টিভি সিরিজ : রিচার - পাপিয়ের // ১০% লাজুক 🦊-কে

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ। আজ আপনাদের সাথে রিচার টিভি সিরিজের পরের পর অর্থাৎ ষষ্ঠ এপিসোড টির রিভিউ নিয়ে হাজির হলাম। সবমিলিয়ে মোট আটটি এপিসোড নিয়ে রিচার টিভি সিরিজটি তৈরী। আগের পর্ব গুলোতে আমার জেনেছি, সেনাবাহিনীর জীবন সমাপ্ত করে জ্যাক রিচার মারগ্রেভে ব্লুজ সঙ্গীতশিল্পী ব্লাইন্ড ব্লেকের খোঁজে আসে তারপরেই সেখানে পর পর দুটো খুন হয়। স্থানীয় পুলিশ প্রথমে রিচারকে সন্দেহ করলেও তাদের সেই ভুল তাড়াতাড়ি ভেঙে যায়। খুনের পরে রিচার স্থানীয় পুলিশ রস্কো আর ফিনলের সাথে খুনের তদন্তে জড়িয়ে পড়ে।


সূত্র : YouTube


পর্ব
পাপিয়ের
পরিচালক
ওমর মাদা
অভিনয়
অ্যালান রিচসন, ম্যালকম গুডউইন, উইলা ফিটসজেরাল্ড, ক্রিস ওয়েবস্টার
চিত্রনাট্য
আদ্রিতা মুখার্জি
মুক্তি
৪-ঠা ফেব্রুয়ারি, ২০২২
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
৪৮ মিনিট

পটভূমি

দাদা জো'র খুনের তদন্ত করতে নেমে রিচার জো'র কিছু পরিচিতিদের সাথে কথা বলতে চায়। সেই সূত্রে রিচার যোগাযোগ করে প্রফেসর কেট ক্যাস্টিলোর সাথে, তিনি রিচারের সাথে দেখা করতে রাজি হন। তারপর রিচার জো'র আরেক পরিচিত প্রফেসরের সাথে যোগাযোগ করলে জানতে পারে সেই প্রফেসর সেদিনই সকালে হঠাৎ মারা গেছেন। তারপর ফিনলে ও রিচার ক্লাইনারের এক ট্রাক দেখে সন্দেহ করে সেই ট্রাককে অনুসরণ করে কিন্তু তারা দেখে ট্রাকটি খালি।


প্রাপ্তি : Amazon Prime

আততায়ীরা রস্কো ও হাবলের পরিবারের যে সেফ হাউসটি আছে সেটি খুঁজে পায়, কিন্তু রস্কো উপস্থিত বুদ্ধি খাটিয়ে হাবলের পরিবারকে সেফ হাউস থেকে বাঁচিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়ার পর রস্কো পিকার্ডকে সবকিছু জানায় আর সবাই রেস্টুরেন্টে গিয়ে পিকার্ডের জন্য অপেক্ষা করে। রেস্টুরেন্টে অপেক্ষা রত সময়ে হাবলের স্ত্রী চার্লি ক্লাইনারের সাথে তারা কিভাবে জড়িয়ে যায় সেটার বিবরণ করে, চার্লি এও বলে যে পলকে হুমকি দিয়ে বেআইনি কাজ করানো হয়েছে।


প্রাপ্তি : Amazon Prime

রিচার জো'র খুনের তদন্ত করার জন্য নিউ ইয়র্ক শহরে যায় যেখানে সে দেখা করে জো-এ পরিচিত প্রফেসর কেট ক্যাস্টিলোর সাথে। প্রফেসরের সাথে কথা বলে রিচার বুঝতে পারে যে ক্লাইনার জাল ডলার ছেপে ভেনিজুয়েলার এক খদ্দেরের কাছে জাল ডলার গুলো পাঠাচ্ছে।


প্রাপ্তি : Amazon Prime

রিচার ক্যাস্টিলোকে পুলিশ সুরক্ষায় রেখে বেরিয়ে যায়। পুলিশ স্টেশন থেকে বেরোতেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রিচারের পিছু নেয়। পিছু নেওয়া সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে রিচারের সাথে মারামারি হয়। মারামারি শেষে রিচার ব্যক্তিকে মেরে ফেলতে সমর্থ হয়।


আমার অভিমত

স্বাভাবিক ভাবে জো'র তদন্তের সঙ্গী মলি বেথের মৃত্যুর পরে সন্দেহের তীর ক্লাইনার আর তার ছেলে কেজের দিকে যায়। জাল নোটের কারবারের আভাস পেলেও কোনো প্রমাণ রিচারের হাতে আসে না। প্রমাণ খুজতেই রিচার জো'র পরিচিতদের সাথে যোগাযোগ করে নিউ ইয়র্ক যায়। নিউ ইয়র্কে রিচারের উপর আবারও প্রাণঘাতী হামলা হলে রিচার আততায়ীকে তৎপরতার সাথে ধরাশয়ী করে ফেলে। ষড়যন্ত্র যে আরো ঘোরালো হচ্ছে, তা বুঝতে আর অসুবিধা নেই।


রেটিং

পরিচালনা
কাহিনী
অভিনয়




Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!