$PUSS স্টেক করে পান সর্বোচ্চ APY

in hive-129948 •  2 months ago 

নমস্কার বন্ধুরা,

মাত্র দু'দিনের ব্যবধানে $PUSS টোকেন ৫ মিলিয়ন থেকে সোজা ৭ মিলিয়নের গণ্ডিতে পেরিয়ে গেল। মাঝে কিছুটা সময় $PUSS এর দাম এবং মার্কেট রকেটের গতিতে উপরে উঠে এলো। দুদিন আগেই আপনাদের সাথে ভাগ করেছিলাম ৩৩ দিন বয়সে $PUSS 5 মিলিয়নের গণ্ডি পার করেছে। আজ ৩৭ দিনের মাথায় যখন পোস্টটা পাবলিশ করছি তখন মার্কেট ক্যাপ আরো ২ মিলিয়ন বেড়ে গিয়েছে। সেটা যদিও ৩৫ তম দিনেই হয়েছে, এখন মার্কেট অনেক স্টেবল ভাবে দাঁড়িয়ে রয়েছে। ৩৫ তম দিনে প্রথমে পাঁচ মিলিয়ন থেকে ছয় মিলিয়নের গণ্ডি তারপর ছয় মিলিয়ন থেকে ৭ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গেলাম আমরা। তাও মুহূর্তের মধ্যেই। মাঝে সুখবর আমরা পলোনিক্সে লিস্টেড হয়েও গিয়েছি। পনেরো দিন পূর্বে আমার Buy the Dip পোস্টের সময়ে তখন $PUSS এর দাম ছিল ০.০১৬৫০ TRX আজ তা তিন গুণ এর বেশি ০.০৪৮০০ TRX।

1000017955.jpg

প্রথম CEX এ লিস্টেড হলে দামের একটা হেরফের হবে সেটা আগে থেকেই ধারণা ছিল কিন্তু পলিনিক্স লিস্ট হওয়ার সাথে সাথে দামের যে এই পরিমাণ পরিবর্তন আসবে সেটা সত্যিই কল্পনাতীত ছিল। $PUSS একসাথে তিন তিনটে মাইলস্টোন ছুয়ে নিয়েছে। প্রথমত CoinMarketCap লিস্টেড হওয়া, দ্বিতীয়ত পলোনিক্সে বর্তমানে লিস্টেড হয়ে গিয়েছে সেখানে টুকটাক ভালো কেনাবেচা চলছে। আর তৃতীয়ত মার্কেট ক্যাপ ৭.৫ মিলিয়ন ছুঁই ছুঁই। সব কিছুই সম্ভব হয়েছে RME দাদার জন্য। দাদার স্ট্র্যাটেজি এবং দূরদর্শিতার আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি।

1000031205.jpg

তিন তিনটে সুখবর সেই সাথে আরো একটি সুখবর দিই আপনাদের। সম্প্রতি $PUSS স্টেকিং চালু হয়েছে। এখন আপনারা $PUSS এবং সম মূল্যের TRX স্টেক করলে ১৫০ শতাংশ APY পাবেন। যার সম্পূর্ন পে আউট হবে $PUSS টোকেনের মাধ্যমে। $PUSS আপাতত SunPumpMeme এর সবচেয়ে বেশি APY দেওয়া টোকেন। পাশাপাশি $PUSS এর আরো ইউটিলিটি নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। ধীরে ধীরে অনেক কিছু নিয়েই কাজ চলছে যেটা কিছু সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলা হবে। সবকিছুই ঝড়ের গতিতে চলছে। তবে এর সাথে আমাদের যে বিষয়টা ভুললে চলবে না তা হলো প্রমোশন। যেটা আমাদের প্রতিনিয়ত করতে হবে।

1000031206.jpg

যেসব পরিকল্পনা নিয়ে $PUSS এগিয়ে যাচ্ছে, তা বিবেচনা করেই বলছি, আপনারা কিছুটা হলেও আরো $PUSS কিনে রাখবেন। $PUSS আমার বাংলা ব্লগ তথা স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম কয়েন। তাই আমাদের কয়েন, স্বভাবতই $PUSS আমাদের কাছে সবচাইতে বেশি থাকা জরুরি। স্টেক সম্পর্কিত বিষয়ে সিয়াম ভাই গতকাল একটি পোস্ট করেছে সেটার লিংক নীচে দেওয়া হলো। $PUSS to the Sun ☀️🚀



"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা

$PUSS Yield Farming Process - সহজ পদ্ধতিতে $PUSS স্টেক by সিয়াম ভাই


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা আজকে আপনার পোস্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। যা কিনা আমাদের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে। তাছাড়া এখন থেকে বেশী করে পুষ জমা রাখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ্। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বাহ খুবই ইনফরমেটিভ একটি পোস্ট শেয়ার করেছেন দাদা।পুশ স্টেক করে সর্বোচ্চ APY পাওয়া সম্ভব।সিয়াম ভাই এর পোস্টটি থেকে বিস্তারিত জেনে নিয়েছি,ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আসলে আমাদের সবার প্রিয় পুস কয়েন ইতিমধ্যেই প্রচুর সফলতা অর্জন করেছে এবং সবকিছুই সম্ভব হয়েছে দাদার জন্য। যাইহোক পুস এবং টিআরএক্স স্টেকিং করে প্রতিদিন বেশ ভালোই পুস কয়েন রিওয়ার্ডস হিসেবে পাচ্ছি দাদা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

puss মূলত আপ দিয়েছে বেশি কয়েন মার্কেট ক‍্যাপে লিস্টড হওয়ার পরে। poloniex এ লিস্টেড হওয়ার পরে সেরকম আপ দেয় নাই বললেই চলে। আশাকরি ভবিষ্যতে ভালো কিছু হবে। আমার কাছে এখন trx নেই। trx হলেই পুশ স্টেক করব।