আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ -৭ই পৌষ | ১৪৩০ বঙ্গাব্দ | শুক্রবার | শীতকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
বর্তমানে অনলাইনের যুগ সবকিছুই কিন্তু কম বেশি অনলাইনে পাওয়া যায়। তাছাড়া অনলাইনে অনেক ইউনিক ডিজাইনের ভালো ভালো পোশাক বর্তমানে পাওয়া যাচ্ছে আর বেশিরভাগ মানুষই কিন্তু অনলাইনে পোশাক ডিজাইন দেখে অর্ডার করে। এর আগেও আমি অনলাইনে অনেক কিছু অর্ডার করেছি। বর্তমানে সবাই কমবেশি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকে তাই ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকার কারণে অনলাইনে কেনাকাটার হার বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। আপনি ফেসবুকে গেলে বিভিন্ন অনলাইন শপিংয়ের ভিডিও দেখতে পাচ্ছেন আর কোন পোশাক দেখে যদি ভালো লেগে যায় তাহলে কেনার প্রতি আগ্রহ জাগবে এটা অস্বাভাবিক কিছু না। ঠিক একইভাবে অনলাইনের একটি পেইজ থেকে কিছু হুডি কালেকশন দেখার পরে বেশ পছন্দ হলো তবে আমি অনলাইনে অর্ডার না করে তাদের আউটলেটে গিয়ে দেখে শুনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। যদিও এই অনলাইন প্লাটফর্ম থেকে আমার বন্ধুরা অনেক কিছুই অর্ডার করেছে সেটা যেমনটা আশা করেছিল তেমন কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছে তাই এদের কোন নেগেটিভ রিপোর্ট নেই বললেই চলে। তাছাড়া তারা অনেক ইসলামিক মাইন্ডের সেই সাথে ইসলামিক সব প্রোডাক্ট বিক্রি করে তাই তারা দুই নম্বরি করে না।
তবে আমি চেয়েছিলাম তাদের আউটলেটে গিয়ে যে হুডি নিব সেটা ভালোভাবে পড়ে দেখে নিব। যেহেতু অনেক কিছু কেনাকাটা করার জন্য ঢাকায় গিয়েছিলাম তাই যাওয়ার আগেই সিলেক্ট করে রেখেছিলাম সেখানে গিয়ে সরাসরি হুডি গুলো দেখবো। বাড়িতে থাকাকালীন সময়ে যখন অনলাইনে ভিডিওগুলো দেখেছিলাম তখন তাদের শোরুমের লোকেশন টা স্ক্রিনশটে রেখে দিয়েছিলাম। ঢাকায় গিয়ে যখন কেনাকাটার জন্য বের হলাম তখন বসুন্ধরা থেকে বের হওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের মিরপুর ১০ নাম্বারে যে আউটলেট আছে সেখানে গিয়ে হুডি দেখব। প্রথমে তাদের লোকেশন টা খুজে পেতে অনেক কষ্ট হয়েছিল তাই ভোগান্তির শেষ ছিল না। প্রথমদিকে তো খুঁজেই পাইনি তারপরে আমার ফুফাতো বোনের বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে পরবর্তীতে আবার তাদের ফোন নম্বরে যোগাযোগ করে সঠিক লোকেশনে যাই। মিরপুর ১০ নম্বর গোল চত্বর পার হয়ে শাহ আলি প্লাজা এর প্রথম গলিতে প্রবেশ করার পরে বাম হাতে তাদের শোরুম। যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছিলাম তাই বারবার এলাকার এদিক-ওদিক ঘোরার পরে তাদের শো রুমের সামনে যাই আর তাদের শোরুমের সামনে বাইক রাখার পরেই মনে যেন শান্তি লাগছিল। যাইহোক প্রথমে শোরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একজন এসে আমাকে জিজ্ঞেস করলে আপনি কি আমাদেরকে ফোন দিয়েছিলেন আমি তখন বললাম হ্যাঁ আমার সাথে আপনাদের কথা হচ্ছিল। ভদ্র ভাষায় আমাকে বললেন আচ্ছা আপনি কি নেবেন সেটা দেখুন।
অনলাইনে আমি অনেকগুলো হুডি দেখেছিলাম তবে তাদের হুডি গুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল তাছাড়া এত পরিমাণে চাহিদা ছিল যে তারা অনলাইনে প্রোডাক্টগুলো দিতে হিমশিম খাচ্ছে। শুধু তাই নয় তারা আগের দিনে পেইজে একটি পোস্ট শেয়ার করেছিলেন যে তাদের শো রুমে আসার আগে কন্টাক্ট নাম্বারে যেন যোগাযোগ করে আসে কেননা তাদের শোরুমে পর্যাপ্ত প্রোডাক্ট নেই। এতটা চাহিদা হয়েছে বর্তমানে, যাই হোক যে কারণে তাদের এই প্রোডাক্ট গুলোর চাহিদা বেশি সেটা হচ্ছে হুডির সামনের দিকে ইসলামী দাওয়াতের দারুন মেসেজগুলো লেখা রয়েছে যেটার কারণেই হয়তো সবাই কেনার আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে এই শোরুমে শুধু ইসলামী প্রোডাক্টগুলো বিক্রি করা হয়। আমি পর্যায়ক্রমে অনেকগুলো হুডি পড়ে দেখলাম তবে সবগুলো পড়ে দেখার পরে যেটা ভালো লাগলো সেটার আর ভিন্ন কালার পেলাম না। সেখানে যে কর্মরত লোক ছিলেন তিনি বললেন স্যার একটু অপেক্ষা করুন আমি একটু কালার খুঁজে দেখি তিনি কালার গুলো খুঁজতে ছিলেন সেই সুযোগে আমি তাদের শোরুমের কিছু ছবি তুলেছিলাম। যদিও বিস্তারিত পুরোপুরি ছবিগুলো তোলা হয়নি তবে তার পরেও কিছু ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
খোঁজাখুঁজির পরে আরো কয়েকটি হুডি বের করা হলো তবে সেগুলোর কাপড় কোয়ালিটি একটু নরমাল মনে হল নরমাল বলতে কাপড়টা পাতলা। যাইহোক প্রথম দিকে এসে যেটা ট্রায়াল দিয়েছিলাম সেটার সামনের দিকে লেখা ছিল ইসলাম জিতবেই। কালারটাও মোটামুটি বেশ ভালই লেগেছিল ভিন্ন ধরনের একটি কালার তাই ভাবলাম আর খোঁজাখুঁজি না করে এই কালারটাই নিয়ে নিব। তাদের শোরুমে অনেক রকমের আতর রয়েছে আর আতরের উপর বেশ ভালো ডিসকাউন্ট চলছে। যাইহোক টাকা স্বল্পতার কারণে সেগুলো আর নেওয়া হয়নি তবে অনলাইনে অর্ডার করলে অরিজিনাল প্রোডাক্ট টাই পাওয়া যায়। শুধু অনলাইনের ডেলিভারি খরচটা বাড়তি গুনতে হয়। তাদের অনুমতি নিয়ে আতরের কয়েকটি ছবিও তুলেছিলাম যেগুলো উপরে শেয়ার করেছি। যাইহোক হুডির দাম ছিল ১১৯০ টাকা। সেই সাথে আরেকটি টুপি নিয়েছিলাম সব মিলিয়ে ১২৫০ টাকা বিল আসলো। সেখানে বিকাশ পেমেন্টের ব্যবস্থা ছিল আমি বিকাশ থেকে পুরো টাকাটা পেমেন্ট করে দিলাম।
তারা খুবই সুন্দর ব্যবহার করল সেখানে এসে খুব ভালোই লাগলো। তাদের পোশাকের কোয়ালিটি বেশ ভাল ছিল সব মিলিয়ে এভারেজ অবস্থা। যাই হোক কেনাকাটা শেষে আবার আমি নিজের সোয়েটার রেখেই চলে যাচ্ছিলাম পরবর্তীতে যখনই তাদের শোরুমের সামনে আসলাম একজন এসে আমার সোয়েটার হাতে ধরিয়ে দিল। বাইরে এসে শোরুমের একটা ছবি তুলেছিলাম সেটাও শেয়ার করেছি। কেনাকাটা শেষে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম যদিও বাইক থাকার কারণে পথে প্রচন্ড জ্যাম থাকা সত্ত্বেও খুব একটা ঝামেলা পোহাতে হয়নি।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | ডিসেম্বর,২০২৩ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/KaziRai39057271/status/1738007292245930311?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে অনলাইনে কেনাকাটার প্রতি আমি তেমন বেশি আগ্রহী না। কারণ কয়েকবার প্রোডাক্ট অর্ডার করে সঠিক মানের পণ্য হাতে পায়নি। যার কারণে এখন চেষ্টা করি সবসময়ই দোকানে গিয়ে নিজের পছন্দমত জিনিসটা কেনার।
যাই হোক আপনি যে দোকানটিতে কেনাকাটা করলেন এবং তাদের অনলাইন অর্ডারের যে বর্ণনা দিলেন তাতে মনে হল এরা যথেষ্ট স্বচ্ছতার সাথে কাজগুলো পরিচালনা করছে। আপনার হুডিটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে একটু ভয় পেয়েছিলাম তাই সরাসরি তাদের শোরুম এ গিয়েছিলাম তবে তাদের ওয়েবসাইট থেকে নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিনিয়ত অনলাইনে এই সপটার অনেক এড আমার নজরে আসে। প্রোডাক্ট গুলো দেখে আমার বেশ ভালই লাগে তবে কখনোই অনলাইনে অর্ডার করার সাহস করিনি। তবে আজকে আপনার রিভিউ টা পেয়ে বেশ ভালো লাগলো। যাইহোক ধন্যবাদ আপনাকে বিলিভার সাইন থেকে কেনাকাটা করার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমস্যা নাই ভাই অর্ডার করতে পারেন ভালো মানের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit