DIY--পাহাড়ি এলাকায় বসতির দৃশ্য অংকন--@limon17--22/01/22

in hive-129948 •  3 years ago 

আসসালামু'আলাইকুম।
আমার বাংলা ব্লগের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট।
আমি @limon17
আজ ২২ জানুয়ারি ২০২২.
আজকে আমি আপনাদের সাথে একটি ড্রয়িং শেয়ার করতে চাই। পাহাড়ি এলাকায় বসতি এবং নদী।

সম্পূর্ণ আর্ট

IMG_20220122_073116.jpg

প্রয়োজনীয় উপকরণ:

  • পেন্সিল ✏️
  • জেল পেন 🖌️
  • স্কেল
  • রাবার
  • ইরেজার
  • কম্পাস
  • রং পেন্সিল 🎨
  • ড্রয়িং পেপার 📜

ধাপ:

IMG_20220122_072226.jpg

ধাপ:২

IMG_20220122_072327.jpg

ধাপ:৩

IMG_20220122_072355.jpg

ধাপ:৪

IMG_20220122_072405.jpg

ধাপ:৫

IMG_20220121_182448.jpg

শেষ ধাপ

IMG_20220122_073116.jpg

IMG_20220122_081944.jpg

  • আমার পোস্টটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এটি আপনার কাছে ভালো লেগেছে 🌷
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

➡️ অসম্ভব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন আপনি। দৃশ্যটি আমার খুবই চমৎকার লেগেছে । এটি খুব সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। এতো সুন্দর একটি দৃশ্য চিত্র অংকন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাহ পাহাড়ি এলাকা অংকনটি অনেক সুন্দর হয়েছে। বাস্তবে কখনো দেখা হয় নেই। তবে আপনার আঁকানোর মাধ্যমে দেখলাম এত সুন্দর একটি ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য আসলে ছবি আঁকা আমার অন্যতম একটি পছন্দের কাজ তাই একটু চেষ্টা করলাম।

আপনার চিত্র অংকন টি খুবই দুর্দান্ত হয়েছে । খুব সুন্দর করে আপনি চিত্র অংকন টি দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। আমাদের মাঝে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনা এবং বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি বলতে দারুন ছিল পাহাড়ি এলাকার বস্তির দৃশ্য অংকন করেছেন। আমার অনেক ভালো লাগলো। বিশেষ করে নৌকাটি দারুন ভাবে ফুটে উঠেছে এবং খেজুর গাছ অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

আপনাকে দেখতে অনেক সুন্দর হয়েছে। তবে আপনার পোষ্টের শব্দ অনেক কম হয়ে গেছে। আশা করি আপনি এটা মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাকে।

গ্রামের পাশ দিয়ে ছোট্ট নদী বয়ে গিয়েছে আর নদীর অন্য দিকে পাহাড়ের দৃশ্য সত্যিই আমাকে আকৃষ্ট করেছে। অসাধারণ সুন্দর দৃশ্যটি অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা নদী, নদীর পাড়ে বাড়ি আবার ঘাটে নৌকা বাধা, একদম সপ্নের মত।।
কালার টা দারুণ ভাবে ফুটেছে।।
শুভেচছা রইল।।

পেন্সিল দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে পাহাড় এবং নদীর দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন । যেটা দেখে সত্যিই আমার অনেক ভালো লাগলো। আপনার অংকন এর মধ্যে নদী এবং নৌকা দৃশ্যটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এরকম একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

একটু চেষ্টা করলাম পেন্সিল রং দিয়ে পাহাড়ি এলাকার ছবি আঁকার জন্য। নদী এবং নৌকা আপনার কাছে ভালো লেগেছে তাই আপনাকে ধন্যবাদ।

আপনি অনেক সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। বিশেষ করে দেখলাম পেন্সিল কালার ব্যবহার করেছেন। পেন্সিল কলার দিয়ে অংকন করলে অনেক ভালো লাগে দেখতে। পেন্সিল কালার গুলো দিয়ে খুব সুন্দর ভাবে মেশানো যায়। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দৃশ্য অংকন ‌ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনার অংকনটি দারুন হয়েছে ।পাহাড়ি এলাকায় বসত বাড়িরে চিত্রটি খুব সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন ।কিন্তু ধাপগুলোর বর্ণনা দিলে আরো একটু ভালো হতো ।শুভেচ্ছা রইল।

জলরঙের পেইন্টিং গুলো বেশি প্রাণবন্ত লাগে। তবে আপনার কালার পেন্সিল এর ব্যবহারও অনেক ভালো হয়েছে। আর দৃশ্যটা সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। শুভকামনা আপনার জন্য

পাহাড়ি এলাকার অনেক সুন্দর একটা দৃশ্য অংকন করলেন আজকে। চারপাশে পানি আর গাছপালা থাকার কারণে দেখতে তো আরো সুন্দর দেখা যাচ্ছে। আবার এক পাশে একটা বাড়ি থাকার কারণে দৃশ্যটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যিই আপনি অনেক সুন্দর একটা দৃশ্য অংকন করে আমাদের উপহার দিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

পাহারি এলাকার খুব সুন্দর একটি বস্তির চিত্র অংকন করেছেন।

তবে ধাপ গুলো আরো লিখবেন আর পোস্ট টা আরেক্টু বড় করার চেষ্টা করবেন ধন্যবাদ।

আপনার ছবি অংকনটা আমাকে মুগ্ধ করেছে। আপনার ছবি অংকন এর মধ্যে গ্রামের একটি দৃশ্য ফুটে উঠেছে আমার কাছ থেকে মনে হচ্ছে। রং করার পর আপনার ছবিটা আরো সুন্দর ময় হয়ে উঠেছে। ধাপে ধাপে আপনার নিজের হাতের অঙ্কিত ছবি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।