টার্গেট ডিসেম্বর সিজন-৪(১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি) || by @kazi-raihan

in hive-129948 •  10 days ago 

আজ -| ২৮শে কার্তিক |১৪৩১ বঙ্গাব্দ |বুধবার|


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



Screenshot_20240829_061627_Canva.jpg

Canva দিয়ে তৈরি

শুভ রাত্রি সবাইকে,

আজকে আবার চলে এলাম নতুন একটি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর @rex-sumon ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। যদিও এই প্রতিযোগিতাটি বেশ কিছুদিন আগে থেকেই চলে আসছে তবে ২০২৩ সালের পর্ব শেষ করে ২০২৪ সালের পর্ব চালু করা হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন বছরে নতুন টার্গেট সামনে রেখে এগিয়ে চলা। আমার লক্ষ টার্গেট ডিসেম্বর সিজন-৪ তে ৬০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা। আমি অলরেডি সেই লক্ষ্য পূরণ করেছি তাই এবার পরবর্তী লক্ষ্য অর্থাৎ ডলফিন হওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই প্রতিযোগিতায় এটি আমার ৪৩তম পাওয়ার বৃদ্ধি। প্রতি সপ্তাহে ১টি পাওয়া আপ এর ফলে আমার একাউন্টে এসপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যা আমার জন্য খুবই ভালো সংবাদ। নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কার না ভালো লাগে বলুন। আমি এই প্লাটফর্মে দীর্ঘ দিন কাজ করতে চাই এই জন্যই প্রতি সপ্তাহে একবার করে হলেও পাওয়ার আপ করার চেষ্টা করি। টার্গেট ডিসেম্বর সিজন-৪ কে সামনে রেখে প্রতি সপ্তাহে ২০-২৫ স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি ১৫ স্টিম পাওয়ার আপ করবো। যখন টার্গেট ডিসেম্বর নিয়ে কাজ শুরু করেছিলাম তখন SBD পে-আউট হত কিন্তু মাঝে কিছুদিন এসবিডি পেয়ে আউট ঠিক মতো হচ্ছিল না তাই বড় এ্যামাউন্টের পাওয়ার বৃদ্ধি করার ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়নি। এখন আবার সেই সমস্যাটা অনেকটাই কেটে গিয়েছে তাই আবারও প্রতি সপ্তাহে ওয়ালেটে কিছু এসবিডি জমা হচ্ছে যার কারণে চাইলেই বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারছি।বেশি পরিমাণ স্টিম পেআউট হলে বেশি পরিমাণ স্টিম পাওয়ার বৃদ্ধি করা যায়। এখন SBD পে আউট শুরু হয়েছে তাইতো বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারছি। যদি পুরো ডিসেম্বর মাস পর্যন্ত এরকম এসবিডি পে আউট চালু থাকে তাহলে ধারাবাহিকভাবে বড়পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারব আর তাহলেই আমি আমার পরবর্তী টার্গেট অর্থাৎ এই সিজন-৪ তে ডাবল ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।

1000097564.jpg

  • আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ৬৫৯৩ স্টিম আর লিকুইড স্টিম রয়েছে ২২ সেখান থেকে ১৫ স্টিম পাওয়ার আপ করবো।

1000097566.jpg

1000097568.jpg

1000097569.jpg

1000093515.jpg

Screenshot_20220727-064059_Chrome.jpg

Screenshot_20220510-084958_Chrome.jpg

  • পাওয়ার আপ অপশনে গিয়ে পাওয়ার আপ এর উপরে ক্লিক করলাম। আমার লিকুইড স্টিম ২২ থেকে ১৫ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি। পাওয়ার আপ এ ক্লিক করলাম এবং ওকে করে পাসওয়ার্ড বসিয়ে দিলাম।

1000097570.jpg

  • আমার আগে স্টিম পাওয়ার ছিল ৬৫৯৩ স্টিম বর্তমান স্টিম পাওয়ার হয়েছে ৬৬০৮ স্টিম। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।

পূর্বের এসপি৬৫৯৩
পাওয়ার আপ১৫
বর্তমান এসপি৬৬০৮

সমাপ্তি

আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে বাইক নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরতে খুবই ভালোবাসি। অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে ভালবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

বেশি বেশি করে পাওয়ার আপ করার উপযুক্ত সময় এখন। আজকে আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার ধারাবাহিকতা ধরে রাখে আপনার লক্ষ্যে আরও একভাবে এগিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

পাওয়ার আপ করার জন্য ধন্যবাদ আপনাকে।
এসবিডি থাকলে আসলে আমরা অনেক বেশি পাওয়ার আপ করতে পারতাম। যাইহোক তারপরও অনেকে নিয়মিত পাওয়ার আপ করে চলেছে। নিয়মিত পাওয়ার আপ জারি রাখুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন । বন্ধু আজকে তুমি ১৫ স্টিম পাওয়ার আপ করেছ দেখে অনেক ভালো লাগলো। আমাদের সবার উচিত প্রতি সপ্তাহে পাওয়ার আপ করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

পাওয়ার আপ করতে আমরা সকলেই ভালোবাসি। পাওয়ার আপের কোন বিকল্প নেই। আশাকরি এভাবেই এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। শুভ কামনা রইল ভালো থাকবেন।

আপনার ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। কথায় আছে যত বেশী পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপ প্রতিনিয়ত করতে থাকলে আপনি নিজের স্টিম পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন। সবসময় এটাই কামনা করি যেন আপনি নিজের স্টিম পাওয়ার অনেক বৃদ্ধি করতে পারেন।

এটি শুনে বেশ ভালো লাগলো আপনার লক্ষ্য ৬০০০ স্টিম পাওয়ার আপ অলরেডি আপনি পূরণ করেছেন। আর এখন ডলফিনের উদ্দেশ্যে ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন আজকে। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে আমাদের পাওয়ার আপ করা খুব দরকার। আশা করি পাওয়ার আপ করে অনেক দূরে এগিয়ে যাবেন।

১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আসলে এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ারের কোন বিকল্প নেই। প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ আপনাকে আশা করছি এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন।

আশা করি এসবিডি পে-আউট খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ভাই। যাইহোক আপনি ১৫ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৬,৬০৮+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।