আমার বাংলা ব্লগে চট্টগ্রাম ভ্রমনের কিছু সময় আলোচনা।

in hive-129948 •  3 years ago 
গতকাল - ৯ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎকাল |

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আমার শহর পার্বতীপুর থেকে চট্টগ্রাম যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করবো ।চলুন শুরু করি ।

যাত্রা শুরুর দিন সকালে বাস কাউন্টারে যাই টিকিট এর জন্য ।দেখি খুব ভিড় তবুও একটা ছিট পেয়ে যাই বিকালের ।



IMG_20210824_171641.jpg


তাই বাসায় এসে প্রয়োজনীয় সব জিনিস প্যাক করেনেই।যেহেতু দূর পথে যাত্রা তাই পানি নেই পরিমান মতো ।এর পর দুপুরে গোসল করে খেয়ে একটু রেষ্ট নিয়ে উঠেই রেডি হয়ে বাস কাউন্টারে চলে যাই। বাস আসতে একটু দেরি হলেও ।।।।বাসটি ভালো ছিলো যাত্রার জন্য চেয়ার কোচ হিসেবে।



IMG_20210825_005132.jpg

লোকেশন


বাসে উঠে বসি কিছুক্ষন।সব যাত্রী আসলে পরেই ছাড়বে ইতি মধ্যে সবাই আসে যাত্রীরা ।বাস ছেরে দেয় 5.50 শে ।



IMG_20210823_173402.jpg


বাস পার্বতীপুর হয়ে রংপুর বগুরা সিরাজগঞ্জ ঢাকা নারায়নগঞ্জ মুন্সিগঞ্জ ফেনি কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌছাবে ।
যাত্রা শুরু হয়ে রাত তখন 11 টা তখন বাস 20 মিনিটের খাবার বিরতি দেয় ।হোটেল ফুড ভিলেজ এর কাছে ।এখান সব কিছুরী দাম বেশি ।তবুও খেতে হবে ভাত মুরগীর গোস্ত দিয়ে খেয়ে নিলাম।



IMG_20210825_010314.jpg

লোকেশন


এরপর বাস আবার যাত্রা শুরু করলো বিরতির পর ।একটানে ঢাকা চলে আসলো এই ফাকে একটু চোখ বন্ধ করে রেষ্ট নিয়ে ছিলাম।মাঝে মাঝে চলন্ত বাসে ছবি তুলি তা স্পষ্ট না ।এর পর বাস নারায়নগঞ্জ কাচপুর ব্রীজে তখন ছবি তুলি ।



IMG_20210823_045543.jpg

######লোকেশন


তারপর বাস বাস যখন মেঘনা ব্রীজে তখন ও ছবি তুলি চলন্ত বাসে ।



IMG_20210823_051121.jpg

লোকেশন


বাস এর পর ছুটে চলে ফেনি হয়ে কুমিল্লা ঢুকতে সময় নেয় কারন রাস্তায় জ্যাম ছিলো ।এরপর কুমিল্লা বিশ্বরোড় সংলগ্ন পদুরায় বাজারে হোটেল নুরজাহানে বিশ মিনিটের জন্য দাড়ায় খাবর বিরতি।



IMG_20210825_053850.jpg

লোকেশন


খাবার খাই এই হোটেল থেকে নিয়ে ।



IMG_20210823_215152.jpg


এর পর বাস ছেড়ে দেয় একে বারে চট্রগ্রাম অলংকার বাস স্ট্যান্ডে থামায় ।সেখানে বাস থেকে নেমে অটো করে যাই চট্টগ্রাম সি আর বি তে সেখানকার কিছু ছবি ।



IMG_20210823_130420.jpg

লোকেশন




IMG_20210823_130416.jpg

লোকেশন




IMG_20210823_130328.jpg

লোকেশন




IMG_20210823_130036.jpg

লোকেশন




IMG_20210823_101514.jpg

লোকেশন


বারো আওলিয়ার দেশ চট্রগ্রাম খুব সুন্দর প্রকৃতিক পরিবেশের দেশ ।পাহাড় নদী নিয়ে এক অপরূপের ভান্ডার এখানে যতোদেখি ততোই আলও দেখতে মন চায় । এই ছিলো আমার চট্টগ্রাম ভ্রমনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম ।আশা করি ভালো লাগবে ।

##ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমাদের সঙ্গে আপনার ভ্রমণ কাহিনী শেয়ার করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য। চেষ্টা করুন আমাদের ডিসকর্ডে যুক্ত হওয়ার জন্য।

ধন্যবাদ আপু অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবো ।