ফটোগ্রাফি ( লাজুক খ্যাকের জন্য ১০% পে আউট এবং ৫% এবিবি স্কুল এর জন্য )

in hive-129948 •  2 years ago 

• ১৬ কার্তিক
• ১৪২৯ বঙ্গাব্দ।
• মঙ্গলবার
• মর্ডান হারবাল ফুড লিমিটেড অডিট ও ফটোগ্রাফি।

আসসালামু আলাইকু।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি বাংলাদেশী আমার বাংলা ব্লগের একজন নতুন ইউজার।আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি নিজের কাজকে অনেক ভালোবাসি। আমি @kosto আপনাদের মাঝে শেয়ার করব মর্ডান হারবাল ফুড লিমিটেড এর অডিটে গিয়ে কিছু ফটোগ্রাফি।

PhotoGrid_1_20221031233847.jpg

আমি ঢাকা নারায়ণগঞ্জ জেলা চাষাড়া ফকির নিটওয়্যার লিমিটেড একটি গার্মেন্টস জব করি। এখানে একটি ভাইয়ের সঙ্গে পরিচয় হয় তিনি আমাকে বলেন চাকরির পাশাপাশি পার্ট টাইম একটি কাজ আছে করলে কিছু আর্থিক সহযোগিতা পাওয়া যাবে। আমিও ইচ্ছুক হোলাম জানার জন্য তো কিছু দিনের মধ্যে আমি মর্ডান হারবাল ফুড লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর পদে যোগদান করি। মর্ডান হারবাল ফুড লিমিটেডের বিভিন্ন ধরনের ঔষধ জ্ঞান বৃদ্ধির জন্য বই ও রান্নার তেল মসলা এবং সাবান, শেম্পু, পাউডার এই ধরনের শারে চারশোরও বেশি প্রডাক্ট এই কোম্পানি তৈরি করে থাকেন সম্পূর্ণ কেমিক্যালমুক্ত।

PhotoGrid_1_20221031233044.jpg

এই কোম্পানির বিভিন্ন জেলাতে একটি করে ব্রাঞ্চ আছে। আমি জয়েন করেছি নারায়ণগঞ্জ কাচপুর ব্রাঞ্চ থেকে হেড অফিস থেকে নোটিশ এসেছে ফ্যাক্টরি অডিট করার জন্য। কিছুদিন আগে আমরা ফ্যাক্টরি অডিট করে এসেছি সেই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করবো।

PhotoGrid_1_20221101001825.jpg

হেড অফিসে মিটিং এর সময় ক্যামেরা বন্দি ফটো গ্রাফি।

PhotoGrid_1_20221031233200.jpg

প্যাকিং ও চেকিং রুম লুকিয়ে কেমেরা বন্ধি।

PhotoGrid_1_20221101001622.jpg

ছাদের উপরে গিনিপিকের ক্যামেরাবন্দি ফটোগ্রাফি।

20220916_110046.jpg

20220916_110034.jpg

নাম না জানা কিছু গাছের ক্যামেরা বন্ধি ফটোগ্রাফি।

20220916_110426.jpg

20220916_110147.jpg

কামরাঙ্গা ফুলের ক্যামেরাবন্দি ফটোগ্রাফি।

20220916_110130.jpg

ফ্যাক্টরির মধ্যে প্রবেশের সময় কোন প্রকার ফটোগ্রাফি ভিডিও ফুটেজ করা সম্পূর্ন নিষেধ। তাই আপনাদের সাথে কোন দ্রব্য উৎপাদন করা বা তৈরি করা কোন ফটোগ্রাফি শেয়ার করতে পারছিনা। আমার জানামতে এখনো পর্যন্ত কোন ওষুধের কোম্পানি তাদের ঔষধ উৎপাদন সাধারণ কর্মীদের দেখার কোনো সুযোগ দেন না কিন্তু মর্ডান হারবাল ফুড লিমিটেড প্রত্যেকটি স্টাফকে সে সুযোগ দিয়েছেন। যেহেতু এটি হারবাল কোম্পানি গাছগাছড়া থেকে সবকিছু তৈরি তাই ফ্যাক্টরি ছাদের উপরে বিভিন্ন ঔষধি গাছ লাগানো রয়েছে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি।আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন ধন্যবাদ সবাইকে।

        আপনাদের মূল্যবান সময় ব্যয় করে 
            আমার পোস্টটি পড়ার জন্য। 
        🌺🌺 (সবাইকে ধন্যবাদ) 🌺🌺

সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ🇧🇩
ক্যামেরাস্যামস্যাং এম ২১
ক্যামেরাম্যান@kosto
w3wordshttps://w3w.co/hurtles.decades.cheaply
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। তবে ফটোগ্রাফি গুলোকে ল্যান্ডস্কেপে ক্যাপচার করলে দেখতে আরো বেশি সুন্দর দেখায়। যাই হোক আশা করি সামনে আরো ভালো ভালো ফটোগ্রাফি দেখতে পাব ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

অনেক দারুন কিছু ফটোগ্রাফি করেছেন।তবে লুকিয়ে ফটো যেহেতু তুলেছেন সেহেতু মানুষ এর মুখ গুলো পরবর্তী থেকে ব্লার করে দিবেন।কারণ যেহেতু আপনি লুকিয়ে তুলেছেন।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

আপনি পার্ট টাইম হিসেবে এই কাজটি করেন শুনে বেশ ভালো লাগলো। যেসব জিনিসের ফটোগ্রাফি করা নিষিদ্ধ সেগুলো আমাদের না করাই উচিত। হয়তো ফটোগ্রাফি করলে কোন সমস্যা হবে যার কারণে নিষিদ্ধ করা হয়েছে। যাইহোক, আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে শেষ দিকে গাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে।

  ·  2 years ago (edited)

সাজেশন ও মতামতের জন্য ধন্যবাদ।

শুনে ভালই লাগলো আপনি চাকরি পাশাপাশি পার্ট টাইম আর একটি জব করছেন। পরিশ্রমিক ব্যক্তিরাই এইভাবে নিজেকে পরিশ্রমের মধ্যে ভবিষ্যতে ভালো থাকার জন্য এগিয়ে যায়। আপনি মর্ডান ফুডের অডিটে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতে কিন্তু ভালই লাগছে। আশা করছি ভবিষ্যতে আরো ভালো ভালো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন, এই শুভকামনা রইল।

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আপনারা পাশে থাকলে অবশ্যই সামনে আরও ভাল কিছু করার চেষ্টা করব।

খুবই সুন্দর হয়েছে।তবে লুকিয়ে ফটো না তোলাই ভালো।

জি দিদি যেটা নিয়ম নেই সেটা না করাটাই ভালো। বাট দুষ্টামি করে তুলছি কিছু কিছু যাইগা তুলতে দেন । সুধু যেখানে তৈরি করে ওখানে তুলতে দেন না।

ও আচ্ছা।তবুও সাবধানে কাজ করা ভালো।

সৎপথে যে কাজ করে পরিবারের সাহায্য করা যাবে সেই কাজই ভালো। আর এটা যথেষ্ট একটা ভালো কাজ।এতে গর্ব বোধ করবেন সব সময়। সবগুলো ছবি সুন্দর হয়েছে। আপনার সুবাদে আমি আজ কামরাঙ্গা গাছও দেখে নিলাম।বেশ ভালো লাগলো। তবে একটা কথা বলি, এই ভাবে ওপেন নিজের আইকার্ড পোস্ট না করাই ভালো।

মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।