তুমি বৃষ্টি হয়ে নামবে তাই
অনর্থক কবিতা সাজাই
অনর্থক প্রতীক্ষা নিয়ে
মেঘের কাছে চিঠি পাঠাই।
শহরের পথে রোদ না নামুক ,
তোমার দেখা পেতে শালুক
গান বাধুক মোর ঘরের কোণে
একলা বসে সুর মেলাই।
তুমি নেই সুর এলোমেলো
কত যুগ ধরে ডেকেছি তোমায়
নদীর জলে তৃষ্ণা মেটেনা
ঘুম হারা এই পথিকের।