আমারSuperWalkএর তৃতীয় সপ্তাহ। || by @kazi-raihan

in hive-129948 •  19 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২২শে পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | শীত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000103159.png

Banner Credit:@rex-sumon



সুপার SuperWalk অ্যাপস সম্পর্কে আমরা সবাই জানি। কমিউনিটিতে দীর্ঘদিন ধরে এই অ্যাপস সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে আমি দুই সপ্তাহে নিজের এক্টিভিটি নিয়ে দুইটি পোস্ট শেয়ার করেছি যেহেতু কমিউনিটি থেকে নিজের এক্টিভিটি নিয়ে পোস্ট শেয়ার করার কথা বলা হয়েছে সেহেতু সাপ্তাহিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে আজকে তৃতীয় সপ্তাহে তৃতীয় পোস্ট নিয়ে হাজির হলাম। এই সপ্তাহের শুরু থেকে আমার কত পয়েন্ট যুক্ত হয়েছিল আর সপ্তাহের প্রতিটা দিনে কি পরিসরে কাজ করেছি সেগুলোই আজকের পোস্টের পর্যায়ক্রমে প্রতিটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। যখন এই সপ্তাহ শুরু হয়েছিল তখন আমার পয়েন্ট ছিল ১১০০০+ দৈনন্দিন কাজের পাশাপাশি এখানে নিজের অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য কমবেশি হাটাহাটি করা হয়।

মূলত এখানকার অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য নিজের জীবনের দৈনন্দিন অনেকগুলো স্টেপ পরিবর্তন হয়েছে যেমন ধরুন প্রতিনিয়ত বাইক নিয়ে বাজারে যাওয়া এদিক সেদিক ঘুরতে যাওয়া সেই বিষয়গুলো এখন কিছুটা পরিবর্তন হয়েছে আগে যেমন বাইক নিয়ে ঘোরাফেরা করতাম এখন নিজের অ্যাক্টিভিটিভ বৃদ্ধি করার জন্য কম বেশি হাঁটাহাঁটি করা হয় যেটা আমাদের স্বাভাবিক জীবনে বড় একটি পরিবর্তন বলে আমি মনে করি। একজন মানুষের ভালো থাকার অন্যতম কারণ যেন সেই মানুষটা সুস্থ স্বাভাবিক থাকে আর সুস্থ স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে ব্যায়াম করার বিকল্প নেই। ব্যায়াম করার ক্ষেত্রে হাঁটাহাঁটি অন্যতম একটি এই অ্যাপসের মাধ্যমে সেই বিষয়টা সম্পর্কে সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।



Screenshot_20241230_195907_SuperWalk.jpg

Screenshot_20241231_212418_SuperWalk.jpg

Screenshot_20250101_213114_SuperWalk.jpg



আপনি প্রতিদিন হাঁটাহাঁটির মাধ্যমে নিজের পয়েন্ট বৃদ্ধি করতে যাচ্ছেন অর্থাৎ আপনার নিজের স্বার্থের জন্য তারা আপনাকে কিছু পয়েন্ট গিফট করছে অর্থাৎ আপনি নিজে নিজের একটিভিটি ধরে রাখছেন আবার আপনার শরীর ঠিক রাখছেন। এক ঢিলে দুই পাখি শিকার কেননা আপনার শরীর আপনি ফিট রাখতে পারলে তারা আবার আপনাকে বোনাস দিচ্ছে। এক কথায় আপনি হাঁটাহাঁটি করে আপনি ইনকাম করতে পারছেন। অনেকেই হয়তো বা এই হাঁটাহাঁটি করে ইনকাম করার বিষয় সম্পর্কে জানার পরে কিছুটা আশ্চর্য হবে তবে এটা এখন সত্যি। যখন আমি এই সপ্তাহের শুরু করেছিলাম তখন আমার টোটাল পয়েন্ট ছিল ১১০৪০। পরবর্তী দিনে আবার হাঁটাহাঁটি করার পরিপ্রেক্ষিতে আমার ওয়ালেটে পয়েন্ট যুক্ত হলো ১১৪৬০ এভাবে প্রতিদিন কিছু পয়েন্ট যুক্ত হওয়ার পর সপ্তাহ শেষে ১৫২২০ পয়েন্ট যুক্ত হয়েছে।



Screenshot_20250103_225945_SuperWalk.jpg

Screenshot_20250104_085843_SuperWalk.jpg

Screenshot_20250104_222514_SuperWalk.jpg

1000106151.jpg



SuperWalk অ্যাপস অনুযায়ী আমি গড়ে প্রতিদিন ৫০০০-৭০০০ step's হাঁটাহাঁটি করি। একদিন ৬০০০ step's হলে পরের দিন ৭০০০ step's হচ্ছে। আপনার SuperWalk অ্যাপসে Today's steps অপশনে আপনি আপনার দৈনন্দিন একটিভিটি দেখতে পারবেন। যেদিন আপনার যত বেশি এক্টিভিটি থাকবে সেদিন আপনার ওয়ালেটে তত বেশি পয়েন্ট যুক্ত হবে। স্বাভাবিকভাবেই আপনি হাটাহাটি করলে আপনার স্টেপ বাড়বে আর আপনার স্টেপ বাড়লে পরে আপনার পয়েন্ট বেশি যুক্ত হবে। অর্থাৎ যত হাঁটাহাঁটি করবেন তত পয়েন্ট অর্জন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার জন্য সর্বোচ্চ ১০ হাজার স্টেপ পর্যন্ত পয়েন্ট পাওয়ার বিষয়টি সীমাবদ্ধ রাখা হয়েছে। আপনি ১০ হাজার এর অধিক হাটাহাটি করলে সেটা দেখাবে কিন্তু ১০ হাজারের অধিক হাটাহাটি করলে তারপর থেকে আপনি আর কোন পয়েন্ট অর্জন করতে পারবেন না। একদিনে সর্বোচ্চ ১০ হাজার স্টেপ হাঁটার পয়েন্ট অর্জন করতে পারবেন।



গত কালকে সুমন ভাই যেহেতু NFT কেনার কথা বলেছেন সেহেতু চেষ্টা করব আজকে যেন NFT buy করতে পারি। যাইহোক পুরো সপ্তাহের হাঁটাহাঁটি মাধ্যমে SuperWalk অ্যাপসে নিজের এক্টিভিটি তুলে ধরার চেষ্টা করেছি। এটা ছিল তৃতীয় সপ্তাহের পুরোপুরি একটিভিটি আবার পরবর্তী সপ্তাহে অর্থাৎ চতুর্থ সপ্তাহে আবার চতুর্থ সপ্তাহের পুরোপুরি অ্যাক্টিভিটি একইভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাঁটাহাঁটির মাধ্যমে রোজগার করার এই মজার বিষয়টি আমি বেশ উপভোগ করছি বিশেষ করে আমার হাঁটাহাঁটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে আগে যে পরিচয় হাটাহাটি করতাম তার চেয়ে অনেক বেশি হাঁটাহাঁটি করার চেষ্টা করছি। আপনি চাইলে নিজেও ট্রাই করতে পারেন দেখবেন বেশ মজা পাবেন।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000106204.jpg

1000106203.jpg

1000106202.jpg

1000106201.jpg

1000106200.jpg

1000106199.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

SuperWalk অ্যাপ বর্তমান সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে।আসলে এই অ্যাপস টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আগে যে পরিমাণ হাঁটাহাঁটি করতাম এখন দিগুণ হাঁটাহাঁটি করি।যাইহোক আপনার এক সপ্তাহের এক্টিভিটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Nominated 💧

অবশ্যই করণীয়: এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( $6-$7) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।

আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।

টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd