কবিতাঃ সীমাহীন ভালোবাসা

in hive-129948 •  2 years ago 

pexels-pixabay-265722.jpg

♡ ♥💕❤

সময়ের ছন্দ এবং বছরের নাম নিয়ে চিন্তা করবেন না
আপনি একজন মহিলা যিনি সর্বদা একজন মহিলা থাকেন
আমি তোমাকে ভালবাসব
একবিংশ শতাব্দীতে প্রবেশ করার সময়
পঁচিশ শতকে প্রবেশ করার পর,
ঊনবিংশ শতাব্দীতে প্রবেশ করার সময়,
এবং আমি তোমাকে ভালবাসব
সমুদ্রের পানি শুকিয়ে গেলে
আর বন পুড়ছে
(২)
আমার সহধর্মীনী
তুমি সব কবিতার প্রতিকৃতি
সকল স্বাধীনতার গোলাপ
কবিতার রাজা আর শব্দের ফারাও হওয়ার জন্য তোমার নামের বানানটাই আমার জন্য যথেষ্ট
তোমার মতো একজন নারীর আদর হওয়াই আমার জন্য যথেষ্ট, যাতে আমি ইতিহাসের বইয়ে ঢুকতে পারি এবং আমার জন্য ব্যানার তুলতে পারি।
হে আমার ভদ্রমহিলা, ভোজের সময় পাখির মতো অস্থির হবেন না
আমার থেকে কিছুই বদলাবে না, ভালবাসার নদী বয়ে যাওয়া বন্ধ হবে না
হৃদস্পন্দন থামবে না
চুলের খাদ উড়ে যাওয়া বন্ধ করবে না
(৩)

ভালোবাসা যখন বড় আর প্রেয়সী হবে চাঁদ, তখন এই ভালোবাসা আগুনে খাওয়া খড়ের বালিতে পরিণত হবে না।
হে আমার ভদ্রমহিলা, এমন কিছুই নেই যা আমার চোখ পূর্ণ করে না বাতি, সাজসজ্জা, ছুটির ঘণ্টা বা ক্রিসমাস ট্রি নয় রাস্তার অর্থ আমার কাছে কিছুই নয় পাব আমার কাছে কিছুই নয়

♡ ♥💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wacher.png

Hello, I'm Robin Hood from STEEM WATCHER Team and I'm here to notify you regarding your mistakes and help you to improve in order to build quality bloggers that create useful content for Steem. Don't be afraid if you receive this message we are only trying to help you to introduce to Steemit rules, but take on mind that if you abuse of this wonderful platform constantly you could get affected negatively in a near future.


Observations:

Thank you so much , i really appreciate it

নিজে থেকে কিছু লিখার চেস্টা করুন, অন্যের লেখা চুরি না করে। আর আমার বাংলা ব্লগের মেম্বার হতে গেলে অবশ্যই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
ধন্যবাদ।