নমস্কার বন্ধুরা,
আমার বাংলা ব্লগের নতুন একটি যাত্রা শুরু হয়ে গেল। আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হলো। সেই সাথে সাক্ষী থেকে গেলাম একটি টোকেন তৈরির জন্মলগ্নে। আপনারা অনেকেই সেটার ব্যাপারে জেনে গেছেন। দাদা এবং কমিউনিটির অন্যান্য এডমিন মডারেটররা সবাই বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে প্রমোশন করছেন এবং পোস্ট করেছেন। আমার কথাগুলো থেকে আপনারা নিশ্চয়ই ধারনা করতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে বলতে চলেছি। সেটি হল আমার বাংলা ব্লগের প্রথম মিম কয়েন, $PUSS।
$PUSS কয়েনকে ঘিরেই আমার বাংলা ব্লগ নতুন একটি যাত্রা শুরু করে দিয়েছে। সেই যাত্রায় আমরা সবাই ভাগীদারি। যেমন ভাবে আমার বাংলা ব্লগের প্রত্যেক কাজে আমরা প্রত্যেক সদস্যরাই সেটার ভাগীদার হই। আনন্দ বিনোদনের জন্য তৈরি হওয়ার এই মিম টোকেন নিয়ে আমাদের ফাউন্ডার থেকে শুরু করে আমরা সকলেই খুবই উৎসাহিত। আপনারা জানেন আমাদের দাদা যে প্রজেক্ট শুরু করেন সেটি উচ্চ শিখরে যাবেই।
সম্প্রতি আপনারা প্রত্যেক এডমিন মডারেটরদের বিভিন্ন পোস্ট ও অ্যানাউন্সমেন্ট পেয়েছেন এই বিষয়ে এবং কয়েনের সেল প্রায় এক দিনেই তিন লক্ষ ডলারে গিয়ে পৌঁছেছে এবং SunSwap এ চলে এসেছে। সেই সাথে শুরু হতে হতে মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে প্রায় চার লক্ষ ডলারের কাছাকাছি জায়গায়। তাহলে বুঝতেই পারছেন এটার ভবিষ্যৎ কেমন হতে চলেছে। মূলত আমার বাংলা ব্লগ এবং আমার বাংলা ব্লগের সদস্যদের মাঝে কিছু আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্যই এই মিম কয়েনের যাত্রা শুরু। দাদা তার নিজের পোস্টে সেই বিষয়টি অনেকটা বুঝিয়েছেন। যেহেতু আমার বাংলা ব্লগে এবং আবার বাংলা ব্লগের অন্যান্য কমিউনিটিতেও প্রতি নিয়ত কুইজ, রেসিপি, ফটোগ্রাফি DIY এবং বিভিন্ন প্রতিযোগিতা হয়ে চলে সেখানেই উৎসাহ মূলক হিসেবে দেওয়া হবে এই টোকেন। সেই সাথে এবিবি কিউরেশনের টেলিগেশন ভোটিংয়ের বোনাসে পাবেন বাড়তি সুবিধা। তাছাড়া পরিকল্পনা মাফিক ভবিষ্যতে ব্লকচেইন বেস বিভিন্ন ধরনের গেম নিয়ে আসার কথাও চলছে।
সবটাই আমাদের উপর নির্ভর করছে। তাই $PUSS টোকেনের প্রমোশনের উপরে এবার আপনারাও সেই জায়গায় ভাগীদার হয়ে যান। কারণ আমরা প্রত্যেকে আমার বাংলা ব্লগের একেক জন যোদ্ধা। টুইটার হোক বা টেলিগ্রাম, যেভাবে পারুন পোস্ট করে কমেন্ট করে সম্পর্কে সবাইকে জানান। সম্পূর্ণ ডিসেন্টালাইসড টোকেন সবার মধ্যে দিয়ে সামনে এগিয়ে যাবে। আজ আমাদের উপরে গুরু দায়িত্ব এই কয়েনের উচ্চতায় পৌঁছে দেওয়া।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme
@trondao #TronMemeSeason #Meme $PUSS
পোস্ট করলে রিটুইট করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি ট্যাগ ব্যবহার করবেন।
একদম ঠিক বলেছেন দাদা যে প্রজেক্টগুলোই হাতে নেয় সবগুলো প্রজেক্টটি একেবারে সাকসেসফুল হয়। আশা করি এই প্রজেক্টও অনেক বেশি সাকসেসফুল হবে। আর আমার বাংলা ব্লগের মিম কয়েন এর নাম শুনেই ভালো লাগা কাজ করছে। আমাদের সকলের প্রমোশন করা উচিৎ এটি নিয়ে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই এটা আমাদের বহুদিনের স্বপ্ন ছিলো। নিঃসন্দেহে বলা যায়, এটা আমাদের কমিউনিটির অনেক বড় একটি অর্জন। আসলেই আমাদের দাদা জিনিয়াস। দাদা এই পর্যন্ত যত উদ্যোগ নিয়েছে, প্রতিটিতে সফলতা অর্জন করেছে। তাছাড়া মাত্র ৩ দিনেই পুস কয়েন সবার মাঝে উত্তেজনার সৃষ্টি করেছে। এতে করে বলাই যায়, পুস কয়েন এর ভবিষ্যৎ খুব ভালো। যাইহোক আমরা আমাদের জায়গা থেকে টুইটার প্রমোশনের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাহেব!
"আমরা একটি নীল অঞ্চলে, ডিজনির রোয়ান, এই উত্তেষণের পর্দায় নিহার।
মুখোশের মধু, কানের ভিজে, চারপাশের বন্ডলীতে এই সারির উদ্যানে,
আগামী ছুটিতে খেলা করবেন! 🌴
#PUSS"
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit