নমস্কার বন্ধুরা,
সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে তাই না? আর সেটা যদি অজান্তেই আসে তাহলে তো সবচাইতে আনন্দ হয়। আসলে তেমন কোন ধরনের সারপ্রাইজ এর কথা বলছি না, ঘটনা আমার বাড়ি থেকে আসার সময়ের। ফেরার টিকিটটা আগেই কেটে রেখেছিলাম, ভারতীয় রেলের আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে, আর ভারতীয় রেলই আমাকে সারপ্রাইজ দিলো। টিকিট কাটার সময়, প্রতিবার বারের মতো এবারেও টিকিট অটো আপগ্রেড করে রাখি। অর্থাৎ আপনি যদি যে শ্রেনীর টিকিট কেটেছেন সেটা যদি অটো আপগ্রেড হয় তাহলে আপনি দ্বিতীয় শ্রেনীর নন এসির টিকিট কেটে এসি কামরাতেও সিট পেয়ে যেতে পারেন। মূলত যদি এসি কামরায় যদি কোনো সিট ফাঁকা থাকে সেই সাথে আপনার অটো আপগ্রেড আর লাগবে অল্প ভাগ্য, তাহলে যেকেউ এই দারুণ সারপ্রাইজ পেয়ে যেতে পারেন।
যদিও সারপ্রাইজটা আমাকে একটু অন্যভাবেই পেতে হয়েছে। বুধবার রাত্তিরে বাড়ি থেকে ফেরার জন্য বেরিয়ে পড়েছি, আমি যেহেতু আগে থেকে টিকিট কেটে রেখেছি সেজন্য আমার টিকিট কনফার্ম ছিল এবং বেছে স্লিপার ক্লাসের আপার বাট এগারো নম্বর সিট আগে থেকেই পেয়ে গেছি সেটা বার্থ নিয়েছি। নির্ধারিত সিট, তাই টিকিট আর চেক করিনি। সোজা আমার সিটে উঠে চাদর জড়িয়ে শুয়ে পড়েছি। ঘন্টা দুয়েক পরে মালদা স্টেশন যখন তখন এক মহিলা এসে দাবী করলেন আমি যে সিটে শুয়ে আছি সেটি তার। রাত ১১ টার সময় হঠাৎ এমন দাবি হলে ভয় লাগে। তাছাড়া ভারতীয় রেল সাধারণত এমন ভুল করে না, কারণ পুরোটাই এখন ইন্টারনেট নির্ভর। মনে মনে ভাবলাম, অন্যদিনের টিকিট কেটে আজ উঠে পড়িনি তো? আবার টিকিট চেক করলাম, না ঠিকই আছে। মহিলার পিএনআর নাম্বার দিয়ে দেখলাম সত্যিই তাকে ১১ নম্বর সিটটা এলোকেট করা হয়েছে। ভয় নিয়ে নিজের পিএনআর চেক করলাম, আমারও একই সিট তবে নিচে ছোট লেখা, আপগ্রেডেড।
সেটা দেখবার পরে আইআরসিটিসি অ্যাপ খুলে আমার টিকিট খানি একবার রিফ্রেশ করলাম। প্রথমে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না তারপরে সত্যি সত্যিই দেখি আমাকে, আমাকে একটি এসি কামরায় উন্নীত করে দেওয়া হয়েছে। সৌভাগ্য বসত সেই সময়ে ট্রেন স্টেশনেই, এক সহযাত্রীকে মালপত্র দেখতে বলে লাগালাম এসি কামরার দৌড়। ১০ খানা পেরিয়ে তবে এসির কামরা এলো। টিটি সাহেবকে টিকিট দেখাতে উনিও নিশ্চিত করলেন। আমাকে পায় কে! হনহনিয়ে নিজের পূর্বের নির্ধারিত সিটে ফেরত চলে গেলাম, মালপত্র নিয়ে আসার জন্য।
দূরত্ব তো কম নয়, ২০০ মিটার তো হবেই, ফিরে গিয়ে নিজের মালপত্র গুছিয়ে দিয়ে আনতেও কিছুটা সময় লাগলো। এসি কামরায় এসে জিনিসপত্র গুছিয়ে নিজের সিটে উঠে পড়লাম। মজার বিষয় হলো, এই সিটটাও আপার বার্থ। বিছানার চাদর পেতে গায়ে চাদর চাপা দিয়ে শুয়ে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো তবে বাইরের হাওয়া লাগা একদম বন্ধ হয়ে গেল। আহা! রাতের ঘুমটা দারুন হলো। ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, আর এমন সারপ্রাইজ যেন মাঝেমধ্যে পেতে থাকি তেমনি দাবী করে বসলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মধ্যে এমন সারপ্রাইজ পেতে তো মন্দ লাগে না! আর আপনার ভাগ্যও সুপ্রসন্ন ছিলো! কিছুটা সাময়িক ভোগান্তি হলেও, মন তো খুশিতে ডগমগ ছিলো, সে বেশ বোঝা যাচ্ছে। এমন সারপ্রাইজ যেন মাঝে মাঝেই পান, সেই শুভকামনা রইলো আমার পক্ষ থেকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটাই হচ্ছে কপাল দাদা। এমন সারপ্রাইজ পেলে তো সবারই খুব ভালো লাগবে। এসি কামরায় শুয়ে শুয়ে জার্নিটা বেশ উপভোগ করেছেন তাহলে। এমন সারপ্রাইজ যাতে বারবার পান,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারপ্রাইজ টা পেয়েছেন বেশ আশ্চর্যের সাথে। প্রথমে ঐ মহিলার কথায় তো আপনি বেশ ভয় পেয়েছিলেন এই সিট তার হয় কীভাবে। কিন্তু পরবর্তীতে রেলওয়ের পক্ষ থেকে এমন চমৎকার গিফট। বাহ চমৎকার। বেশ ভালো লাগল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit