আজ - ৬ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি প্রাকৃতিক দৃশ্য আকা নিয়ে আয়োজন ।চলুন শুরু করি ।
আমার আজকের আকা ছবি :
এই ছবিটি আমার দেশের বাড়ি বাংলাদেশের দক্ষিন অঞ্চল নদী এলাকা নিয়ে আকা ছবি ।এমনি ভাবে নদীর পাশে গ্রাম এক মনোরম পরিবেশ দেখলে মনে পরে ছোটো বেলায় গ্রামে অতিবাহিত করা কিছু মুহূর্ত। নদীতে পাল তুলে নৌকা ভেসে যায় ।মাঝি গান ধরে ।দে দে পাশ তুলে দে ,মাঝি হেলা করিস না .........
ধাপে ধাপে আকি গ্রামের সেই স্মৃতি মনে করে ।
প্রথমধাপ
দ্বিতীয়ধাপ
তৃতীয়ধাপ
চতুর্থধাপ
পঞ্চমধাপ
শেষধাপ
ছবিটি আর্ট করতে যা লাগবে :-
আকার জন্য প্রথমে A4 সাইজের কাগজ নিতে হবে ।
এরপর পেন্সিল দিয়ে প্রথমে নদীর পাড়ের ঘরবাড়ির দৃশ্য আট করতে হবে ।এরপর নদী আর্ট করে নদীতে নৌকা একে তাতে পাল দিতে হবে ।তারপর চারপাশের বড়গাছ গুলি একে রং দেওয়ার পালা।
প্রথমে নদীর সাইটে গ্রাম সূর্য কালার করে এরপর ঘর গুলো এভাবেই পর্যায় ক্রমে পুরা রং করে ।শেষধাপে ফাইনাল ভাবে চেক করে আকা শেষ করা ।
এই ছিলো আমার গ্রামের বাড়ির স্মৃতি উপলক্ষে আমার আকা ছবি ।আশা করি ভালো লাগবে ।
ধাপে ধাপে প্রকৃতির অংকনটি দারুন এঁকেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর আর্ট করেছেন।ধাপে ধাপে চিত্র গুলো উপস্থাপন করার কারনে আমার কাছে বুঝতে সুবিধা হয়েছে।শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকেও পোষ্টটি পরার জন্য ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো এঁকেছেন ছবিটি। তবে আরো যত্নশীল হতে হবে। যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ডিসকর্ডে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য ।চেষ্টা করবো যথা সাধ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit