আকাশে চাঁদের আলো [১০% @shy-fox এর জন্য] by @kazi-raihan

in hive-129948 •  3 years ago 

আজ - ০৮ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ| রবিবার| হেমন্তকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি কাজী রায়হান, আমার ইউজার নাম @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


চলুন শুরু করা যাক



20211021_215040-01.jpeg

20211024_212804-01.jpeg

20211024_212955-01.jpeg

ছবিঃ- আকাশে চাঁদের আলো

সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টি এই পৃথিবী। 24 ঘন্টায় একদিন আর একদিনে 12 ঘন্টা রাত এবং 12 ঘন্টা দিন থাকে। দিনে সূর্য আলো ছড়ায় এবং রাতের আকাশে চন্দ্র আলো ছড়ায়। সন্ধ্যার পর যখন আকাশে কালো অন্ধকার নেমে আসে তখন রাতের আকাশ আলোকিত করতে চাঁদের আবির্ভাব হয়। আকাশে একটা চাঁদের দেখা পেলে মন যেন প্রেমে ভরে ওঠে। মন চায় প্রিয় মানুষের হাতে হাত রেখে অন্য হাতে এক কাপ কফি নিয়ে চন্দ্রবিলাস সারারাত কাটিয়ে দিতে। এ যেন এক অন্যরকম অনুভূতি। ছোটবেলায় দাদা দাদি গল্প শোনাতেন ঐ চাঁদে একটা বুড়ি বাস করে যেখানে বুড়ি নাকি গাভী গরুর দুধ দোয়ায়। আবার কেউ গল্প শোনাতো ঐ চাঁদে একটা বুড়ি আছে সে নাকি বসে বসে চোড়কী কাটে। তবে বড় হওয়ার পর বুঝতে পারলাম আসলে ছোটবেলায় বড়দের কাছে গল্প শুনতে চাওয়ায় বড়রা আমাদের বানিয়ে বানিয়ে চাঁদ সম্পর্কে গল্প বলতো। একটা সময় ছিল যখন গ্রামাঞ্চলে বিদ্যুৎ ছিল না রাতের বেলায় সবাই সপরিবারে চাঁদের আলোয় নানা ধরনের গল্পে মেতে উঠতো। গ্রামের সেই চাঁদের আলোয় সপরিবারে গল্পের দৃশ্য এখন আর চোখে পড়ে না। যুগের পরিবর্তনের সাথে এইসব ঐতিহ্য বিলীন হওয়ার পথে। তবে চাঁদ একেক সময় একেক রকম দেখা যায়। কখনো চাঁদ দেখতে কিছুটা কাচের গায়ে থাকে এবং পর্যায় ক্রমে সময়ের ব্যবধানে গোল হতে থাকে। চাঁদ যখন পুরোপুরি গোল হয়ে যায় তার নির্দিষ্ট দিন পার হওয়ার পর এই চাঁদ মারা যায় অর্থাৎ কিছু দিন আর রাতের আকাশে চাঁদের দেখা পাওয়া যায় না। নির্দিষ্ট কিছু দিন পার হওয়ার পর আবার রাতের আকাশে নতুন রূপে চাঁদের আবির্ভাব হয়। এভাবে চাঁদ পর্যায়ক্রমে নির্দিষ্ট কিছুদিন বিরতি রেখে রাতের আকাশে আলো ছড়ায়। আর এই আলোতেই আমরা চাঁদকে উপভোগ করে থাকি।


আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি জীবন কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চাঁদের সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। আপনি চাঁদ সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি। শুভকামনা রইল আপনার জন্য।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

আপনার ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। লেখা গুলোও ভালো লেগেছে কারণ লেখা গুলো পড়ে যা বুঝলাম তা হলো লেখাগুলো আপনি একদম মন থেকে লিখেছেন। তবে ভাইয়া আপনি লেখাটা আরেকটু বড় করে লিখলে পড়তে আরো বেশি ভালো লাগতো।

আপনার মতামত প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

আপনি তো অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। সাথে উপস্থাপন করছেন অনেক সুন্দর। আপনার জন্য শুভ কামনা রইলো

আপনার মতামত প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ভাই আপনার চাঁদের সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে।আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ

আপনার কল্পনা শক্তি অনেক উন্নত। ছোটবেলায় আমরা এসব ভাবতাম- চাঁদের বুড়ি থাকতো। খুব সুন্দর লিখেছেন ভাই।ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার লিখা বাক্যগুলো ছিলো অসাধারণ ছিলো, আর
বিশেষ করে আপনার ফটোগ্রাফি দারুন ছিলো দাদা। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া

বাহ রাতের আকাশে চাঁদের আলোর অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। রাতের আকাশে চাঁদ দেখতে কারনা ভালো লাগে বলে বলেন...?আকাশে চাঁদ উঠলে সবাই তাকায়। দারুন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।