আমার বাংলা ব্লগে আমার প্রতিদিনের ডায়েরি

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



আজকে আমি আমার গত কালের ডেইলি একটিভিটি শেয়ার করবো ।আশা করি ভালো লাগবে ।চলুন শুরু করি ।




IMG_20210828_152532.jpg


সকালের আবহাওয়া ছিলো এমন মেঘাচ্ছন্ন ।তবুও ভাল ছিলো মনের মতো ঠান্ডা ঠান্ডা পরিবেশ ।ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করি চালের রুটি ও বুটের ডাল রান্না করা মা বানিয়েছে ।



IMG_20210828_115411.jpg


খাওয়ার পর রেষ্ট নেই ।দশটায় উঠে বাজারে যাই ।বাজারে প্রথমে মাছ বাজারে ইলিশের কাছে যাই বড় গুলোর দাম বেশি তা মাজারি দেখে নেই ইলিশ ।



IMG_20210828_103114.jpg


এরপর শবজি কিনি বাজার থেকে পেপে ঝিঙা পটল আলু ।বাসায় আসতে আসতে দুপুর ।

দুপুরে গোসল শেরে নিয়ে ভাত খাই মুরগীর গোস দিয়ে ।



IMG_20210828_172045.jpg


ভাত খেয়ে বাগানে যাই তুলসি পাতা গাছটি লাগিয়ে ছিলাম ঠিক আছে কিনা ।এরপর বাসায় এসে ইউটিউব দেখি ভারতীয় ভুতের নাটক আহাদ ।



Screenshot_2021-08-29-16-28-07-553_com.google.android.youtube.jpg


বিকাল হয়ে আসে উঠৈ ফ্রেশ হয়ে বাহিরে বের হই হাটতে ।রাস্তারপাশে সিদ্ধ ডিম বিক্রি করে খাইলাম একটা ।এর পর একটা 7up ঠান্ডা দেখে কিনে খাই।



IMG_20210827_193128.jpg




IMG_20210827_190502.jpg


সন্ধ্যায় বাসায় এসে ফুসকা বানাই টক বানাই ভর্তা বানাই ।ফুসকাগুলো সেই হইছিলো খেতে ।শশা দিয়ে ডিম দিয়ে বানানো ।



IMG_20210828_193136.jpg




IMG_20210828_193134.jpg




IMG_20210828_193101.jpg


বাছ খেয়ে দেয়ে এরপর কিছুক্ষন উপন্যাস এর বই পরি।

রাতে খাবার খেয়ে লুডু খেলতে বসি ফোনে ।একটু রাত বেশি হলেই খেলা শেষ করে ।পোষ্টটি লিখে শেয়ার করবো তা আর হলোনা ।কখন যে ঘুমাই পরি বুজতে পারিনি ।তাই আজকে পোষ্টি করি ।

এই ছিলো আমার ডায়েরি প্রতিদিনের ।

ধন্যবাদ সবাইকে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফুচকা গুলির চেহারা খুব সুন্দর হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে। ভাই চেষ্টা করেন ক্রিয়েটিভ কিছু করতে। ডাইরি গেম লিখতে থাকলে আপনার ভেতরের ক্রিয়েটিভিটি নষ্ট হবে। ডাইরি গেম মাঝে মাঝে লিখতে পারেন। তবে চেষ্টা করবেন নতুন কিছু করার। তাহলে আপনার মূল্যায়ন কমিউনিটিতে বারবে। আপনার ছবিগুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই সাজেস্ট করার জন্য ।তবে নতুন কি করবো উদাহরণ দিলে ভালো হতো ভাই।

  ·  3 years ago (edited)

আপনি সমসাময়িক যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন।শুধু রাজনীতি আর ধর্ম ছাড়া। কবিতা, গল্প এগুলি লিখতে পারেন। ছবি আঁকতে পারেন। DIY ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন। ট্রাভেল ব্লগ লিখতে পারেন। মানে কোথাও ঘুরতে গিয়েছেন। সেখানকার ছবি দিয়ে আপনার ঘোরাফেরার বর্ণনা দিন। আরো হাজারো কন্টেনট এ পৃথিবীতে ছড়িয়ে আছে। সেটাকে নিজের মতো করে উপস্থাপন করুন।

ধন্যবাদ

ধন্যবাদ আপনার সারাদিনের সুন্দর মূহুর্ত আমাদের সঙ্গে উপস্থাপন করার জন্য। চেষ্টা করুন আমাদের ডিসকর্ড সার্ভারে ভালো ভাবে নির্দেশনা মোতাবেক যুক্ত হওয়ার জন্য। চেষ্টা করুন কমিউনিটির অন্যদের পোস্ট পড়ার জন্য এবং মন্তব্য করুন ।এককথায় এঙ্গেজমেন্ট বৃদ্ধি করুন। ধন্যবাদ।

Ok ভাই ধন্যবাদ

দেখেই বোঝা যাচ্ছে আপনার দিন টা অনেক ভালো কেটেছে। খাওয়া দাওয়া বেশ ভালোই হইছে। আসলে খাওয়া দাওয়া না থাকলে কি জীবন চলে বলুন,তার উপরে আবার যদি স্ট্রীড ফুড হয় তাহলে তো কোন কথাই ।

খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে

সুন্দর বলেছেন ভাই।খাওয়াই জীবন। ধন্যবাদ ভাই।

Ji vhai khawyai ami