পুজো পরিক্রমা ২০২৩ : বিপ্লবী সংঘ

in hive-129948 •  9 months ago 

নমস্কার বন্ধুরা,

যোগ্যতলা ক্লাবে "রামধনু" থিম দেখে চলে গেলাম জেলার সবচেয়ে বড় বাজেটের পুজো বিপ্লবী সংঘে। বিপ্লবী সংঘের পুজোর বাজেট বছর বছর পাল্লা দিয়ে বেড়ে চলেছে। তবে তাদের যেমন বাজেট হয় তেমনি হয় পুজোর ভাবনা। প্রতিবছরই তারা এমন কিছু করার চেষ্টা করে যেটা জেলার অন্য সব পুজোগুলোকে ছাপিয়ে দিয়ে যায়। তাদের বাজেট বেশি হওয়ার পাশাপাশি পুজোর ভাবনা যারা স্থির করেন তারাও অনেকটাই সময় দেন।

PXL_20231023_184800024_copy_1209x907.jpg

৫৫ তম বছরে পদার্পণ করে এবছর বিপ্লবী সংঘের পুজোর থিম ছিলো কাল্পনিক এক মন্দির। পুজো মন্ডপের পাশাপাশি তাদের আরো একটি বিশেষ নজর কাড়া বিষয় হল তাদের আলোকসজ্জা। বিপ্লবী সংঘের মন্ডপের কাজ যেমন সুন্দর এবং ইউনিক হয় তেমনি হয় তাদের আলো সজ্জা। যোগ্যতলা ক্লাব থেকে হাঁটতে হাঁটতে মানুষের ভিড়ের মধ্যে দিয়ে বিভিন্ন লাইটিং এর মাঝ দিয়ে বিপ্লবী সংঘের দিকে এগোতে থাকলাম। পথে কিছু চোখ ধাঁধানো লাইটিং দেখলাম তারপরে মানুষের ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেলাম বিপ্লবী সংঘের মূল পুজো মন্ডপের দিকে।

PXL_20231023_184655046_copy_1209x907.jpg

PXL_20231023_184625985_copy_1209x907.jpg

PXL_20231023_184553934_copy_1209x907.jpg

বিপ্লবী সংঘের মূল মণ্ডপে পৌঁছে শুধুই অবাক হওয়ার পালা। সত্যিই কাল্পনিক মন্দির নাকি বাস্তবের মন্দির তা বোঝা অসম্ভব। আসলেই মণ্ডপের কাজ এতো ভালো হয়েছে যে বাস্তবের মন্দির বলেই মনে হচ্ছিলো। পুরো মন্ডপ দেখলে কেউ বুঝতেই পারবেন না যে এটি একটি কাল্পনিক মন্ডপ। প্রতি অংশে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক সব উপাদান। শাল পাতার ছোট ছোট বাটি থেকে শুরু করে সুপারির পাতা পাশাপাশি ব্যাগের ছত্রাক। মণ্ডপ সজ্জাতে কি নেই। এবং সবকিছুই এত সুন্দর ভাবে সাজানো হয়েছে যে শুধু একটা কথা মুখ থেকে বেরিয়ে আসছিল তা হলো, অসাধারণ। নবমীর রাত তাই ভিড় ছিল অত্যন্ত বেশি। সেই কারণে মণ্ডপে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে উপভোগ করার সুযোগ পায়নি। ধীরে ধীরে ভিড়ের সাথে মন্ডপে ঢুকে পড়লাম। মন্ডপের বাইরের সজ্জা যেমন সুন্দর বানানো হয়েছে অন্দরের ভেতরের কাজ তেমনিই সুন্দর। ভীড় কম থাকলে হয়তো আরো বেশি ভালো করে উপভোগ করতে পারতাম।

PXL_20231023_184835046_copy_1209x907.jpg

PXL_20231023_184923093_copy_1209x907.jpg

PXL_20231023_185103055_copy_1209x907.jpg

মন্ডপের মাঝে প্রতিষ্ঠিত হয়েছেন মা দুর্গা। বিপ্লবী সংঘের মণ্ডপের মতোই মা দুর্গার প্রতিমা বানানো হয়েছে প্রাকৃতিক সামগ্রী দিয়ে।

PXL_20231023_185134849_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

দাদা বিপ্লবী সংঘের আয়োজন দেখেই বুঝা যাচ্ছে তাদের বাজেট বেশি ছিলো। দেখে মনে হচ্ছে একেবারে সত্যিকারের মন্দির তৈরি করেছে। তাদের আয়োজন একেবারে চোখ ধাঁধানো ছিলো। যে কেউ দেখে একেবারে অবাক হয়ে যাবে। সেদিন বেশি ভিড় না থাকলে, এতো চমৎকার আয়োজন আরও বেশি উপভোগ করতে পারতেন। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম এই পোস্টটি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।