বাবা ভূতনাথ মন্দিরে

in hive-129948 •  last year 

GridArt_20230827_203651576_copy_1228x818.jpg

নমস্কার বন্ধুরা,

শ্রাবণ মাস ভগবান শিবের মাস। পুরো শ্রাবণ মাস জুড়েই চলে ভগবান শিবের মাথায় জল ঢালা, নানা বিধ পুজোর পালা। এই শ্রাবণ মাসেই কলকাতার বহু ভক্তগণ তারকেশ্বর ধামে যায়, ভগবান শিবের মাথায় জল ঢালবে বলে। সারারাত কাঁধে করে মা গঙ্গার জল বয়ে নিয়ে গিয়ে পরদিন খুব সকালে ভগবান শিবের মাথায় জল ঢেলে তবেই সংকল্পের পূর্ণতা। আর যারা অতদূর যেতে পারে না, তারা আহিরীটোলা ঘাটের ঠিক পাশে বাবা ভূতনাথের মন্দিরে জল ঢেলে থাকে। ভূতনাথ ভগবান শিবেরই আরেক নাম। যেহেতু তিনি মানুষের ঈশ্বর সাথে ভূতেদেরও, তাই ভগবান শিবের আরেক বাম বাবা ভূতনাথ।

PXL_20230828_212720186_copy_1209x907.jpg

সোমবার প্রচন্ড ব্যস্ততা থাকে তাই কোথাও বিশেষ যাওয়া যায় না। তাই যখন সুযোগ পেয়েই সোজা বাবা ভুতনাথের কাছে চলে গেলাম। যেহেতু সোমবার দিনটা ভগবান শিবের তাই তুলনামূলক অন্যান্য দিনের থেকে ভিড় বেশি থাকে, আর সেটা পৌঁছেই বুঝতে পারলাম। তার সাথে যেহেতু শ্রাবণ মাস চলছে সেই জন্য ভিড়টা আরও অনেকটাই বেশি।

20230828_212606_copy_1209x907.jpg

সন্ধ্যের ঠিক পর পর চলে গিয়েছিলাম আহিরীটোলা ঘাটে, যেখানে বাবা ভূতনাথের মন্দির। ঘাটে গিয়ে আগে ঠাকুর বিসর্জন দেওয়া হয় যে পুজোর সময় সেই ঘাট থেকে খানিকটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিলাম। এই ঘাট থেকে রাতের হাওড়া ব্রিজের ঝলকে পাওয়া যায়।

PXL_20230828_212812654_copy_1209x907.jpg

মাথায় অল্প গঙ্গা জল ছিটিয়ে তারপরে চলে গেলাম ভূতনাথ মন্দিরের সামনে। যথারীতি শ্রাবণ মাসের জন্য ভীড়টা একটু বেশি। সেই ফাঁকে বাবাকে প্রণাম করে নিলাম। অনেকদিন পরে আহিরীটোলা এসে শান্তি পেলাম, যে কারণ এর জন্য আমার বাবা ভূতনাথের কাছে আসা। সেই কারণটা আসাটা কিছুটা হলেও সফল।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

দাদা আজকে আপনি বাবা ভূতনাথ মন্দিরে গিয়েছেন এবং সেখানে অনেক ভিড় থাকা সত্ত্বেও আপনি বাবাকে প্রনাম করে নিয়েছেন। আর আপনি বাবা ভূতনাথ মন্দিরে যেয়ে সেখান থেকে কয়েকটি ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য আশির্বাদ রইলো দাদা।