জেনারেল রাইটিং🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊

in hive-129948 •  11 months ago 
আজ - সোমবার। ০৪-মার্চ-২০২৪ ইংরাজি।
আসসালামু আলাইকুম
পোস্টটি ভিজিট করার জন্য সকলকে জানাই স্বাগত।

কেমন আছেন সবাই? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো এবং অসুস্থ আছি।আজকে আমি @kosto আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং বা বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি।এই ধরনের সমস্যাগুলো আমাদের বাস্তব জীবনে ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছি।নিজের থেকে কিছু কথা আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।

cash-1169650_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

নিজের ভাবনাও অনুভূতি থেকে এবং নিজের দেখা এই সমাজের কিছু মূল্যবান কথা শেয়ার করছি। কথার মূল টপিক হচ্ছে স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না। পৃথিবীটা সম্পূর্ণ চলছে এখন স্বার্থর ওপর নির্ভর করে।যার পকেট ভর্তি টাকা আছে তার মানুষের অভাব নাই ভালোবাসার অভাব নেই আত্মীয়স্বজনের অভাব নেই। এক কথায় কোন কিছুর অভাব নেই। একমাত্র অভাব আছে সঠিক বিবেক বিবেচনা ভালো-মন্দ বোঝার। ধরুন একটি মধ্যবিত্ত পরিবারের কথা বলি। একটি ফ্যামিলিতে ৫ জন মেম্বার আছে তাদের মধ্যে একজন মাত্র উপার্জন করেন তিনি হলেন বাবা।আর বাবার পরের দায়িত্বটা পরে বড় ভাইয়ের। ছোট ভাই বোনদের কে মানুষের মত মানুষ করা লেখাপড়া শেখানো ভরণপোষণ ইত্যাদি ইত্যাদি।বড় ভাইটা যখন তার আয়ের সম্পূর্ণ টাকাটা বাবা মায়ের হাতে তুলে দেয় তখন সে ফ্যামিলি সব থেকে ভালো ছেলে। বড় ভাই যখন প্রতিদিন তার ভাই বোনদের আবদার ও চাহিদা মেটাচ্ছে তখন তার মত ভাল ভাই আর কেউ নেই।

অথচ এই ভাই যখন অসুস্থ থাকে বা কর্মহীন হয়ে পড়ে তখন সেই ভাই হয়ে যায় বোঝা। সে আর না পারে আয় রোজগার করে দিতে না পারে সবার মাথার মনে হয়ে থাকতে।হেমন্তিত পরিবারের ছেলে যখন কষ্ট করে ধার দেনা করে বিদেশে যাওয়ার চিন্তা-ভাবনা করে। তখন তার প্রতিবেশী আত্মীয়-স্বজন সকলেই উৎসাহিত করে। ভালো ভালো পরামর্শ দেয় জ্ঞান দেয় অথচ কেউ দু টাকা দিয়ে সাহায্য করতে চায় না।সবাই শুধু জ্ঞানটাই দিতে পারে কিন্তু অর্থ দিয়ে কেউ কখনো সাহায্য করতে চায় না। অথচ সেই ছেলে যখন বৈদেশিক মুদ্রা অর্জন করে তখন তার কদর বেড়ে যায়।বিদেশে দিনের পর দিন কষ্ট করার পরে যখন একটা ভালো পর্যায়ে নিজেকে দাঁড় করায় তখন তার আত্মীয়-স্বজনের অভাব হয় না। সেটা একমাত্র তার ভালো অবস্থানের জন্য এবং টাকার জন্য। এখানেও সম্পূর্ণ স্বার্থ তাকে মানুষ বেশি দেখে।

এমনও অনেক বাবা রয়েছেন পরিবারে ৩ টা বা ৪ টা সন্তান থাকলে যদি কেউ বিদেশে থাকে তাকে সম্পন্ন পরিবারকে বহন করতে হয়। মাসের পর মাস বছরের পর বছর বিদেশে পরিশ্রম করার পরে তার সম্পূর্ণ উপার্জন পাঠিয়ে দেয় দেশে। যদিও কিছুদিন পরে সেই ছেলে বিদেশ থেকে বেড়াতে আসে। তখন যদি বলে আমি আর বিদেশে যাইতে চাই না দেশে কিছু করব। তখন তার পরিবার বলে তোমার যা টাকা আছে তুমি সে টাদিয়ে ব্যবসা করো যা টাকা পাঠিয়েছে সব শেষ। তখন সেই ছেলেটা নিশ্চুপ হয়ে থাকা ছাড়া কোন উপায় থাকে না। এখানে বাবা তার সন্তানদের স্বার্থ দেখে যে তবে একজনকে ছাড়া।আমাদের সমাজে আমরা স্বার্থের জন্য অনেক অপরাধমূলক কাজ করে থাকে। কোনটা হালাল কোনটা হারাম কনটা বৈধ অবৈধ এগুলো কোন কিছুই মাথায় চিন্তা করি না। আমাদের শুধু প্রয়োজন টাকা ও ক্ষমতা। আমরা সবাই টাকা ও ক্ষমতার নেশায় পড়েছি যেখানে স্বার্থ আছে সেখানে আমরা আছি।

সংক্ষেপে পরিচয়

আমি মোঃ তৌফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। বর্তমানে আমি ফ্যামিলির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লা একটি প্রাইভেট কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে জব করছি। আমার স্টিম ইউজার নাম ( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলাই লিখতে পড়তে বলতে ও প্রকাশ করতে ভালোবাসি। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে rmeকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

শ্রেণিবিবরণ
লোকেশনকুমিল্লা,বাংলাদেশ।
পোস্টজেনারেল রাইটিং।
ডিভাইজস্যামস্যাং এম ২১।
কমিউনিটিআমার বাংলা ব্লগ।
ডেলিগেসন লিংক
abb-curation

Link

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHdw4Lnnd7vDuUDbageny2q4tcqY67XTENmaNTPL2iTUiPLCqBbQKhHYYaGJV812mqcc8t1YL34YTsyE3RupjMP2C48p5VU82DGjEPjStYmNu3A19ET7VN6.jpeg

Heroism

Link

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

Link

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আসলে আমাদের এই পৃথিবীটা স্বার্থ দিয়েই ঘেরা। স্বার্থের এই পৃথিবীতে কেউই কারো আপন নয়। কেউ কারো পাশে থাকে না। সবাই নিজেদের স্বার্থের জন্য ই আমাদের পাশে এসে দাঁড়ায়, এবং কি স্বার্থ ফুরালেই আমাদেরকে ছেড়ে চলে যায়। টাকা আর ক্ষমতার নেশায় না পরে যদি আমরা ভালো কিছু করি, তাহলে একসময় দেখা যাবে আমরা পৃথিবীতে ভালোভাবেই বাঁচতে পারছি। স্বার্থ ছাড়া যদি বাঁচতে চাই তাহলে পৃথিবীটা অনেক সুন্দর লাগবে। প্রত্যেকটা মানুষ যদি স্বার্থ ছাড়া বেঁচে থাকতে চায় তাহলে সবার জীবনটাই ভালো হবে। অনেক বেশি ভালো লেগেছে আপনার আজকের এই লেখাটা আমার কাছে।

জ্বি আপু সবাই নিজেদের স্বার্থের পাগল ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

স্বার্থের এই পৃথিবীতে কেউই অন্যের জন্য চিন্তা করেনা। সবসময় নিজের স্বার্থ নিয়েই ভাবে। প্রত্যেকটা মানুষের উচিত নিজের স্বার্থের পাশাপাশি অন্য মানুষদেরকে নিয়েও ভাবা। এখন তো নিজের আপন মানুষদেরকেও বিশ্বাস করা যায় না। কারণ কখন যে তারা প্রতারণা করবে এটা আমরা কেউই জানিনা। কারণ এখন কেউই আপন মানুষ হয় না সবাই স্বার্থের জন্য আসে। সবাই নিজেদের কথা চিন্তা করে অন্যদের পাশে দাঁড়ায়। একেবারে বাস্তবতাকে সুন্দর করে তুলে ধরেছেন আপনি এই পোষ্টের মধ্যে। যেটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে।

জ্বি ভাইয়া ঠিক বলেছেন আমরা যদি নিজেদের পাশাপাশি অন্যদের কথা একটু চিন্তা করি। তাহলে আমাদের সমাজটা অনেক উন্নত হয় এবং দুর্নীতিমুক্ত হয়।

Posted using SteemPro Mobile

এখনকার সময় স্বার্থপর মানুষ প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। এই স্বার্থপরতার কারণে আমরা সকলেই প্রতিনিয়ত কোন না কোন কাজে আমাদের স্বার্থপরতার পরিচয় দিয়ে যাচ্ছি। এভাবেই পৃথিবীর যেকোনো মানুষ যে কোন ক্ষেত্রে তার স্বার্থপরতাকেই বেশি প্রাধান্য দেয়৷ কারণ এখনকার পৃথিবীর নিয়ম কানুন এবং পরিবেশ এরকমই হয়ে গিয়েছে৷ যদি নিজের স্বার্থকে নিজে ধরে রাখতে না পারে তাহলে সে কোনদিনও সফল হতে পারবে না৷ কারণ এখনকার সময় টাকাই সব৷ তাই টাকা অর্জনের জন্য সে যেকোনো ধরনের স্বার্থপরতার পদক্ষেপ নিতে পারে৷ তবে আমরা সকলে যদি একজোট হয়ে এই স্বার্থপরতার পৃথিবীকে অতিক্রম করে সকলে একসাথে ভালোভাবে বসবাস করতে পারি তাহলেই আমাদের জীবন সুখের হবে এবং মধুময় হবে। ফলে এর মত সুন্দর জীবন কেউই কখনোই উপভোগ করা থেকে বিরত থাকতে পারবে না৷

ঠিক বলেছেন ভাইয়া কম বেশি আমরা সকলে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত আছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile