আসসালামুআলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব।
বান্দরবন ভ্রমণ নিয়ে দুইটি পর্ব শেয়ার করেছি আর আজকে বান্দরবান ভ্রমণের তৃতীয় পর্বটি নিয়ে হাজির হয়েছি। প্রথম দুই পর্বে বাসা থেকে বান্দরবান এর উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু অংশ শেয়ার করেছি মূলত প্রথম পর্বে কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত আসার ভ্রমণ কাহিনী টা শেয়ার করেছি আর পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবান পৌছানো পর্যন্ত বিস্তারিত শেয়ার করেছি আর আজকের তৃতীয় পর্বে বান্দরবানের প্রথম ট্যুরিস্ট স্পট ঘুরে দেখেছিলাম আর সেটা নিয়েই বিস্তারিত শেয়ার করব। যারা বান্দরবান এসেছেন তারা অবশ্য মেঘলা পর্যটন কেন্দ্র সম্পর্কে কমবেশি অবগত আছেন কারণ বান্দরবান সদর উপজেলার পাশাপাশি জায়গায় এই মেঘলা পর্যটন কেন্দ্রটি অবস্থিত অর্থাৎ যেখানে গিয়ে টুরিস্ট লোকজন হোটেলে থাকে তার খুব কাছাকাছি এরিয়ায় এই মেঘলা পর্যটন কেন্দ্র অবস্থিত।
যাইহোক দ্বিতীয় পর্বে বান্দরবান সদর উপজেলার বান্দরবান জেলা বাস স্ট্যান্ডের পাশে কলাপাতা রেস্টুরেন্ট নামক একটি রেস্টুরেন্ট আছে সেখানে আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করি। বলা চলে তখন প্রায় দুপুর হয়ে গিয়েছে তবে সেদিনই খাওয়া একটু দেরিতে হলেও যেহেতু বান্দরবান গিয়ে আমাদের প্রথম খাওয়া হয়েছিল তাই সেটা একটু দেরিতে হলেও সকালকার খাবার হিসেবেই গ্রহণ করেছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আবার সিদ্ধান্ত নিলাম একটি চাঁদের গাড়ি ভাড়া করে বান্দরবান শহরের আশপাশের যে সকল টুরিস্ট স্পট গুলো আছে সেগুলো ঘুরে দেখবো। হঠাৎ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো স্পট ঘুরে দেখা যায় সবগুলো কমপ্লিট করব। চাঁদের গাড়িওয়ালার সাথে বেশ কথাবার্তা হলো তার সাথে কথাবার্তা শেষ করে গাড়ি ঠিকঠাক করেন আমরা প্রথম মেঘলা পর্যটন কেন্দ্রের দিকে রওনা হলাম।
মেঘলা পর্যটন কেন্দ্র।
what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze
মেঘলা পর্যটন কেন্দ্র, বান্দরবান।
what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze
চাঁদের গাড়ি নিয়ে আমরা প্রথমে মেঘলা পর্যটন কেন্দ্র গেলাম সেখানে যাওয়ার পরে গেইট থেকে আমাদের গ্রুপের যে ম্যানেজার ছিল সে জুন প্রতি একটি করে টিকিট ধরিয়ে দিল। সবাই একসাথে মেঘলা পর্যটন কেন্দ্রের মধ্যে প্রবেশ করলাম তবে আমি আবার একটু কাজে বাইরে এসেছিলাম কারণ চাদের গাড়িতে ইম্পরট্যান্ট একটা জিনিস ফেলে রেখে গিয়েছিলাম তবে গেটম্যানের কাছে বিস্তারিত বিষয়টি বলার পরে তিনি বললেন আচ্ছা সমস্যা নেই আপনি যেতে পারেন তবে খুব বেশি দেরি করবেন না। দেরি না করে চাঁদের গাড়ি থেকে আমার সেই জিনিসটি নিয়ে আবার সবাই একসাথে মেঘলা পর্যটন কেন্দ্রের দিকে এগোতে থাকলাম। মূলত গেইট দিয়ে প্রবেশ করার পরে অনেক নিচু একটা রাস্তা আছে। বান্দরবান জেলার পুরোপুরি অংশটাই পাহাড়ে ভরপুর অর্থাৎ উঁচু-নিচু রাস্তা। আমরা ধীরে ধীরে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগোতে থাকলাম তবে লক্ষ্য করলাম অনেকেই ঝুলন্ত ব্রিজের উপর থেকে ছবি উঠছে তবে ছবি ওঠার খুব একটা আগ্রহ ছিল না আমার শুধু প্রকৃতি দেখার খুব আগ্রহ ছিল কারণ প্রকৃতির সৌন্দর্য প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করে।
মেঘলা পর্যটন কেন্দ্র, বান্দরবান।
what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze
ঝুলন্ত ব্রিজ পার হয়ে উঁচু পাহাড়ের অংশে সুন্দর কয়েকটি বাড়িও রয়েছে সেখানে সবাই ছবি উঠায় ব্যস্ত বন্ধু রাহুল ও হাতে ক্যামেরা নিয়ে সবার ছবি তুলছিল। গাছের নিচে চুপিসারে বসে ছিলাম তখন রাহুল বলল বন্ধু সেম ভাবে থাকো তোমার একটা ছবি তুলি তখন সে আমার ছবি তুলেছিল তবে আমি তার ক্যামেরার দিকে ফোকাস না দিয়ে নিজে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা এবং আমার ফোন ক্যামেরা দিয়ে আশপাশের সৌন্দর্য চ্যাপ্টার করায় ব্যস্ত ছিলাম। পাহাড়ের উপরের অংশের বাড়ি গুলো সুন্দর রং দিয়ে সাজানো চিন্তা করছিলাম এখানে যে সমস্ত টুরিস্ট লোকজন এসে থাকে তারা রাতের বেলায় দারুন একটা রাত উপভোগ করে কারণ পাহাড়ের উপরের অংশে চারিপাশের প্রকৃতি ঘেরা এমন সৌন্দর্যের মাঝে যদি রাতের বেলায় সময় কাটানো যায় তাহলে নিঃসন্দেহে সেটা স্মরণীয় হয়ে থাকবে। সেখান থেকে সামনের দিকে গেলে আরো বড় পাহাড়ের দিকে যাওয়া যায় তবে তখনও সেদিকে যাওয়ার ইচ্ছে জাগেনি।
বান্দরবান।
what3words address.
https://w3w.co/swatted.engraving.shall
হাঁটতে হাঁটতে আমি একদম শেষ প্রান্তে চলে গেলাম অর্থাৎ পাহাড়ের উপরের অংশে যেখানে ঘর বাড়ি তৈরি করা হয়েছে ফ্লোরে সুন্দর পার্কিং টাইলস করে জায়গাটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সেটা দেখতে ব্যস্ত। প্রকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সেখানে কিছু কৃত্রিম সৌন্দর্য তুলে ধরা হয়েছিল যেগুলো আপনাকে আকৃষ্ট করবে এটা স্বাভাবিক তবে সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করলাম পাহাড়ি অনেক বড় বড় কিছু গাছ এখনো সেখানে রয়ে গিয়েছে আর সেই গাছের সৌন্দর্য অনেকের কাছেই ভালো লাগবে। শত বছরের পুরনো গাছ যদি বড় এরিয়া ধরে আগলে রাখে তাহলে সেই গাছের সৌন্দর্যটা ভালো লাগবে স্বাভাবিক। তবে সেখানে লক্ষ্য করলাম বিভিন্ন পাহাড়ি গাছের সাথে সাইনবোর্ডে সেই গাছের নাম এবং বিস্তারিত তথ্য উল্লেখ করে রাখা হয়েছে যেন এখানে যে সমস্ত পর্যটক ঘুরতে আসে তারা এই গাছ সম্পর্কে জানতে পারে।
বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজনে, আশাকরি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।এই ভ্রমণ কাহিনী পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏
আমার পরিচয়
আমি কাজী রায়হান।আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
👍
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেঘলা পর্যটন কেন্দ্র নামটা শুনে মনে হচ্ছিল কৃএিমভাবে তৈরি সবকিছু। কিন্তু দেখছি সবকিছুই প্রাকৃতিক। ভেতরের লেক পাহাড় ঝুলন্ত ব্রীজ। সত্যি সবকিছু দারুণ লাগল। চমৎকার কাটিয়েছেন সময় টা ওখানে। এবং ঘুরে দেখার মতো একটা জায়গা অবশ্য। ধন্যবাদ বান্দরবন ভ্রমণের পোস্ট টা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit