আজ - মঙ্গলবার।
০৫-মার্চ-২০২৪ ইংরাজি।
আসসালামু আলাইকুম
একুশে ফেব্রুয়ারির দিন আমাদের কোম্পানি থেকে ছুটি ঘোষণা করেন।এবং সেই সাথে জানিয়ে দেয় কোম্পানি থেকে আমাদের জন্য একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবে সেখানে আমাদের কিছু দে অংশগ্রহণ করতে হবে। আয়োজনটা সম্পূর্ণ কোম্পানি নিজ দায়িত্বে পালন করেছে তবে সামান্য কিছু পরিমাণ টাকা প্রত্যেকটা স্টাফ এর কাছ থেকেই উত্তোলন করেছে।যাদের বেতন ১৫ হাজার টাকার নিচে তাদেরকে দিতে হবে ৪০০ টাকা এবং যাদের বেতন ১৫ হাজার টাকার উর্ধ্বে তাদের দিতে হবে ৫০০ থেকে ৭০০ টাকা।কোম্পানি থেকে সুযোগ সুবিধা থাকতো চার বেলা টোকনের মাধ্যমে খাবার খাওয়ার সুযোগ। সাথে থাকছে কোম্পানির লোগো ব্যবহার করা একটি গেঞ্জি।
২০ তারিখ রাত্রে আমরা ডিউটি শেষ করে যার যার বাসায় ঘুমিয়ে পড়ি।রাত নটার দিকে হঠাৎ করে আমাদের ফোরম্যান স্যার গ্রুপে মেসেজ দেন যার যার নিজ দায়িত্বে গেঞ্জিগুলো সংগ্রহ করতে। আমরা রাত্রেবেলা সবাই আইডি কার্ড শো করে নিজ নিজ দায়িত্বে নিজেদের গেঞ্জি সংগ্রহ করছি। সে সময় একটি ছবি তুলেছিলাম শেয়ার করছি। আসলে গেঞ্জি সবাইকে বুঝিয়ে দেয়ার দায়িত্ব ছিল আমার তাই আর কি তেমন একটা ছবি তুলতে পারি নাই।রাত্রে বেলায় অধিকাংশ মানুষের গেঞ্জি পৌঁছায় দেয়া হয়েছে এবং যারা বাইরে থাকে তারা সকালবেলা সংগ্রহ করেছে। এবং সকাল ছয়টার সময় আমাদের অফিস রুমের সামনে সকলে একসঙ্গে জড়ো হয়েছি।ফ্রেশ কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে যে সকল জেলাতে স্টা আছে সব জায়গার স্টাফদের এখানে আমন্ত্রণ করা হয়েছিল। যারা দূরে ছিলেন তারা বাসে করে রওনা হয়েছিলেন।
খাবারের ব্যবস্থা ছিল টোকনের মাধ্যমে সকালবেলার নাস্তা ছিল বিরিয়ানি মিনি পানির বোতল দুইটা। খাবারটা ছিল অনেক মজার এবং অনেক সুন্দর ভাবে পরিবেশন করছিলেন স্যারেরা।আমাদের সিনিয়র স্যারেরা সবাই মিলে নিজ দায়িত্বে খাবার পরিবেশন করছিলেন যেন কোন সমস্যার সম্মুখীন না হতে হয়। আরে বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। ছোটবেলায় স্কুল থেকে যেমন রেলির মাধ্যমে সবাই শাড়ি বন্ধ করে রাস্তার দুপাশ দিয়ে হেঁটে যেতাম।কেউ হাতে ফুল কেউ হাতে মালা খালি পায়ে সারিবদ্ধ হয়ে যেতাম সবাই শহীদ মিনারে সম্মান জানাতে। যাদের জন্য আমরা স্বাধীন দেশ ফিরে পেয়েছি তাদের উপলক্ষে আমরা দোয়া করতাম। তবে ছোটবেলার শহীদ মিনারে গিয়ে যেই অনুভূতি কাজ করতো সে অনুভূতি এখন আর নেই। এখন মৃত ব্যক্তিদের দোয়ার বদলে শুরু হয়েছে, কনসার্ট ডিজে পার্টি আনন্দ উল্লাস।আজকে এ পর্যন্ত ছিল ব্লকটি দ্বিতীয় পর্বে আবারো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করো ধন্যবাদ সবাইকে।
সংক্ষেপে পরিচয়
আমি মোঃ তৌফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। বর্তমানে আমি ফ্যামিলির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লা একটি প্রাইভেট কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে জব করছি। আমার স্টিম ইউজার নাম ( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলাই লিখতে পড়তে বলতে ও প্রকাশ করতে ভালোবাসি। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ।যেখানে আমরা আমাদের মাতৃভাষায় নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে।
শ্রেণি | বিবরণ |
---|---|
লোকেশন | কুমিলিল্লা,বাংলাদেশ |
পোস্ট | একুশে ফেব্রুয়ারি। |
ডিভাইজ | স্যামস্যাং এম ২১। |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ। |
w3words | https://w3w.co/flagged.unscathed.toys |
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন : |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit