হ্যালো ফ্রেন্ডস ,
আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই।আশা করি ভালো আছেন ।আমিও ভালো আছি ।
ছবি আকা অনেকেরি সখ থাকে ।কেউ আকতে পারেনা তবুও চেষ্টা করে সুন্দর করে ছবি আকতে ।আমিও চেষ্টা করার মধ্যে একজন।আমার খুব সখ ছবি আকা ।বিভিন্ন ধরনের পাখি ফুল প্রকৃতিক দৃশ্য আকতে পছন্দ করি । এর আগে এতো সখ ও জেগে উঠনি ।আমার বাংলাব্লগে ভালো ভালো হাই কোয়ালিটির সুন্দর সুন্দর ছবি দেখে এতো উৎসাহিত হয়েছি যে আর না একে পারতেছিলাম না ।প্রথম প্রথম আকা ছবি দেখলে মনে হতো পারবোনা ।কয়েকটা ছবি পোষ্টও করেছিলাম ভাল ফল পাইনি ।আস্তে আস্তে এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি ।যাতে ভালো একজন আর্টিস্ট হতে পারি আমার বাংলাব্লগে ।এজন্যই আজকের সামান্য আর্ট নিয়ে হাজির হয়েছি ।পেন্সিল দিয়ে ফুল ও ময়ূর এর আর্ট।হয়তো বেশি ভালো হয়নি তবুও চেষ্টা করে যাবো আস্তে আস্তে চলুন তাহোলে কিভাবে ধাপে ধাপে আর্টটি করেছি দেখে নেই ।
ছবিটি আকার উপকরন :
একটি সাদা কাগজ ।
দুটি পেন্সিল ।
রাবার ।
পেন্সিল কাটার একটি।
ছবিটি আকার পদ্ধতি :
প্রথম ধাপ :
প্রথমে ডান পাশের ফুলের কলি আর্ট করতে হবে ।খেয়াল করে আর্ট করতে হবে যাতে এদিক সেদিক না হয় ।
দ্বিতীয় ধাপ:
এরপর ময়ূর এর অবয়ব আকতে হবে ।নিচের দিকে ময়ূর এর ফোটা ফোটা দাগ অল্পো কয়েকটা একে নিবো ।ঝুটিটি সুন্দর বেকা করে একে নিবো ।
তৃতীয় ধাপ :
এই ধাপে ডান পাশের কলির নিচে ধাপে ধাপে পাতা ও ফুল একে নিবো ।ফুল গুলোকে প্রথমে পেন্সিলের চিকন পাশ দিয়ে একে নিয়ে পরে মোটা করে দিবো ।
চতুর্থ ধাপ :
এই ধাপে ময়ূরের পায়ের নিচের বড় ফুলটি একে নিবো ।হালকা চিকন পেন্সিলের মাথা দিয়ে ।আর বড় ফুলের পাশের পাতাগুলি একে নিবো ।
পঞ্চম ধাপ :
এই ধাপে ময়ূরের পাখার ফোটা ফোটা গোল গোল চীহ্ন গুলো একে নিবে ।পরে একটু কালো করে নিবো।
ষষ্ট ধাপ :
এই ধাপে ছবিটির বাম পাশের কলি প্রথমে এরপর পাতা একে নিবো ।এরপরে আরও নিচেএকটি ফুল আর্ট করবো ,সাথে দুই পাশে পাতা একে নিবো ।
সপ্তম ধাপ :
এই ধাপে বাম পাশের ফুলের কলি থেকে ঘাঢ় করে পেন্সিল দিয়ে দাগ গুলো একে নিতে হবে ।
অষ্টম ধাপ :
এই ধাপে ফুল গুলো মধ্যে ঘাঢ় করে পেন্সিল দিয়ে কালারের মতো করে নিতে হবে।
নবম ধাপ :
এই ধাপে ময়ূরের কিছু অংশ পেন্সিল দিয়ে ঘাঢ় করে কালো করে দিতে হবে।যাতে দেখতে সুন্দর লাগে ।
দশম ধাপ :
এই ধাপে ভালো মতো চেক করে দেখতে হবে কোথাও কিছু বাকি আছে কিনা ।ডান পাশের ফুলে একটু বাকি আছে হয়তো সেখানে ক্লিয়ার করে নিলেই হবে ।
ফাইনাল ধাপ :
বাছ হয়ে গেলো পেন্সিল দিয়ে ফুলের উপর ময়ূর আর্ট।
আকা ছবির সাথে নিজের সেলফি ।আশা করি ভালো লাগবে ।ধন্যবাদ সবাইকে ।
ভাইয়া আপনার মত আমিও আজকে ময়ূরের পোস্ট করেছি। আপনি পেন্সিল দিয়ে ময়ুর এঁকেছেন।আর আমি ময়ূরের মান্ডালা আর্ট করেছি।
আপনি ঠিক বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগে জয়েন করার জন্য আমরা এত সুন্দর সুন্দর আর্টের চেষ্টা করতে পারছি। এই সকল আর্ট করার কথাতো কখনো চিন্তাও করিনি। যাইহোক আপনার আর্টটি ভালো হয়েছে। শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলের উপর আপনি নিখুত নিপুন ভাবে ময়ুরের অংকন করেছেন।এমন অংকন আমি প্রথম দেখলাম।আর আপনার আকার ধরন এবং ধাপ উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। খুব গুছিয়ে কাজ টি করেছেন শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোষ্টটি দেখার জন্য শুভ কামনা ভাই আপনাকেও ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলবো ভাই এক কথায় অসাধারণ হয়েছে, আপনা্র এত সুন্দর একটি প্রতিভা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আমার মনে অন্তরঙ্গ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। অনেক সুন্দর এবং গুছিয়ে লিখেছেন ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ এতো সুন্দর কমেন্টস করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলের উপর বসে থাকা ময়ূর দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ময়ূর আঁকা খুব ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি গোলাপ ফুলটা ও এঁকেছেন। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ময়ূরের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি ফুলের উপর ময়ূরের অংকন করলেন। দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। পেন্সিল দিয়ে অঙ্কন করতে অনেকটা সময় লাগে।এই অংকনের প্রতিটা রাত আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পেন্সিল দিয়ে এত সুন্দর একটি ফুলের উপর ময়ূর অংকন করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার জন্য শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলের উপর ময়ুরের ৮ আপনি খুব সুন্দর দক্ষতার সাথে অঙ্কন করেছেন দেখতে অসাধারণ লাগছে সত্যিই আপনি চিত্রটি অঙ্কন করে আপনার ধৈর্যের পরীক্ষা দিয়েছেন শুভকামনা থাকলো আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুচিন্তিতো মতামতের জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেন্সিল দিয়ে ফুলের উপরে ময়ূর এর চিত্রটি অঙ্কন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে এটে অঙ্কন করেছেন। যা দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই এতো সুন্দর বেতিক্রম কমেন্টস এর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেন্সিল দিয়ে ফুলের উপর ময়ূরের আর্টটি সত্যিই দারুণ হয়েছে। আমার কাছে আপনার আটটি অসাধারণ লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দর আর্ট করতে পারেন। প্রতিটি ধাপ আপনি খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন যা দেখে খুব সহজেই আপনার অঙ্কন পদ্ধতি বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অসাধারন কমেন্টস এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেন্সিল ঠোঁট দিয়ে অনেক সুন্দর চিত্র অঙ্কন করেছেন যা সত্যি অনেক আকর্ষিত। অনেক সুন্দর ভাবে গুছিয়ে গুছিয়ে অংকন করেছেন যাতে অন্য কেউ আপনার অংকটা দেখে খুব সহজে অঙ্কন করতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই এতো সুন্দর কমেন্টস করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit