আমার "রেনডম চিরিয়াখানার প্রানীদের ফটোগ্রাফি " [shy-fox---10%]

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম আদাব


আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আমিও ভাল আছি। আজকে আমি চিরিয়াখানার কিছু প্রানীদের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করি সবার ভাল লাগবে ।

এ সপ্তাহ পুরো ব্যস্ত থাকার কারণে ভালমত পোস্ট করতে পারি নাই । আজকে বৃহস্পতিবার তাই আগের করা কিছু চিড়িয়াখানার প্রাণীদের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ঘুরতে যাওয়ার কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করি সবার ভালো লাগবে । তাহলে চলুন দেখে নেই ফটোগ্রাফি গুলো ।


কালো পুকুরের কচ্ছপ


কালো পুকুরের কচ্ছপ, যা দাগযুক্ত পুকুরের কচ্ছপ বা ভারতীয় দাগযুক্ত কচ্ছপ নামেও পরিচিত, এটি দক্ষিণ এশিয়ায় স্থানীয় মিঠা পানির কচ্ছপের একটি প্রজাতি। এটি মনোটাইপিক জিনাস জিওক্লেমিসের অন্তর্গত।


received_530975771690032.jpeg


এশীয় কালো ভাল্লুক


কালো ভালুক বা এশীয় কালো ভাল্লুক এশিয়া ও আমেরিকা মহাদেশের বিভিন্ন এলাকায় পাওয়া যায়। এই ভাল্লুকের আকার মাঝারি। এই ভাল্লুকের গলায় সাদা V আকারের দাগ আছে। এই ভাল্লুক Moon bear নামেও পরিচিত। এই ভাল্লুক বিভিন্ন প্রকার। এশিয়া ও আমেরিকা মহাদেশের ভাল্লুকের প্রজাতি আলাদা।

received_981123999195089.jpeg


সাধারণ ইল্যান্ড


সাধারণ ইল্যান্ড, দক্ষিণ ইল্যান্ড বা ইল্যান্ড অ্যান্টিলোপ নামেও পরিচিত, এটি একটি সাভানা এবং সমতল অ্যান্টিলোপ যা পূর্ব এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এটি Bovidae পরিবারের একটি প্রজাতি এবং Taurotragus গণ

received_1139134519959945.jpeg


জিরাফ


জিরাফ একটি বন্য প্রাণী। বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দলবেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে। তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না।

received_333093928767231.jpeg


মেছো বিড়াল :


মেছোবাঘ, বাঘরোল বা মেছো বিড়াল (ইংরেজি: Fishing Cat), (বৈজ্ঞানিক নাম:Prionailurus viverrinus) মাঝারি আকারের বিড়ালগোত্রীয় একধরনের স্তন্যপায়ী বন্যপ্রাণী। ব্রাজিল, কোস্টা রিকা, বাংলাদেশ, ভারত, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, লাউস, শ্রীলঙ্কায় এরা স্থানীয়ভাবে বাঘরোল নামে পরিচিত। এদের আবাসস্থল থাইল্যান্ড ও এল সালভাদোর।

received_632841008013062.jpeg


জলহস্তী


জলহস্তী (ইংরেজি Hippopotamus হিপোপটেমাস) আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। পানিতে নেমে জলজ উদ্ভিদ খায়। জলহস্তীরাও অনিয়ন্ত্রিত শিকার এবং চোরাশিকারের কবলে পড়ে। মে ২০০৬ সালে, জলহস্তীকে আইইউসিএন লাল তালিকায় একটি সংকটাপন্ন প্রজাতি হিসেবে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউসিএন) চিহ্নিত করে ছিল।

received_379306097343019.jpeg


ড্রোমেডারি বা আরবীয় উট


ড্রোমডারি, যা আরবীয় উট নামেও পরিচিত, এটি ক্যামেলাস প্রজাতির একটি বৃহৎ সমান-আঙ্গুলযুক্ত আনগুলেট, যার পিঠে একটি কুঁজ রয়েছে। এটি তিনটি প্রজাতির উটের মধ্যে সবচেয়ে লম্বা; প্রাপ্তবয়স্ক পুরুষরা 1.8-2 মিটার কাঁধে দাঁড়িয়ে থাকে, যখন মহিলারা 1.7-1.9 মিটার লম্বা হয়।

received_303011791750417.jpeg


এই ছিল আমার প্রানিদের ফটোগ্রাফি । আশা করি আপনাদের ভালো লাগবে । আবার অন্য পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । ধন্যবাদ সবাইকে ।


বিষয়রেনডম চিরিয়াখানার প্রানিদের ফটোগ্রাফি
ক্যামেরারেডমি৫
ফটোগ্রাফার@khan55
লোকেশনপার্বতীপুর দিনাজপুর।
what3worshttps://w3w.co/quicksand.bossy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন যেটা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। যদিও আমার এখন পর্যন্ত চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার সৌভাগ্য হয়নি তবে খুব শীঘ্রই ঘুরতে যাব। আপনার পোষ্টের মাধ্যমে আমরা অনেক ধরনের প্রাণী দেখতে পেলাম যেটা দেখে খুবই ভালো লাগলো। সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য । শুভ কামনা রইল ভাই।

আসলে মিউজিয়াম বা চিড়িয়াখানায় গেলে বিভিন্ন রকম প্রাণী দেখতে পাই। আর সেগুলো রং বৈচিত্রের হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ কিছু প্রাণীর ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য। ভালো থাকুন ফ্যামিলির সবাইকে নিয়ে কামনা করি

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য ।

আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন প্রাণীর সাথে পরিচিত হতে পারলাম ।আপনি বিভিন্ন প্রাণীর খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন । সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য । শুভ কামনা রইল ভাই।

আপনি অনেকগুলো প্রাণীর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। চিড়িয়াখানা ঘুরতে যেয়ে নিজের যে আনন্দ উপভোগ করেছেন সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে অনেকগুলো প্রাণী এখানে সব প্রাণীগুলো চিড়িয়াখানা গেলে আসলে দেখা যায়। দেখতে ভালই লাগে আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য । শুভ কামনা রইল ভাই।

এখন পর্যন্ত কোনো চিড়িয়াখানাতে যাওয়া হয়নি স্বচোখে। এসব প্রাণীর সুন্দরতা উপভোগ করতে খুবই ভালো লাগে মনে হয়। আপনার চিড়িয়াখানার উপভোগ করা প্রাণীদের দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য । শুভ কামনা রইল ভাই।

আপনার লেখায় কোনো মৌলিকত্ব নেই। সম্পূর্ন্ন লেখাটাই অন্যত্র থেকে কপি করেছেন। একজন ভেরিফাইড মেম্বার থেকে এটা সত্যিই আশা করিনি। আপনাকে কমিউনিটি থেকে ব্যান করা হচ্ছে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

source:

https://www.facebook.com/citynewsdk/videos/%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB/171943028079096/

https://wikipredia.net/bn/Common_eland
https://encyclopedia.fandom.com/bn/wiki/%E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B_%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95

And wikipredia.net / Wikipedia

লেখার প্রত্যেকটি অংশই উইকিপেডিয়া সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করা।

ছবিগুলো কেমন জানি অস্পষ্ট লাগছে, আমার কাছে।মনে হয় দূর থেকে ছবি তোলার জন্য।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য ।

আর সব কিছু দেখাযায় প্রাণীদের কিছু ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নিজেও কিছুদিন আগে চিড়িয়াখানায় গিয়ে অনেক গুলো ছবি তুলেছিলাম। আপনার ফটোগ্রাফি পোস্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এত চমৎকার একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য । শুভ কামনা রইল ভাই।

চিড়িয়াখানায় ভ্রমণ পড়ে খুবই সুন্দর সুন্দর কিছু প্রাণীর ছবি আছে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। চিড়িয়াখানা এমন একটি জায়গা যেখানে ভ্রমণ করার মাধ্যমে অনেক অজানা কে জানা যায় এবং অজানা জিনিস কে দেখতে পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু জিনিসের ফটোগ্রাফি আমাদের মাঝে আজকের শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

চিড়িয়াখানা থেকে আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফিক গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অনেক ছোটবেলা একদিন চিড়িয়াখানায় গিয়ে ছিলাম আর যাওয়া হয়ে ওঠেনি। এত সুন্দর প্রাণীদের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য । শুভ কামনা রইল ভাই।