নমস্কার বন্ধুরা,
কিছুদিন পূর্বে আমাদের সকলের $PUSS তিন মাস অতিক্রম করে ফেলেছে, সেটা $PUSS এর একটা মাইলস্টোন। গতকাল ১০০ দিন পেরিয়ে যাওয়াটাও ছিলো $PUSS কয়েনের আরো এক মাইলস্টোন। $PUSS এর বয়স বাড়ছে আর দেখতে দেখতে বিগত ১০০ দিনে আমরা অনেক কিছু ঘটনার সাক্ষী হয়ে রয়ে গেছি। কিছু ভালো স্মৃতি জমেছে যেমন তেমনি কিছু কঠিন স্মৃতিও জমে থাকবে। হয়তো আমরা আরো ভালো কিছু আশা করতে পারতাম যদি কিছু অনভিপ্রেত ঘটনা না ঘটতো। বহু প্রচেষ্টার পর আজ $PUSS যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেটার সম্পূর্ণ কৃতিত্ব দাদার উপরে। আসলে এত ঝড়-ঝঞ্ঝা সহ্য করার পরেও একটি কয়েনের দাঁড়িয়ে থাকা সত্যিই কঠিন হয়ে যায়। যাই হোক, আজকের এত ভালো দিনে সেসব কথা নাইবা বললাম।
আজ সব পজিটিভ দিকে তাকাবো। বিগত দেড় মাস আগে মার্কেট সেন্টিমেন্ট একদম তলানি ঠেকেছিল আজ তা ধীরে ধীরে অনেকটাই শুধরে নিয়েছে। হয়তো পূর্বের অবস্থায় $PUSS ফিরে যেতে পারেনি তবে অনেকটাই রিকভার করতে পেরেছে। কাজ করতে থাকলে হয়তো কিছুটা ভালো আশা করা যেতেই পারে। আমাদের মূল লক্ষ্য $PUSS কে সাপোর্ট করা, $PUSS এর দাম পড়ে যাওয়া কিংবা উপরে ওঠা পুরোটাই এখন মার্কেটের উপরে নির্ভর করছে তাই সেদিকে না তাকিয়ে এগোতে থাকা উচিত।
$PUSS কয়েন টির যে ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া সেটি আপনারা অল্প বিস্তর জানেন। আমরা সেখানে কিছুটা আমাদের তরফ থেকে প্রতিদান রাখতে পারি সেটা হলো সপ্তাহে অল্প কিছু হলেও $PUSS কিনে। তার সাথে আমাদের দরকার অনেক অনেক প্রচার। যেটা আপানারা অনেকেই করছেন। এখন এটাই চাই, মার্কেট তার মতনই ওঠাপড়া করতে থাকবে আমাদের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। যাত্রা পথে $PUSS কিনতে থাকি। বিগত তিন বছরে দাদা ও আমার বাংলা ব্লগ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। চলুন আমরা সবাই এগিয়ে, $PUSS কে নিজেদের তরফ থেকে সাপোর্ট দিই।
আর যারা বিক্রি করতে চাইছেন বা বিক্রি করবেন, তারাও পরোক্ষ ভাবে $PUSS কে সহায়তা করতে পারবেন, নতুন OTC পদ্ধতি ব্যাবহার করে। OTC তে যেকেউ সরাসরি $PUSS বিক্রি করতে পারবেন, আপনার কোনো আর্থিক ক্ষতি ছাড়া। যেটা সাধারণ ভাবে মার্কেটে বিক্রি করলে হয়ে থাকে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে পুস কয়েন এর বয়স ১০০ দিন হয়ে গেলো। মনে হচ্ছে সেদিন পুস কয়েন লঞ্চ করা হলো। যাইহোক পুস কয়েন এর মার্কেট এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে, এটাই হচ্ছে স্বস্তির খবর। আমাদের সবার উচিত পুস কয়েনকে আরও এগিয়ে নেওয়ার জন্য যথাযথ প্রমোশন করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে পুশ এক দারুন মাইলস্টোন পেরিয়ে চলে গেল। ১০০ দিন পরে আমাদের এই প্রিয় পয়েন্ট এখন যথেষ্ট পরিণত এবং সাবালক। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি একটু একটু করে এই কয়েনের হাত ধরে। পুশের ১০০ তম জন্মদিন উপলক্ষে তাকে অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা। এমন জন্মদিন আরো ফিরে ফিরে আসুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মনে হলো কদিন আগে দাদা এনাউন্সমেন্ট দিলো আমাদের ১ম memecoin PUSS নিয়ে। ১ম ১ম কদিন তো লেগে গেলো বিষয়টা বুঝতেই। আর এরই মাঝে ১০০ দিনও পূর্ণ করে ফেলেছে। তবে এটা ঠিক যে পুশ এর মার্কেট এ আজকের অবস্থান, তা তার দিনের তুলনায় বেশ ভালো। কত হাজার হাজার কয়েন মার্কেটে আসে, শুরুতেই হারিয়ে যায়। তবে আমরা সকলে মিলে আছি পুশ এর সাথে, দাদার সাথে। পুশ কে আরো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো আমরা সকলের প্রচেষ্টায়। পুশ এর জন্য শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit