আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২৭শে পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | শীত-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
সুপার SuperWalk অ্যাপস সম্পর্কে আমরা সবাই জানি। কমিউনিটিতে দীর্ঘদিন ধরে এই অ্যাপস সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। আমি গত সপ্তাহে SuperWalk নিয়ে পোস্ট শেয়ার করার পরবর্তী সময়ে সুমন ভাই নিচে কমেন্ট করেছিল এবং NFT BUY করার কথা বলেছিলেন। সেই সাথে একটি পোস্টের লিংক দিয়ে দিয়েছিলেন যেখান থেকে আপনি খুব সহজেই এই NFT ক্রয় করার প্রতিটা বিষয় ধারাবাহিকভাবে বুঝতে পারবেন। আমি সর্বপ্রথম আমার বাইনান্স থেকে কিছু Trx Gate.io তে পাঠিয়ে দিলাম। সব মিলিয়ে যখন সেটা পাঠিয়েছিলাম সেটা ছিল প্রায় ১০ ডলারের মত। পরবর্তীতে সেটা Usdt তে কনভার্ট করে GRND কিনেছিলাম।
প্রথমত SuperWalk এর ওয়ালেট এড্রেসটা কিভাবে কপি করতে হয় সেটা সম্পর্কে সুমন ভাইয়ের পোস্ট থেকে বিস্তারিত সব দেখে নিয়েছিলাম। এই অনুসারে ওয়ালেট এড্রেস কপি করে GRND টোকেন ট্রান্সফার করলাম। এই টোকেন ট্রান্সফার করার সময় বেশ ঝামেলা পোহাতে হয়েছিল বলা চলে আমার প্রায় দুই দিন লেগেছে কারণ একটু ত্রুটির কারণে ২৪ ঘন্টার জন্য আমাকে মিউট করে রাখা হয়েছিল। যাইহোক গতরাতে ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমি পুরো প্রসেসটি আবার কমপ্লিট করলাম অর্থাৎ টোকেন ট্রান্সফার করলাম। পুরোপুরি ট্রান্সফার প্রসেস কমপ্লিট হতে পাঁচ মিনিট সময় লাগে আপনি যদি নিচের স্ক্রিনশট দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে পর্যায়ক্রমের সেকেন্ড উঠছে। মূলত ৩০০ সেকেন্ড পরে অটোমেটিক্যালি ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে।
পাঁচ মিনিট পরে লক্ষ্য করলাম আমার SuperWalk ওয়ালেটে ১৩৭ GRND দেখাচ্ছে। আমি সব মিলিয়ে ১৪৫ টোকেন কিনেছিলাম ট্রান্সফার বাবদ আমার ওয়ালেট থেকে সাত ঢোকেন কেটে নেওয়া হয়েছে অবশিষ্ট 137 টোকেন আমার SuperWalk ওয়ালেটে যুক্ত হয়েছে। পরবর্তীতে ১৩৭ GRND টোকেন Spending থেকে ট্রান্সফার করলাম। এখন আপনি কিভাবে বাই করবেন সেটা সম্পর্কে বিস্তারিত বলব।
SuperWalk অ্যাপসের প্রো মুডে যাওয়ার পরে আপনি অনেকগুলো NFT দেখতে পারবেন যেখান থেকে আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী ক্রয় করতে পারবেন। আমার ওয়ালেটে সব মিলিয়ে ১৩৭ GRND ছিল তার মধ্যে থেকে আমি ১০১ GRND দিয়ে NFT BUY করলাম। এখানে আপনি আপনার ইচ্ছেমতো ক্রয় করতে পারেন আপনি যদি মনে করেন আপনি বেশি GRND খরচ করে কিনবেন সেক্ষেত্রে কিনতে পারেন আবার যদি মনে করেন অল্প পরিসরে খরচ করে কিনবেন তাহলে সে ক্ষেত্রে কিনতে পারেন। এক কথায় এটা আপনার নিজের ইচ্ছা।
পুরোপুরি কেনা শেষ এখন আমি হাঁটাহাঁটি করলে সেখানে বিস্তারিত সবকিছু দেখাবে। আমি কত সময় হেঁটেছি, কত কিলোমিটার গতিতে হেঁটেছি? বিস্তারিত সবকিছুই স্ক্রিনে উঠে আসবে। আপনার কত পয়েন্ট যুক্ত হয়েছে কতটুকু এনার্জি অর্জন করেছেন সব কিছুই দেখতে পারবেন। এইতো বন্ধুরা আমি NFT BUY করেছি এখন চাইলে আপনারাও ক্রয় করতে পারেন। আমি সুমন ভাইয়ের লিংকে দেওয়া পোস্টের বিস্তারিত দেখে পুরো প্রসেসটা কমপ্লিট করেছি তবে আমার নিজের পোস্টে কিছু অপশন স্কিপ করেছি সে ক্ষেত্রে আপনারা ক্রয় করার ক্ষেত্রে সুমন ভাইয়ের কমেন্ট করা সেই লিংক অনুযায়ী অর্থাৎ লিংকের যে পোস্ট আছে সেই পোস্ট দেখে পুরো বিষয়টা সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোন সমস্যা হয় সেক্ষেত্রে তাদের সাহায্য নিতে পারবেন।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জুতা কেনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। আমারো কিনতে হবে। আপনার পোস্ট দেখে শিখে নিলাম শীর্ষই একটা কিনবো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো NFT জুতো বাই করেই ফেললেন ভাই। এটি একটি বড় কাজ করে ফেলেছেন। এই অ্যাপের মাধ্যমে হাঁটাহাঁটি করতেও ভালো লাগে। আর প্রো মোডে গিয়ে কাজ করতে আরো বেশি ভালো লাগে। আপনি এই জুতাটি ক্রয় করেছেন দেখে খুব ভালো লাগলো। ভবিষ্যতে আরো বেশি হাঁটাহাঁটি করবেন এই আশা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক কিছু জানার ছিল আপনার পোস্টে। যে বিষয়গুলোতে আমি কেমন অবগত ছিলাম না। সুন্দর ভাবে আপনি গুছিয়ে লিখেছেন এবং জানার সুযোগ করে দিয়েছেন। আসলে যত বেশি হাঁটাহাঁটি করা যাবে তত বেশি বেশি অ্যাক্টিভিটিজ বাড়বে এবং এই থেকে অনেক কিছু করা সম্ভব হবে। যেমনটা আজকে আপনি ক্রয় করে দেখিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও সুমন ভাইয়ের পোস্ট দেখেই মোটামুটি ধারণা পেয়েছিলাম কীভাবে এনএফটি কিনব। তবে একটা ঝামেলা হয়ে গিয়েছিল এক্সচেঞ্জ থেকে ডলার উইথড্র দেওয়ার সময়। Pro mode এর ফিচারড গুলো বেশ আলাদা। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। আপনার জন্য শুভকামনা । হাঁটতে থাকুন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit