নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আমার চলতি বছরের ষষ্ঠ পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।
স্টিমিট যাত্রার পর থেকে পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত ভাবে শুরু করি দিই ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করার মাধ্যমে। শুরুতে লক্ষ্য রাখি, ১০,০০০ SP। প্রতিনিয়ত পাওয়ার আপ করে ২০২২ সালের এপ্রিল মাসে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। লক্ষ্যে পৌঁছে সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালে আমি ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সালে টার্গেট ডিসেম্বর-৩ চালু হলে প্রথম লক্ষ্য রাখি ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে নতুন ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা ২০২৩ সালে পূর্ন করে ফেলি। ২০২৪ সালে ৪৫,০০০ SP-র লক্ষ্য মাত্রা স্থির করে টার্গেট ডিসেম্বর-৪ এগোতে থাকি এবং সেই লক্ষ্যে পৌঁছেও যাই। সবকিছু সম্ভব পর হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসায়।
বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা রেখে এগোতে শুরু করেছি। আমার ইচ্ছে ২০২৫ শেষ হওয়ার আগে অন্তত ৬০,০০০ SP পূর্ন করা। আশা করছি ফ্যান্টম দার আশীর্বাদ এবং আমার বাংলা ব্লগের ভালোবাসা নিয়েই আমি কাঙ্খিত লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যাবো।
পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৫১,১৭৫ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৫১,২০৫ SP।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
- আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ৫১,১৭৫। (Before Power Up my Steem Power was 50,175 SP)
- ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 30 STEEM)
- পাওয়ার আপের পর আমার SP হলো ৫১,২০৫। (After Power Up my Steem Power is 51,205 SP)
আজকের মতো বিদায় চাইলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ৩০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি আজকে ৩০ স্টিম পাওয়ার আপ করে আরো একধাপ এগিয়ে গেলেন। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৩০ স্টিম পাওয়ার আপ তুমি এর মাধ্যমে আপনার শক্তি আরও বৃদ্ধি পেল। এভাবে এগিয়ে যাবেন অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইতিমধ্যেই আপনি আপনার বেশ কয়েকটি লক্ষ্যমাত্রাকে পূর্ণ করতে পেরেছেন তার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। নতুন বছরে বেশ বড় একটি লক্ষ্যমাত্রা স্থির করেছেন। ডিসেম্বরের মধ্যে ৬০ হাজার স্টিম পাওয়ার আপ করার লক্ষ্যে আজকে ৩০ স্টিম পাওয়ার আপ করলেন। শুভকামনা রইলো দাদা আপনার নতুন লক্ষ্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে আপনি কিন্তু অর্ধ শতাধিক স্টিম পাওয়ার সংগ্রহ করে নিয়েছেন আপনার একাউন্টের জন্য। আর এত গুলো স্টিম পাওয়ার সংগ্রহ করা সম্ভব হয়েছে কেবলমাত্র আপনার ধারাবাহিকতা ধরে রাখার জন্যই। এমন করেই পাওয়ার আপ করে যান দাদা। শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবেই আমাদের সবার উচিত পাওয়ার আপ করা। সব সময় পাওয়ার আপ করতে থাকলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আশা করছি আপনি খুব তাড়াতাড়ি ৬০ হাজার এসপি পূরণ করে নিতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা বরাবরের মতো এই সপ্তাহেও আপনি ৩০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৫১,২০৫+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি এই সিজনে আপনি ৬০,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit