ক্যাম্পেইন সফল। || by @kazi-raihan

in hive-129948 •  2 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৭ই ফাল্গুন | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000113837.jpg

হাফিজ ভাইয়ের তৈরি



আমাদের সবার প্রিয় @rme দাদা $puss কয়েনের সফলতার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন সেই সাথে আমাদের কমিউনিটির এডমিন মডারেটররা বড় ভূমিকা পালন করছে। সাথে ইউজাররা পুষ প্রমোশনের জন্য টুইটার সহ কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে সবাই একসাথে $puss প্রজেক্ট সফল করার জন্য পরিশ্রম করছে। আমাদের কমিউনিটিতে নতুন একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে যেখানে আপনি সব মিলিয়ে ১৫ ডলার পুরস্কার জিততে পারেন। শুধু তাই নয় আপনার কাছের মানুষ গুলোকে ১০ ডলার করে বোনাস পাওয়ার সুযোগ করে দিতে পারেন শর্ত শুধু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হবে।Gate.io তে বড় একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যেখানে আপনি অংশগ্রহণের মাধ্যমে এই পুরস্কার জিততে পারবেন তাছাড়া সেখানে অনেক বড় পরিসরে একটি পুরস্কার ঘোষণা করা হয়েছে যেটা আমরা সবাই জানি।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে সমস্ত ইউজার কাজ করেন তাদের সবার কাছেই কমবেশি $puss কয়েন গচ্ছিত আছে তাই সবাই নিজের জায়গা থেকে সাধ্যমত কাজ করার চেষ্টা করেছে। সবচেয়ে মজার বিষয় এই $puss কয়েন খুব দ্রুত সফলতা অর্জন করেছে যেটা আমরা চোখের সামনে দেখতে পারছি। হ্যাঁ পর্যায়ক্রমে ধাপে ধাপে যেভাবে সফলতা অর্জন করে আসছে সেটা সত্যি অকল্পনীয়। যে ক্যাম্পেইন নতুন করে শুরু হয়েছে সেই ক্যাম্পেইন আজকে শেষ হবে সেক্ষেত্রে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে আপনি আমাদের সবার প্রিয় এই $puss কয়েনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। যদিও অলরেডি Gate.io তে লিষ্ট হওয়ার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সে ক্ষেত্রে বলা চলে আমরা অনেকটাই স্বার্থক।



হ্যাঁ আমাদের এই কয়েনটা অনেকটাই সার্থক তবে এই সার্থকতার পিছনে সবচেয়ে বড় অবদান আমাদের দাদার। একটা কয়েন মার্কেটে আসার পরে সেই কয়েন নিয়ে কত পরিশ্রম করতে হয় সেটা হয়তোবা আমরা অনেকেই জানি না বা সেই কয়েন বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট করতে হলে কি রকম অর্থ ব্যয় হয় সেটা সম্পর্কেও হয়তোবা অনেকের কোন ধারনা নেই তবে যারা নিয়মিত হ্যাংআউটে অংশগ্রহণ করেন তারা হয়তো দাদার মুখ থেকে শুনে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিয়েছেন। একটা মানুষ দিনরাত পরিশ্রম করে যদি একটা কয়েনের সফলতার জন্য কাজ করতে পারে তাহলে আমরা কেন সামান্য এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব না তারপরও এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আপনাকে সম্মানী দেওয়া হচ্ছে। তবে এখন একটু ভালোই লাগছে কারণ আমাদের ক্যাম্পেইন তো সফল।



স্বাভাবিকভাবেই আপনি একটা কাজের সাথে সংযুক্ত আছেন আর সেই কাজটা যখন সফলভাবে শেষ হয় তখন দেখবেন নিজের মনের কাছে আলাদা একটা সফলতার আনন্দ কাজ করে। আমরা যারা শুরু থেকেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে অন্যান্য ইউজার কে অংশগ্রহণ করার প্রতি উৎসাহ জাগিয়েছি প্রতিনিয়ত এই ক্যাম্পেইন সফল হওয়ার উদ্দেশ্যে কাজ করেছি তাদের কাছে আমার মনে হয় আলাদা একটা ভালো লাগা কাজ করছে। দিনশেষে আমরা সফল আমাদের ক্যাম্পেইন সফল আমাদের লক্ষ্য মাত্রায় আমরা পৌঁছাতে পেরেছি সে ক্ষেত্রেও আমরা সফল অর্থাৎ সফলতায় পরিপূর্ণ।



খুব শীঘ্রই আমাদের সবার প্রিয় $puss কয়েন কে Gate.io
তে দেখতে পারবো। আবারো ধন্যবাদ জানাই সেই সমস্ত ইউজারকে যারা আমাদের এই ক্যাম্পেইন সফল হতে স্বতঃস্ফূর্তভাবে সবাই একসাথে কাজ করেছে। Gate.io একাউন্ট ক্রিয়েট করে সেটা ভেরিফাই করে আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। এই ক্যাম্পেইনে সর্বমোট প্রথম ৩০০ জন অংশগ্রহণকারীকে ১০ ডলার দেওয়া হবে আর তাদের মধ্য থেকে যারা আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজার তাদেরকে কমিউনিটির পক্ষ থেকে ৫ ডলার পুরস্কার প্রদান করা হবে। হ্যাঁ আমার বাংলা ব্লগ কমিউনিটি ইউজারদের উদ্দেশ্য করে বলছি যারা এখনো এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেননি খুব সীমিত সময়ের মধ্যে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন কেননা আর খুব বেশি সময় বাকি নেই। এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে সফলতার অংশ হিসেবে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000113851.jpg

1000113850.jpg

1000113849.jpg

1000113847.jpg

1000113848.jpg

আমাদের সকলের উচিত এই ক্যাম্পেইনটাকে সফল করা। কারণ এটা আমাদের সকলের জন্যই ভবিষ্যতের পথকে আরও সুন্দর করে দেবে বলে আমি মনে করি। একই সাথে এই ক্যাম্পেইনের জয়েন হবার মাধ্যমে আমরা আমাদের বোনাস ও পেয়ে যাচ্ছি।

ক্যাম্পেইনের সফলতা দেখে বেশ ভালোই লাগছিলো আমার কাছে। আসলে এই ক্যাম্পেইনের মধ্যে আমরা সকলেই নিজের জায়গা থেকে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম। সকলেই মিলে এতো সুন্দর একটি ইভেন্টে জয়েন করেছি। আশা করছি ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর ক্যাম্পেইনের আয়োজন করা হবে।