আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮-১২-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি $PUSS টোকেন হোল্ড রেখে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। আসলে শীতের সময় ঘুম থেকে উঠতেই সত্যি বেশ ভয় লাগে আসলে আমাদের এলাকার উত্তরবঙ্গের এই সাইডে তাই শীতের প্রবণতা একটু বেশি। সকাল বেলায় ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা খেয়ে ভাবলাম বাইরে একটু হাঁটাহাঁটি করব। কিন্তূ অনেক বন্ধুদের কাছে ফোন দিয়েছিলাম সবাই বলে ঘুমিয়ে আছে। তাই বাড়িতে এসে বসে গেলাম পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........
আবার বাংলা ব্লগ কমিউনিটির নেটিভ টোকেন $PUSS. আসলে $PUSS টোকেন কিপ্টো বাজারে আসার পর থেকে সকল ইউজারদের বেশ নজর এসেছে। স্টিমিট প্ল্যাটফর্মের সকল ইউজার কমবেশি $PUSS টোকেন হোল্ড করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্টিমিট প্ল্যাটফর্মের সকল ইউজার জানে যে সকল ইউজারের কাছে যত বেশি $PUSS টোকেন আছে এবিবি কিউরেশন থেকে তত বেশি ভোট জেতা সম্ভব। এটা আমাদের প্রতিষ্ঠাতা সত্যি বেশ দারুন বড় একটা সুসংবাদ দিয়েছে $PUSS টোকেন হোল্ডকারীদের জন্য। প্ল্যাটফর্মের মধ্যে এটাই হচ্ছে ইউজারদের জন্য সবথেকে বড় একটা সুখবর। আমি আশা করি এই সিস্টেম যদি প্ল্যাটফর্মে চালু করা যায় তাহলে সকল ইউজার তাদের নিজেদের জায়গা থেকে $PUSS টোকেন আরো বেশি করে কিনে হোল্ড করার চেষ্টা করবে। সব সময় আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা সহ এডমিন মডারেটর বেশ দারুন দারুন আইডিয়া নিয়ে সকল ইউজারদের মাঝে হাজির হয়েছে সত্যিই তাদের চিন্তাভাবনা গুলো আমার কাছে বেশ ভালোই লাগে।
website:https://puss.meme/
$PUSS টোকেন যে সকল ইউজার কিনেছে তারা কিভাবে $PUSS টোকেন সম্পর্কে ইনফরমেশন পাবে আমি সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন $PUSS টোকেন ওয়েবসাইটের লিংক আমি উপরে শেয়ার করেছি। আপনারা লিংক এর মধ্যে প্রবেশ করলে গেলে খুবই সুন্দর ভাবে $PUSS টোকেন সম্পর্কে সকল তথ্য দেখতে পারবেন। সেখানে দেখতে পারবেন $PUSS টোকেনের বাজার মূল্য থেকে শুরু করে মার্কেট ক্যাপ ও $PUSS টোকেন ডেভেলপ টিমে যে সকল ডেভলপার রয়েছে তাদের সকলকে দেখতে পারবেন। $PUSS টোকেনের ডেভলপাররা সত্যি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে $PUSS টোকেন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে সাথে আবার বাংলা ব্লগ কমিউনিটিসহ স্টিমিট প্ল্যাটফর্মের সকল ইউজার সহযোগিতা এগিয়ে এসেছে এটা আমার কাছে বেশ ভাল লেগেছে।
Telegram : https://t.me/pusscoinofficial
Discord : https://discord.gg/nHyFKGGv
এবার আপনাদের লক্ষ্য করলে দেখতে পারবেন আমি উপরে অনেক সুন্দর ভাবে $PUSS টোকেন টেলিগ্রাম সার্ভারের লিংক উপরে শেয়ার করেছি। $PUSS টোকেন হোল্ড করে যদি কোন ইউজার কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে $PUSS কোকেনের এডমিন মডারেটরদের সাথে যেকোনো সময় টেলিগ্রাম অথবা ডিস্কোডে যোগাযোগ করতে পারবেন। সেখানে সব সময়ই $PUSS টোকেন এডমিন মডারেটর একটিভ থাকার চেষ্টা করে। আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন নিজের $PUSS টোকেন সম্পর্কে কিছু ইনফরমেশন সেখান থেকে জানার জন্য। এবং আপনারা যদি $PUSS টোকেন সম্পর্কে ভালো ইনফরমেশন জেনে থাকেন সেখানে শেয়ার করতে পারেন। আজকের লেখা পোস্ট এখানে শেষ করছি আশা করি সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
x-promotio
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে দাদার মুখ থেকে এই সুখবরটা শোনার অপেক্ষায় ছিলাম। যাদের কাছে যত বেশি $PUSS থাকবে তারা তত বেশি সাপোর্ট পাবে এটা সত্যিই অনেক সুন্দর সুখবর। তাই এই মুহূর্ত থেকে সবার উচিত $PUSS কয়েন হোল্ড করে রাখা। পরবর্তী সময়ে ভোট বার ক্ষেত্রে এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই আমাদের $PUSS টোকেন হোল্ড করে ধরে রাখা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ কয়েন নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। সত্যি দাদা চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। পুশ হোল্ডারদের জন্য। বর্তমান সময়ে SBD চালু রয়েছে। সবাই কম বেশি ইনকাম করছে। প্রতিনিয়ত অল্প অল্প করে পুশ কয়েন ধরে রাখা উচিত। পুশ কয়েন এর ভবিষ্যৎ উজ্জ্বল। পুশ কয়েন ভালো কিছু করবে আমরা সকলেই আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে $PUSS টোকেন সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্য কোন ক্রিপ্টোতে আমি এমন দেখিনি সাধারণ ইউজার রা সরাসরি অথোরিটির সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু পুশ এর ক্ষেএে এই সুবিধা টা আছে। কেউ যদি পুশ হোল্ড করে কোন সমস্যায় পড়ে তবে যোগাযোগ করতে পারে। আবার পুশ এর নিজস্ব ওয়েবসাইট টেলিগ্রাম বা ডিসকোর্ড তো আছেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি কোন সমস্যায় পড়ে তাহলে সরাসরি আমাদের এডমিন মডারেটরদের সাথে যোগাযোগ করতে পারবে কোন সমস্যা নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit