আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭-১১-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি $puss কয়েনের প্রমোশন সম্পর্কে কিছু আলোচনা। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই বেশ কিছু সময় বাড়িতেই বসে ছিলাম। তারপরে চলে গেলাম বাইক বের করে সকালবেলায় পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য। আসলে আমি যেহেতু এখন বর্তমানে গ্রাম অঞ্চলে থাকি তাই গ্রাম অঞ্চলে শীতের প্রবণতা দেখা দিয়েছে। সকাল বেলায় আমি যখন গাড়ি চালাতে ছিলাম তখন বেশ শীত অনুভব করতে পেরেছিলাম। শীতের সকালে কুয়াশায় দুবলা ঘাসের নিয়েরে হাঁটাহাঁটি করতে সত্যি বেশ ভালো লেগেছিল। যখন আমি পুকুরে মাছের খাবার দেওয়া শুরু করলাম মাছগুলো সব গুছিয়ে এক জায়গায় চলে এসেছিল খাওয়ার জন্য। বেশ কিছু সময় মাছগুলোকে খাবার দিয়েছিলাম খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে হাতমুখ ধুয়ে দেখি এখনো সকালের নাস্তা তৈরি শেষ হয়নি। তাই ভাবলাম এই সময় আপনাদের মাঝে বসে একটা পোস্ট শেয়ার করি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........
আশা করছি আপনারা সকলেই জানেন $puss কয়েন প্রমোশনের জন্য সাবটিমে লোক নেওয়া হয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির মধ্য থেকে শুধুমাত্র দুই জন ইউজারকে নেওয়া হয়েছিল এই তালিকায়। আমার বাংলা ব্লগ থেকে আমি এবং ভেরিফাইড গেস্ট ব্লগার সাব্বির আকিব ভাই দুইজন মনোনীত হয়েছি। সত্যি আমার জন্য এটা বেশ খুশির খবর ছিল। গত হ্যাংআউটের @nusuranur আপু অফিশিয়ালি সকলের মাঝে প্রকাশ করেছিল। আসলে তখন আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারদের ভালোবাসা পেয়েছিলাম সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। তবে আমি অনেক আগে থেকেই $puss কয়েনের প্রমোশনের জন্য নিজে নিজেই কাজ করছিলাম। আমাদের টিমে যে সকল কাজগুলো দেওয়া হয়েছে আমি সব সময় চেষ্টা করছি আমার নিজের জায়গা থেকে পালন করার জন্য। আশা করছি আমি সকল কাজগুলো করতে সক্ষম হব। আপনারাও চেষ্টা করবেন নিজে জায়গা থেকে $puss কয়েনের প্রমোশন করার জন্য।
আপনারা আমার টুইটার একাউন্ট এর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি প্রতিনিয়ত আমার টুইটার একাউন্টে $puss কয়েন সম্পর্কে বেশ কয়েকটি পোস্ট করে থাকি। এবং $puss কয়েনের বাইরে যে সকল ইউজার কিপ্টো সম্পর্কে পোস্ট করে তাদের পোস্টের নিচে $puss কয়েন সম্পর্কে কমেন্ট শেয়ার করে আসি। এবং আমি আমার কয়েন মার্কেটক্যাপ একাউন্ট থেকে প্রতিনিয়ত $puss কয়েন সম্পর্কে পোস্ট শেয়ার করি। আসলে এই কাজগুলো আপনারা চাইলে প্রত্যেক ইউজার করতে পারে সে ক্ষেত্রে আপনাদের কোন ক্ষতি হবে না আমি মনে করি তবে অল্প কিছু সময়ের প্রয়োজন। যেহেতু আমাদের নিজেদের $puss কয়েন তাই আমি মনে করি সকল ইউজারের প্রয়োজন প্রমোশন করার। কারণ যদি $puss কয়েনের দাম বৃদ্ধি পায় সে ক্ষেত্রে সকল ইউজার উপকৃত হবে যেহেতু সকল ইউজারের কাছে $puss কয়েন রয়েছে। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকদিন অল্প কিছু হলেও $puss কয়েনের প্রমোশন করে নিজের অবদান রাখার চেষ্টা করুন।
আমার বাংলা ব্লগের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা প্রত্যেকদিন অর্থাৎ ২৪ ঘন্টায় একবার করে। $PUSS কয়েনকে bullish করার জন্য নিচের লিংকে প্রবেশ করে bullish লেখায় প্রেস করবেন।
https://coinmarketcap.com/currencies/pussfi/
আপনারা উপরে লক্ষ্য করলে আরো দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে একটি স্ক্রিনশট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা প্রত্যেকদিন ২৪ ঘন্টা পর পর কোন জায়গায় প্রসেস করতে হবে সেটাও আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে হলুদ কালি দিয়ে মার্ক করে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। সকলে যদি আমাদের সাথে থেকে প্রতিনিয়ত সহযোগিতা করেন তাহলে আমরা আশা করছি খুব দ্রুত সফলতায় পৌঁছে যাব। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
x-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি গতকাল জেনারেলে দেওয়ার পর পরই করেছি দাদা৷
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই৷ আপনার টুইটার পোস্টগুলি দেখতে পাই৷ রিটুইটও করি। আমাদের প্রত্যেকেরই উচিত পুস প্রমোশানের ক্ষেত্রে হাত লাগানো কারণ এইটি আমাদের নিজেদের কয়েন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অবশ্যই $PUSS প্রমোশনের সব দায়িত্ব পালন করতে পারবেন ভাই। আমাদের সবার কাছে যেহেতু $PUSS রয়েছে তাই আমাদের সবার উচিত নিজেদের জায়গা থেকে এই কয়েনের প্রমোশন করা। আমি প্রতিদিনই নিজে থেকে বিভিন্ন সাইটে গিয়ে $PUSS কয়েনের ভোট দিয়ে আসি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হিসেবে যেটা দায়িত্ব ছিল। আমরা অনেকেই সেটা পালন করতে ব্যর্থ হয়েছি। ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছ সেজন্য আজকের এই সফলতা। আমাদের উচিত নিজস্ব কয়েনটি কে প্রমোট করা। আমি মাঝে মাঝে চেষ্টা করি। যাইহোক, পোস্টটি পড়ে ভালো লাগলো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেটাই প্রত্যাশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। পুশ টিমের সাব টিম হিসেবে কাজ করার জন্য।প্রমশনের মাধ্যমে পুশের ব্যাপক পরিচিতি সম্ভব হয়েছে এই পর্যন্ত আশা করি সামনে ভালো কিছু অপেক্ষা করছে,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$Puss কয়েনের প্রমোশন সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো ভাইয়া। Puss মার্কেট আগের চেয়ে ভালো হয়েছে। bullish খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি লিংক উল্লেখ করেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন হতে নিয়মিতভাবে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং কমেন্টে স্ক্রিনশট শেয়ার করতে হবে।
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমি $puss প্রমোশনের জন্য সাব টিমে মনোনীত হয়েছি এই কাজগুলো আমি প্রায় প্রতিনিয়ত করি। সুমন ভাই বলছে আমাদের স্ক্রিনশট দেওয়া লাগবে না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit