আসসালামু আলাইকুম / আদাব
কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন. আমিও আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছি.আমি @lemonali আছি আপনাদের সাথে. আমি আমার বাংলা ব্লগ এর সকল উদ্যোক্তা ভাইদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন. কারণ তারা না থাকলে আজ আমরা নিজের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় ব্লগিং করতে পারতাম না.আজ আমি আপনাদের মাঝে কিছু ফুলের ছবি শেয়ার করবো. আশা করি আপনারা আমার পোস্টটি শুরু থেকে শেষ পযন্ত দেখবেন এবং আপনাদের কাছে পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন দয়া করে.আমরা অনেকেই ফুল গাছ লাগাতে ভালোবাসি. সাধারণত আমরা বাসার ছাদে এবং বাড়ি আঙ্গিনায় অনেক রকমের ফুল গাছ লাগায়. বাসার আশেপাশে ফুল গাছ লাগালে বাসার পরিবেশটা অনেক সুন্দর থাকে. এছাড়াও সবুজ গাছপালা লাগালে পরিবেশ দূষণ কম হয়.আমি এই ফুল গাছ গুলো আমার বাসার ছাদে লাগিয়েছি. আমার বাসার ছাদে অনেক রকমের ফুল গাছ লাগানো আছে. ফুল গাছ শুধু লাগিয়ে রাখলেই হবে না এর নিয়মিত পরিচর্যা করতে হবে.যখন ফুলগুলো ফোটে তখন গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে. যখন ফুলগুলো ফোটে তখন অনেক রকমের প্রজাপতি দেখা যায়. তাছাড়াও বেশি বেশি গাছ লাগানো আমাদের এবং আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী. কারণ গাছপালা ব্যতীত পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়.
Device | Redmi note 8 |
---|---|
Camera | 48 Mp |
Photography | lemon |
location | Bangladesh, Khulna, Chuadanga |
Pictures | flower |
আমি মোঃ লিমন আলি. আমি একজন ছাএ. আমি বাঙালি হিসাবে নিজেকে গর্ববোধ করি. লেখাপড়া করতে অনেক ভালো লাগে. এবং অবসর সময়ে ছবি তুলতে এবং মুভি দেখতে অনেক পছন্দ করি.