নমস্কার বন্ধুরা,
$PUSS কয়েনের পথচলা প্রায় ১১০ দিন হতে চলেছে। আর দশ দিন পেরিয়ে গেলে $PUSS চার মাস বয়স সম্পূর্ণ করে ফেলবে, যা একটা কয়েনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছেও অত্যন্ত বড় পাওনা। মজার ছলে তৈরি $PUSS নিয়ে আমরা নতুন ধরনের স্বপ্ন দেখা শুরু করেছি। স্বপ্ন ভবিষ্যতে STEEM এর সাথে $PUSS কে যুক্ত করে ফেলা। স্বপ্ন যেখানে আমরা নিজেদের মতো করে আমাদের কমিউনিটি গুছিয়ে ফেলবো। হয়তো স্বপ্ন অনেকের কাছে বর্তমানে দাঁড়িয়ে থেকে অস্বাভাবিক মনে হচ্ছে। তবে মনে রাখবেন, দাদার মতন একজন ফাউন্ডার যদি পাশে থাকে তাহলে আমাদের চেষ্টার কমতি রাখাটা ঠিক হবে না।
চার বছর ধরে দাদাকে যেমন ভাবে আমাদের পাশে পেয়েছি, দাদা আমাদের পাশে থেকেছেন তেমনি আমাদের দরকার এবং উচিত $PUSS কয়েনের সাথে শক্ত ভাবে সবসময় দাঁড়িয়ে থাকা। বিগত চার বছরে আমরা অনেক অর্থ কামিয়েছি, তবে সেটার প্রতিদান হিসেবে কিছুই দিতে পারিনি। বর্তমানে সেই উপায় $PUSS ডেভেলপমেন্ট ফান্ড! মূলত যেহেতু ভাবনা চিন্তা গুলোকে বাস্তবে নিয়ে আসার জন্য দরকার প্রচুর ডেভেলপমেন্ট এবং ডেভলপমেন্ট। তার জন্য দরকার ফান্ড, সেটার জন্য কিছুদিন আগে ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেটা দাদা সম্প্রতি আনাউন্সমেন্ট আকারেও দিয়েছিলেন। আমরা যেটা এখন পারবো, সেটা হলো $PUSS ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকে কিছুটা করে হলেও নিজেদের কনট্রিবিউশন রাখা।
প্রতি সপ্তাহে আমরা আমাদের ইনকামের একটা অংশ $PUSS ডেভলপমেন্টের জন্য দিই। আমরা সবাই আমাদের উপার্জন থেকে $PUSS কিনে ডোনেট করতে পারি এবং সেই সাথে যেটা পারবো সেটা হচ্ছে টুইটারে সাপোর্ট করা। ভালোবেসে $PUSS এর পাশে থাকুন, PussFi Dev অ্যাকাউন্ট এ সেই ভালোবাসার প্রকাশ করুন, সেটা হোক, $PUSS কিংবা $TRX প্রদান করে।
PussFi Development Account :
TCVvHUqZC6uezrxhCgAXqC45XHt35mNJyy
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা আমাদের সবার উচিত পুস ডেভেলপমেন্ট এর জন্য পুস ডোনেট করা। পাশাপাশি পুস কয়েন এর যথাযথ প্রমোশন করা। কারণ দাদা পুস কয়েন প্রজেক্ট এর জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন। দাদাকে সহযোগিতা করা উচিত আমাদের সবারই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit