আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৭ই অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | হেমন্ত-কাল|
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
পোস্টের টাইটেল পড়ার পরে কেউ ভাববেন না আমি পাঞ্জাবি গিফট পেয়েছি। কারণ পোস্টের টাইটেলে শুধু গিফটের পাঞ্জাবি কথাটাই উল্লেখ করেছি। মূলত বিশেষ একজন মানুষের জন্য একটা সাদা পাঞ্জাবি গিফট করার কথা ছিল কারণ সে আমাকে অনেকগুলো গিফট দিয়েছে তার বিনিময়ে আমি তাকে এখন পর্যন্ত কোন গিফট দিতে পারিনি। কোন কিছু গিফট দিতে গেলেই সে আমাকে বলে আমি অনেক জুনিয়র তাই তার থেকে আমি শুধু গিফট প্রাপ্য। তবে নিজের কাছে বিষয়টা কেমন লাগে এজন্য অনেক কষ্টে জানতে পারলাম তার সাদা পাঞ্জাবে অনেক পছন্দ যদিও সে দারুন দারুন কয়েকটি সাদা পাঞ্জাবি পরে তাই ভাবলাম আবারও তাকে একটা সাদা পাঞ্জাবি গিফট করা যায়।
কিছুদিন আগে সাদিয়ার সাথে পরামর্শ করলাম ইজিতে গিয়ে সাদা পাঞ্জাবি কিনব কিন্তু পরবর্তীতে আর সেখানে যাওয়া হয়নি আমার যখন সময় হল তখন সাদিয়া ওর বোনের বাড়িতে ছিল তাই আসতে পারেনি ভাবলাম একা একা গিয়ে নিজের মনের মত একটা সাদা পাঞ্জাবি পছন্দ করব। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ইজিতে গিয়ে সাদা পাঞ্জাবি দেখব তাই কুষ্টিয়া যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজগুলো কমপ্লিট করে সকাল ১১ টার দিকে ইজি শোরুমে গেলাম। তবে সেখানে গিয়ে তেমন কোন পাঞ্জাবি কালেকশন দেখতে পেলাম না তারা বলল এখন যেহেতু শীতের সময় তাই তারা পাঞ্জাবি কালেকশনগুলো ঢাকা পাঠিয়ে দিয়েছে ভরপুর শীতের কালেকশন গুলো শোরুমে রেখেছে তাই ইজি থেকে আর পাঞ্জাবি কেনা হলো না। ইজি থেকে সোজা বাইরে এসে চিন্তা করছিলাম এখন তাহলে কোথায় গিয়ে পাঞ্জাবী দেখা যায়?? ইজির ঠিক বিপরীত পাশে মেন্স ওয়ার্ল্ড এর শো রুম আছে সেখানে গিয়ে পাঞ্জাবি দেখতে চাইলাম।
মেন্স ওয়ার্ল্ডে অল্প কিছু পাঞ্জাবি কালেকশন ছিল তার মধ্যে সাদা কালারের যে পাঞ্জাবিটা পছন্দ করলাম সেটা ইনটেক ছিল না অর্থাৎ ট্রায়াল দেয়া ছিল। স্বাভাবিক ভাবেই সাদা কাপড়ে ময়লা একটু বেশি ধরে তাই ট্রায়াল দেয়া সাদা পাঞ্জাবিতে তুলনামূলক একটু ময়লা ধরেছিল আমি চাইছিলাম একটু ইনটেক্ট ফ্রেশ প্রোডাক্ট কিনতে তাই মেন্স ওয়ার্ল্ড থেকেও আর কেনা হলো না তখন ভাবলাম এবার দর্জি বাড়ি আর ইনফিনিটি তে গিয়ে পাঞ্জাবি দেখব। দুই জায়গায় পাঞ্জাবি দেখার পরে যেখানে পছন্দ হবে সেখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিব যেহেতু ভালো এমাউন্টের একটা পাঞ্জাবি নিব সেহেতু প্রথমে ইনফিনিটি তে গেলাম।
মজার বিষয় ইনফিনিটি তে আমার কলেজের এক বন্ধু চাকরি করে যদিও ওর সাথে সেই ভাবে ক্লোজ ছিলাম না শুধু মুখ চেনা-চিনি। ভেতরে ঢোকার পরেই চেনা চেনা লাগছিল আমার বন্ধু আমার দিকে তাকিয়ে ছিল আবার আমিও ওর কাছে কিছু একটা বলতে চাইছিলাম পরবর্তীতে আমি নিজে থেকেই বলে ফেললাম ভাইয়া আপনার বাসা কোথায়। সেটা শোনার পরেই কনফার্ম হয়ে গেলাম পরবর্তীতে বিস্তারিত কথা বলার পরে দুজন বেশ ভালোই আড্ডা দিলাম। কিছু সময় পরে বললাম তাহলে তোমাদের এখানে ভালো পাঞ্জাবি কালেকশন কোনগুলো একটু দেখাও। বেশগুলো সাদা পাঞ্জাবি দেখলাম তার মধ্যে দুইটা পাঞ্জাবির কাপড়টা খুবই সুন্দর ছিল আমার বন্ধু দুইটা পাঞ্জাবির মধ্যে যেকোনো একটি নেওয়ার কথা বলল। তুলনামূলক পাঞ্জাবি গুলোর দামটাও খুব বেশি এমন নয় কারণ ইনফিনিটি তে যে কোন প্রোডাক্টের দাম বেশ ভালোই আবার তাদের ফেব্রিক্স কোয়ালিটি ও ভালো। যাই হোক ২৪৫০ টাকার যে পাঞ্জাবিটা ছিল সেটাই প্রথমে দেখলাম।
তাছাড়া সেখানে আরো বিভিন্ন কালারের অনেকগুলো পাঞ্জাবি ছিল তার মধ্যে থেকে সাদা যে পাঞ্জাবিটা পছন্দ করলাম সেটার ইনটেক্স প্রোডাক্ট দেখতে বললাম তখন আমার বন্ধু বলল কিছু সময় দাও আমি অনলাইনে চেক করে দেখছি। সেটার ছোট যে সাইজ ছিল সেটাও শোরুমে এভেলেবেল ছিল তাই এক্সেল সাইজ টাই নিয়ে নিলাম। মূলত আমার এল সাইজের পাঞ্জাবি প্রয়োজন হয় তবে আমি যার জন্য গিফট করবো তার ফিটনেস আমার চেয়ে একটু ভালো তাই এক্সেলটা নিয়েছিলাম। আমার আবার একটা অভ্যাস আছে যে কোন শোরুমে কিছু কিনতে গেলে নির্দিষ্ট যে প্রোডাক্টটা কিনব সেটার পাশাপাশি পছন্দশীল অনেকগুলো প্রোডাক্ট দেখি। সেখানে অনেকগুলো প্যান্ট দেখলাম তবে প্যান্টের প্রাইস গুলো তুলে না মূলক একটু বেশি ছিল যদিও আমার বন্ধু বলছিল আরে আমি থাকতে সমস্যা নাই কিছুটা ডিসকাউন্ট করে দিচ্ছি বন্ধু মানুষ অনেকদিন পর দেখা হল তারপর আবার আমাদের শোরুমে এসেছ যদি একটু ডিসকাউন্ট করতে না পারি তাহলে আর কেমন হলো হা হা হা।
আমি তখন আমার বন্ধুকে বললাম না? আজকে আর বাড়তি কিছু নিব না তুমি শুধু পাঞ্জাবিটাই দাও পরবর্তীতে পেমেন্ট অপশনে গিয়ে নগর থেকে পাঞ্জাবির বিল পেমেন্ট করলাম। আমি চাইছিলাম বিল পেমেন্ট করার পরে প্রাইস ট্যাগগুলো তুলে ফেলবো তবে আমার বন্ধু বলল এগুলো তোলার দরকার নেই যাকে গিফট দেবার দিয়ে দাও পরবর্তীতে যদি তার সাইজ এলোমেলো হয় যেন এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারে তখন চিন্তা করলাম আসলেই যদি সাইজে একটু ছোট বড় হয় ট্যাগ গুলো লাগানো থাকলে আর ক্যাশ মেমো টা থাকলে যে কোন মুহূর্তে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে। স্বাভাবিক অবস্থায় গিফটের প্রোডাক্টগুলোর প্রাইজ হাইড করে রাখাই ভালো। সাইজ এলোমেলো হলে যাতে চেঞ্জ করে নিতে পারে যার কারণে ক্যাশ মেমোটা ভেতরে রেখে দিয়েছিলাম। কেনাকাটা শেষ করে আবার তার কাছে গিফট পৌঁছে দেয়ার জন্য রওনা হয়েছিলাম।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | সেপ্টেম্বর,২০২৪ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি অনেক সুন্দর পাঞ্জাবি পছন্দ করেছেন।সাদা পাঞ্জাবি আমার অনেক ভালো লাগে। গিফট দিতে কিংবা নিতে ও আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঞ্জাবি কিনতে যাওয়ার পোস্ট ভালো লাগলো ভাই। এমন ভাবে নতুন জামা কাপড় কিনতে বেশ ভালই লাগে। আপনার পাঞ্জাবিটি বেশ সুন্দর হয়েছে দেখতে। ইনফিনিটি থেকে দারুন সুন্দর একটি পাঞ্জাবী নিয়েছেন। সেখানে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে এটা অবশ্যই একটা প্রাপ্তি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঞ্জাবি এখন আমার কাছে সব দোকানেই ওভারপ্রাইসড লাগে কোয়ালিটির তুলনায়। আর কাউকে গিফট করার ক্ষেত্রে আমিও চেষ্টা করি মেমোটা অন্তত সাথে দিয়ে দেয়ার জন্য যাতে সাইজে ছোট বা বড় হলে চেঞ্জ করে নিয়ে ব্যবহার করতে পারে। তাই আমিও বলবো ভালোই করেছেন মেমো আর ট্যাগ সহ দিয়ে। পোষ্টে কয়েকটা বানান একটু ভুল হয়েছে, ঠিক করে নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit