আসসালামু আলাইকুম। সবাইকে কালবৈশাখীর প্রথম ঝড়ের শুভেচ্ছা! আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আসলে গত কিছুদিন যাবত প্রখর রোদের পর হঠাত এমন একটা আবহাওয়া! অসাধারণ! ভোর ৬ঃ০০ টায় যেখানে বিশ্বচরাচর আলোয় ডুবে যায় সেখানে আজ ঘন অন্ধকার হয়ে ছিল। যেন রাত শেষ হতে ঢের দেরী। এখনো দুপুর ১ঃ০০ টাকে মনে হচ্ছে সকাল ৭ঃ০০ টা। খুব মন চাইছে বাইরে বের হতে। শুধু ক্ষণে ক্ষণে গগনবিদারী আওয়াজ যদি না থাকত তবে আজ ঘরে বসে থাকতাম না।
ঘরে যখন বসেই থাকা তখন মন চাইল একটা কবিতা পাঠ করি। গতকাল রাতে একটা কবিতা পড়েছিলাম। মন দিয়ে পড়া হয়নি তাই আবার পড়ব বলে রেখেছিলাম। সেইটাই পাঠ শুরু করলাম। কবিতার নাম মেঘবালিকার জন্য রূপকথা আর লিখেছেন বিখ্যাত কবি জয় গোস্বামী।
কবিতা পাঠ করতে গিয়ে মনে হল রেকর্ড করে ফেলি। আর রেকর্ড থেকেই এডিটিং এবং সব শেষে আপনাদের সামনে উপস্থাপনা। এই কবিতাটি আমি অনেকবার পড়েছি। কবিতার ভাব আমার খুব ভাল লেগেছে। একটা সময়, কিছু মানুষকে কিছু দিতে চাওয়া, নিজের জীবনের সব কাজ এক নিমিষেই শেষ হয়ে যাওয়া, উত্থান, পতন, সাপোর্ট, প্রকৃতি, আর কল্পনা সব কিছু মিলে মিশে এই কবিতাটিকে অনন্য করে তুলেছে। আপনাদের সুবিধার্থে কবিতাটি নিচে দিলামঃ
আমি যখন ছোট ছিলাম
খেলতে যেতেম মেঘের দলে,
একদিন এক মেঘবালিকা, প্রশ্ন করলো কৌতুহলে-
"এই ছেলেটা নাম কি রে তোর??"
আমি বললেম, "ফুসমন্তর"
মেঘবালিকা রেগেই আগুন-
"মিথ্যে কথা, নাম কি ওমন হয় কখনো??"
আমি বললেম, "নিশ্চই হয়, আগে আমার গল্প শোন!!"
সে বললো, "শুনব না যা-"
"সেই তো রাণী, সেই তো রাজা-"
"সেই তো একি ঢাল-তলোয়ার"
"সেই তো একি রাজার কুমার পক্ষীরাজে"
"শুনব না যা ওসব বাজে"
আমি বললেম, "উম্ তোমার জন্যে নতুন করে লিখব তবে!"
সে বললো, "সত্যি লিখবি??"
"বেশ! তাহলে মস্ত করে লিখতে হবে!"
"মনে থাকবে? লিখে কিন্তু আমায় দিবি"
আমি বললেম, "তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী"।
লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু'চার পাতা
হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়
খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে
গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এই তল্লাটে।
একজনকে মনে হল ওরি মধ্যে অন্যরকম
এগিয়ে গিয়ে বললেম তাকে, "তুমি কি সেই?? মেঘবালিকা, তুমি কি সেই??"
সে বললো, "মনে তো নেই, আমার ওসব মনে তো নেই"
আমি বললেম, "তুমি আমায় লেখার কথা বলেছিলে"
সে বললো, "সঙ্গে আছে? ভাসিয়ে দাও গাঙের ঝিলে-"
"আর হ্যাঁ শোন..এখন আমি মেঘ নই আর.."
"সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়.."।
বলেই হঠাৎ, এক পশলায়
চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে
অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে
মিলিয়ে গেলো খরস্রোতায়, মিলিয়ে গেল
দূরে কোথায়, দূরে, দূরে..
"বৃষ্টি বলে ডাকে আমায়..বৃষ্টি বলে ডাকে আমায়"
আপন মনে বলতে বলতে আমি কেবল বসেই রইলাম
ভিজে একশা কাপড় জামায়
গাছের তলায় বসেই রইলাম,
বৃষ্টি নাকি মেঘের জন্য??
এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বললো,
"তাতে মন খারাপের কি হয়েছে??"
"যাও ফিরে যাও, লেখো আবার"
"এখন পুরো বর্ষা চলছে"
"তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত"
"তুমি-ও যাও মন দাও গে তোমার কাজে"
"বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাবো তোমার কাছে"।
এক পৃথিবী লিখবো আমি
এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেড়িয়ে গেলাম।
ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে
সঙ্গী শুধু কাগজ কলম
একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো
দু এক মুঠো ধুলোবালি
যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাবো
এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার
সাধ্য থাকবে যেই রূপকথার
সেই রূপকথা
আমার একার।
ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে
ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে
মুছেছে দিন
মুছেছে রাত
যখন আমার লেখবার হাত অসাড় হলো
মনে পরলো সাল কি তারিখ
বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি।
লেখার দিকে তাকিয়ে দেখি
এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি।
সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এল, খাতার উপর
আজীবনের লেখার উপর
বৃষ্টি এল এই অরণ্যে।
বাইরে তখন গাছের নীচে নাচছে ময়ূর আনন্দিত
এ-গাছ ও-গাছ উড়ছে পাখি
বলছে পাখি, "এই অরণ্যে কবির জন্য আমরা থাকি"
বলছে ওরা, "কবির জন্য, আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি"
কবি তখন কুটির থেকে
থাকিয়ে আছে অনেক দূরে
বনের 'পরে, মাঠের 'পরে, নদীর 'পরে
সেই যেখানে সারাজীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
সেই যেখানে কেও যায়নি
কেও যায়না কোনদিনি
আজ সে কবি দেখতে পাচ্ছে
সেই দেশে সেই ঝর্ণাতলায়
এদিক ওদিক ছুটে বেড়ায়
সোনায় মোড়া মেঘ হরিণী
কিশোর বেলার সেই হরিণী।
-জয় গোস্বামী
চলুন আর দেরী না করে কবিতাটি শুনে ফেলা যাক!
আশা করি আমার কবিতা পঠন খারাপ লাগেনি আপনাদের। সবার মতামত কামনা করছি।
ধন্যবাদ,
@kitki
আপনার কবিতা আবৃত্তিটি খুবই সুন্দর হয়েছে আপু। আপনার আবৃত্তির কণ্ঠ খুবই সুন্দর। খুব সুন্দর করে আপনি কবিতাটি আবৃত্তি করেছেন। আমি শুনে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো। আশা করি সামনে আরো কবিতা আবৃত্তি শুনতে পারব আপনার কন্ঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আপু। খুব অনুপ্রাণিত বোধ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি খুবই সুন্দর মন চায় বার বার পাঠ করতে থাকি। আপনি খুব সুন্দর ভাবে আপনার ভিডিও কবিতাটি উপস্থাপন করেছেন। সুন্দর উপস্থাপনা দেখে আমার খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। আর হ্যাঁ সত্যিই কবিতাটি বার বার পাঠ করতে মন চায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু অসাধারণ চুল আপনার কবিতা আবৃত্তি টি।আপনার ভয়েস অনেক সুন্দর।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর করে কবিতা আবৃত্তি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি কবিতা শুনলাম আজকে। কবিতা আবৃত্তির মাঝে যে আবেগ মিশে আছে তা আমি খুঁজে পেয়েছি। অনেক সুন্দর ভাবে আপনি এই কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু। কবিতার মাঝে আবেগ খুঁজে পেলে কবিতা পঠন ও শ্রবণ দুটোই সার্থক হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলেছেন আপনি কবিতা টি শুনতে মটেও খারাপ লাগেনি, আমি বেশ উপভোগ করে শুনেছি আপনার কবিতাটি, আপনার কন্ঠ এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড সব মিলিয়ে কমেন্টে কি লিখব আমি সেই ভাষাই হারিয়ে ফেলেছি, এত সুন্দর কবিতা আবৃত্তি করলেন আবার খুব নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করলেন, এত মিলিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা কিভাবে তৈরি করেন আমার জানা নেই, তবে দুটি মিলিয়ে আপনার আবৃত্তি করে তুলেছে আরো বহুগুণ সুন্দর খুব ভালো লাগলো আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে বরাবরই একটু সময় লাগে আমার। তবে এই মিউজিকটা আমার খুব ভাল লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মেঘ বালিকা কবিতাটি আবৃতি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অনেক চমৎকার কণ্ঠস্বর আপনার। ইউটিউবে ভিডিওটি কিভাবে বানিয়েছেন জানালে খুবই কৃতজ্ঞ থাকব । আমি এ ধরনের কবিতা আবৃতি করতে চাই এবং ইউটিউবে শেয়ার করতে চাই কিন্তু ভিডিওটি কিভাবে তৈরি করতে হয় তা জানিনা, আমাকে একটু হেল্প করবেন কি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ফোনে রেকর্ড করেছি। এরপর ল্যাপটপে এডিট করেছি। আপনি চাইলে ফোনেও এডিট করতে পারেন। এরপর ইউটিউবে আপলোড দিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit