২৯-ফেব্রুয়ারি-২০২৪- ইংরেজি।
১৬-ফালগুণ-১৪৩০-বাংলা।
১৮-শাবান-১৪৪৫- হিজরি।
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন নিয়মিত কোন পোস্ট করতে পারেনি। আশা করছি এখন থেকে নিয়মিত কাজ করার চেষ্টা করব এবং আপনাদের সুন্দর সুন্দর পোস্ট উপভোগ করব।
কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে
আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের থেকে কিছু কথা শেয়ার করব। যেগুলো আমার নিজের অনুভূতি থেকে প্রকাশ করছি। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তারমধ্যে ইসলাম ধর্মে হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম ও শান্তিময় ধর্ম। আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামীন তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তারই এবাদত করার জন্য।আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য আর আমাদের চারিপাশে যা দেখতে পাই সব কিছুই সৃষ্টি করেছেন আমাদের জন্য।গাছ পালা,নদী, পাহাড়, পর্বত খেত, সবজি ইত্যাদি ইত্যাদি সবকিছুই সৃষ্টি করেছেন আমাদের ভোগ বিলাসিতার জন্য।আমাদের সকল চাহিদার পূরণ করছেন মহান আল্লাহতালা।বোঝার মত জ্ঞান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন,শোনার জন্য কান দিয়েছেন, বলার বলার জন্য মুখ দিয়েছেন কর্ম করার জন্য হাত শরীর পা দিয়েছেন।আর বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন যেটা অক্সিজেন ও পানি ফ্রিতেই পাচ্ছি আমরা। যিনি আমাদের জন্য এত কিছু করেছেন আমরা তার জন্য কি করছি একবারও কি ভেবে দেখেছি।
কত কিছু সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য। তিনি রহমানের রাহিম আমাদের রিজিক দাতা এবং পালনকর্তা।তিনি তো শুধু বলেছেন নবী রাসূলগণের দেখানো পথে চলতে এবং তার এবাদত করতে। নবী রাসূলগণের দেখানো পথে এবং তার এবাদত করলে সেটাও আমাদেরই লাভ। সেখানে আল্লাহতালার কোন লাভ নেই কারণ। আমরা সঠিক পথে চললে ঈমান নিয়ে মৃত্যু গ্রহণ করলে আমাদেরকে তার পুরস্কৃত করা হবে।মৃত্যুর পরে এবং মৃত্যুর আগে সবকিছুই। আমাদের জন্য তারপরেও আমরা অবুঝের মত থাকি বুঝেও অবুঝ।দুনিয়া ও আখিরাত আল্লাহতালা আমাদের জন্য সৃষ্টি করেছেন যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল বুঝিয়ে দেওয়া হবে।তবে আসুন না আজ থেকে সবাই তওবা করি দিনের পথে ফিরে আসি নবী রাসূলগণের দেখানো পথে ফিরে আশি অন্যের হক আত্মসাৎ না করি।
আমরা অধিকাংশ মানুষ বর্তমানে লোক দেখানো এবাদত করছি। যদি তাই না হবে তাহলে প্রতিদিন কেন নামাজ পড়ছে না।প্রতিদিন দেখা যায় মসজিদে কাতারগুলো পরিপূর্ণ হয় না অথচ শুক্রবার হলে মুর্শিদের বারান্দাতে জায়গা পাওয়া যায় না।শুক্রবার তো আমাদের উৎসবের একটি দিন অনেক পবিত্র একটা দিন।অনেকে বলেন জুমার নামাজ মানে গরীবের হজ।যদি একদিন জুম্মার নামাজ পড়ে বাকি সাত দিন নামাজ না পড়া হয় তাহলে হজ করার মানে কি।তাহলে তো একদিন খেয়ে বাকি ৭ দিন না খেয়েও থাকা যায়। কেন আমরা সবাই প্রতিদিন খাই নামাজ পড়ারাটা তো এরকম প্রতিদিন যদি খাওয়া লাগে নামাজ পড়তে হবে প্রতিদিন।অনেকে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন।অনেকে হুজুর দের মতো জুব্বা, পাঞ্জাবি, পায়জামা পড়ে চলাফেরা করেন। কিন্তু তাদের ঈমান এর ঠিক নাই কর্মের ঠিক নাই, আয় রোজগার অসৎ পথের।আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি হক ও হালাল পথে চলি হালাল রোজগার করে শুকরিয়া আদায় করে সুখে থাকে।
চলবে,,,,,,,,,,। |
---|
সংক্ষেপে পরিচয়
আমি মোঃ তৌফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। বর্তমানে আমি ফ্যামিলির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লা একটি প্রাইভেট কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে জব করছি। আমার স্টিম ইউজার নাম ( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলাই লিখতে পড়তে বলতে ও প্রকাশ করতে ভালোবাসি। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে rmeকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
শ্রেণি | বিবরণ |
---|---|
লোকেশন | কুমিল্লা,বাংলাদেশ |
পোস্ট | রাইটিং |
ডিভাইজ | স্যামস্যাং এম ২১। |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ। |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit