আশাকরি সকলেই সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ আছেন এবং ভাল আছেন। সেই সাথে আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন পরিবার পরিজন নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে মজার একটি মুহূর্ত শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।
এমনিতেই প্রচুর গরম। তার মধ্যে যদি ডাব খাওয়ার জন্য নেমন্তন্ন পাওয়া যায় তাতে মন্দ কিসের! আবার যদি হয় সেটা একদম ফ্রি অথবা মাগনা তাহলে তো আরো ভালো হয়। গরমকালে ডাব অনেক উপকারী একটি ফল। তাছাড়া যখন গ্রীষ্মের উদ্যাপে গলা শুকিয়ে যায় এবং একটু পানি খাওয়ার জন্য মন ছটফট করতে থাকে তখন এক গ্লাস ডাবের পানি শরীরে প্রশান্তির সাথে সাথে মনের তৃষ্ণা মিটিয়ে দেয়। তাছাড়া ডাবের পানি আমার ভীষণ পছন্দের একটি। অবশ্য এটি বেশিরভাগ লোকের খুব পছন্দের।
যখন আমরা তিনজন একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম তখন একজন বন্ধু বলে উঠলো চল আমাদের বাড়িতে যাই ডাব আছে তোদেরকে ডাবের পানি খাওয়াবো। এটা অবশ্য অনেকদিন আগের কথা। আমরা বিলম্ব না করে উঠে দাঁড়ালাম এবং সেই বন্ধুর বাড়িতে গেলাম ডাবের পানি পান করার জন্য। তারপরে সে কয়েকটি ডাব নিয়ে এলো। ডাবগুলো অনেকটাই কচি ছিল। তারপর সে দা এনে নিজেই কাটা শুরু করে দিল এবং ডাবের পানি জগের মধ্যে পুড়িয়ে আমাদেরকে সরবরাহ করতে থাকলো। সত্যিই অসাধারণ সুস্বাদু ছিল। বিশেষ করে পানি গুলো বেশ মিষ্টি ছিল।
তাদের বাড়িতে কয়েকটি ডাবের গাছ আছে। সে মূলত বাড়িতে আসার পর একটি ছোট ছেলে দিয়ে ডাবগুলো গাছ থেকে পেড়েছিল এবং কয়েকটি আমাদের জন্য রেখেছিল। তারপর আমরা কিছুটা আনন্দভাবে ডাবের পানি পান করেছিলাম এবং সেইসাথে অনেকটা আনন্দ করেছিলাম। কে কার চেয়ে বেশি খেতে পারে সেই প্রতিযোগিতাও ছিল। তাই ডাবের পানি পান করার সাথে সাথে একটু বাড়তি আনন্দ ছিল। যদিও ডাব বাজারে কিংবা রাস্তার আশেপাশে পাওয়া যায় কিন্তু সত্যি বলতে সময় কিংবা ব্যস্ততা কিংবা অন্য যেকোনো কারণে খাওয়া হয়ে ওঠেনা। যদিও আমাদের নিজেদের ডাব গাছ আছে কিন্তু সত্যি বলতে সময় হয়ে ওঠেনা কিংবা নিজে ডাব গাছে না উঠতে পারার কারণে কখনো পাড়া হয় না। তবে সেই দিনের মুহূর্তটা অনেক ভালোলাগা ছিল।
ছবির ধরন | ডাবের পানি পান করার মুহূর্তের ফটোগ্রাফি |
---|---|
ডিভাইসের নাম | স্যামসাং গ্যালাক্সি জে ৭ |
ফোকাস দূরত্ব | ৩.৬ মি.মি. |
W3W ফটো লোকেশন | মানিককান্দি |
ফটোগ্রাফার | kawsar8035 |
আমি মোঃ কাউছার হাসান। জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি। কেননা এদেশের প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা এবং এদেশের বুকে আমার বসবাস। পেশায় একজন শিক্ষক। সব সময় নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই এবং সেইসাথে প্রকৃতির মাঝে ভ্রমণ করার মাধ্যমে নিজেকে খুঁজে পাই।
ঠিক বলেছেন ভাই আপনি এক গ্লাস ডাবের পানি শরীরের প্রশান্তির সাথে সাথে মনের তৃষ্ণা মিটিয়ে দেয়। আসলে গরমের সময় ডাবের পানি শরীরের জন্য খুবই উপকার। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাবের পানি খেতে আমার খুবই ভালো লাগে আমাদের বাড়িতে অনেক গুলা ডাব গাছ রয়েছে ছোটবেলায় মাঝেমধ্যেই ডাব গাছে উঠে গাছের আগায় বসে ইচ্ছেমতো ডাব খাওয়ার স্মৃতি এখনো মনে পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit