpg

    ধাপ ৪:

    1725213790075.jpg

    ধাপ ৫:

    1725213928785.jpg


  • Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
  • ধাপ ১:

    Screenshot_20240901-212453.jpg

    ধাপ ২:

    Screenshot_20240901-212724.jpg

    ধাপ ৩:

    Screenshot_20240901-212912.jpg

    ধাপ ৪:

    Screenshot_20240901-212931.jpg



    (৫% বেনিফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)



    1720541518267-removebg-preview.png

    Onulipi_07_27_10_21_22.jpg


    new.gif

    1720541518267-removebg-preview.png


    --লেখক পরিচিতি--

    IMG_20240303_181107_644.jpg

    কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।



    কমিউনিটি : আমার বাংলা ব্লগ

    ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।

    44902cc6212c4d5b.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

দেইখা মনে হইতেছে পরীক্ষা ভালোই দিছেন। কিন্তু বুঝতেছিনা। ক্লাস সিক্সের পোলাপাইন নাইন-টেইনের বই দেখলে যেমন বোধ করে তেমন লাগতেছে।

হাহাহা। অনেক পড়াশুনা করে পরীক্ষা দিলাম। এতসব স্ক্রিনশট নিয়ে যেন হাবুডুবু খাচ্ছিলাম।

"ধন্যবাদ জানাই, আমরা আমার বাংলা ব্লগ এর সকল সদস্যবন্ধুদের। 🙏

ভালো থাকুন, ভালো রাখুন। 💪

44902cc6212c4d5b.png

আর একটু ভালো করতে চাও, আমি হয়ন্নী দিয়ে থাকব। 🙏

44902cc6212c4d5b.png

আর কেমন লাগছে? 🤔