DIY projects:- সুতা দিয়ে ব্রেসলেট তৈরি।

in hive-129948 •  11 months ago  (edited)
সুতা দিয়ে ব্রেসলেট তৈরি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20240129_172656_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। DIY projects:- সুতা দিয়ে ব্রেসলেট তৈরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️
Polish_20240129_173820574.jpg
  • সুতা।
  • কাঁটার।
"তৈরির প্রক্রিয়া চলছে"
f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCVvpbQx6hNFqiCFfgHPdCkfGssRaMYcCNEn2UMkg68eUKExYBhGvBsDVZ6uQ5hxEFtD3QhShtm2oBxQM8SfQKdZkS4pg44TtERijw1f3jt6T7wy4kA7YPE6wSYimNjY988QawtkL563Gh1RQtxPeDQiJdfNkTGJ-01.jpeg
  • প্রথমেই আমি সুতা গুলোকে ছাড়িয়ে নিলাম। এর পরে হাতের সাহায্যে পাক দিয়ে দিলাম। তার পরে মাঝখানে একটা গিট্টু দিয়ে দিলাম। এবার আমি বেনি করে নিবো।
"তৈরির প্রক্রিয়া চলছে"
<centerf85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCVytwDa9cL3ZoPgXSU5VunW4tbqN8djWrkKYZbK9Md1bxH9aVAaSQc4f5ZcrzkayCVfhPyfqFzZGWBsRLg7KXYMYaohZVZBLcec6HNcXFquxeMpgsGc85UMmLFSfa6Hi8tWZ9H6MYvpiPbtkv7yL6MWp8DXoUNA-01.jpeg
  • আস্তে আস্তে সুতা গুলো দিয়ে বেনি করে নিলাম। এবার আমি নিচের দিকে পেঁচিয়ে একটা গিট্টু দিয়ে দিলাম যাতে করে খুলে না যায়। এর পরে সুতা গুলোকে একটু টানাটানি করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-29-17-42-35-12_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • সুতা দিয়ে ব্রেসলেট তৈরিরং মোটামুটি কাজ শেষের দিকে। এবার আমি ব্রেসলেট গুলোর নিচের দিকে সাইজ করে কাঁটার দিয়ে কেটে নিলাম। তৈরি করা শেষ এবার চাইলে হাতে পড়া যাবে।
"সুতার তৈরি ব্রেসলেট"
IMG20240127123814-01.jpeg
IMG20240127121416-01.jpeg
  • সুতা দিয়ে ব্রেসলেট তৈরি করা হয়েছে। এবার আমি আমার মতো করে ব্রেসলেট এর ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। আমি একসাথে দুইটা ব্রেসলেট তৈরি করেছি। দেখতে বেশ সুন্দর লাগতেছে। এধরনের ব্রেসলেট গুলো হাতে দিলেও অনেক বেশি সুন্দর দেখায়। আজকের পোস্ট আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তবে আমি আমার মতো করে কাজটি করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ
বিভাগডাই প্রজেক্ট।
ডিভাইজrealme 9
বিষয়সুতা দিয়ে ব্রেসলেট তৈরি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুতা দিয়ে ব্রেসলেট তৈরি করা যায় এটি আমি আজকে আপনার কাছ থেকে প্রথম দেখতে পেলাম৷ খুব সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন এবং এর মধ্যে খুব সুন্দরভাবে সবগুলো ডিজাইন দিয়েছেন৷ এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন এবং অনেক সময় দিয়েছেন তা দেখেউ বোঝা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

সুতা দিয়ে ব্রেসলেট তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর লাগছে আপনার তৈরি ব্রেসলেট টি দেখতে। সুতা দিয়ে ব্রেসলেট তৈরি করার ক্ষেত্রে সুতা বেনি করে নেওয়াটা কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

বাহ অসাধারণ হয়েছে তো ভাই সুতা দিয়ে প্রস্তুত করা আপনার বেসলেট টি।
এরকমভাবে তো কখনো ভেবে দেখিনি।
তবে কয়েকটি সুতা পেয়েছি আপনি সুন্দর গঠন তৈরি করেছেন দেখতেও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে।
হাতের সাথে নিলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখায়।

Posted using SteemPro Mobile

পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

সুতা দিয়ে ব্রেসলেট তৈরি দেখে শিখতে পারলাম। অসাধারণ ডাই পোস্ট তৈরি করেছেন। সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন এর মাধ্যমে আমি শিখতে পারলাম।

মাঝেমধ্যে ফেসবুকে সুতা দিয়ে এরকম বিভিন্ন ধরনের ব্রেসলেট তৈরি করতে দেখি। কখনো তৈরি করা হয়নি। আপনার আজকের ব্রেসলেট তৈরি দেখে খুব ভাল লাগলো। বিশেষ করে কালারফুল ব্রেসলেটটি খুব সুন্দর লাগছে। হাতে পড়লেও বেশ ভালো লাগবে বোঝা যাচ্ছে। এরকম ছোট ছোট গিট দিতে অনেক সময় লেগেছে নিশ্চয়ই।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

আরে বাহ্ আপনার আইডিয়াতো খুব দারুণ ছিল। সুতা দিয়ে খুব সুন্দর করে ব্রেসলেট তৈরি করেছেন আপনি, যেটা আমার কাছে দেখতে সুন্দর লেগেছে। সুতা দিয়ে যে এরকম ভাবে ব্রেসলেট তৈরি করা যায় এটা জানাই ছিল না। অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার তৈরি করা ব্রেসলেট দুটি। মনে হচ্ছে এই ব্রেসলেট হাতের মধ্যে পড়ার পরও অনেক সুন্দর লাগছিল। আপনি সত্যি দারুন একটা কাজ করেছেন। আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এই ব্রেসলেট তৈরি করেছেন যেটা দেখে বুঝতে পারতেছি।

আসলে চেষ্টা আর ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব। তুমি রঙিন সুতা দিয়ে চমৎকার ব্রেসলেট তৈরি করেছো। বেশ ভালই লেগেছে আমার কাছে। আমাকে একসময় একটা বানিয়ে দিও 😄
যাইহোক ধন্যবাদ তোমাকে কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

অবশ্যই একদিন আপনাকে একটা তৈরি করে দিবো। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। শুভ কামনা রইল ভালো থাকবেন।

আপনি আজকে সুতা দিয়ে বেশ দারুন দেখতে একটি ব্রেসলেট তৈরি করে দেখিয়েছেন। আইডিয়াটা বেশ দারুন ছিল তবে এর মধ্যে থেকে আমার কাছে সাদা কালারের থেকেও রঙিন কালারের ব্রেসলেট টা দেখতে বেশি সুন্দর লেগেছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুতা দিয়ে এই ইউনিক ব্রেসলেট বানানোর পদ্ধতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুতা দিয়ে যে ব্রেসলেট তৈরি করা যায় এটা জানাই ছিল না তো আমার। আপনার কাছ থেকে নতুন একটা বিষয় শিখতে পেরে সত্যি আমার কাছে ভালো লেগেছে। একটা কালারফুল ব্রেসলেট তৈরি করেছেন এবং আরেকটা সাদা ব্রেসলেট তৈরি করেছেন সুতা ব্যবহার করে। যেগুলো দেখতেও সুন্দর লাগতেছে। নিশ্চয়ই হাতে পড়ার পরও সুন্দর লাগছিল। এরকম ব্রেসলেট তৈরি করে কাউকে গিফট দিলেও খুশি হবে। বোঝাই যাচ্ছে না এটা হাতে তৈরি করা ব্রেসলেট।

সুতা দিয়ে ব্রেসলেট তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এত সহজ পদ্ধতিতে এমন সুন্দর জিনিস তৈরি করার পদ্ধতি দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুতা দিয়ে খুব সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন। এই ধরনের কিছু তৈরি করে সার্থকতা পেলে ভালই লাগে ।আমাদের কমিউনিটিতে সবাই এই ধরনের কাজে খুবই দক্ষ । নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যেকোন জিনিস তৈরি করে থাকে। অনেক সুন্দর হয়েছে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

সুতা দিয়ে খুব সুন্দর ব্রেসলেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করে ব্রেসলেট গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করা কালারফুল ব্রেসলেট টি দেখতে খুবই সুন্দর লাগছে । ব্রেসলেট টি হাতে পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

সুতা দিয়ে বেশ দারুণ একটি ব্রেসলেট তৈরি করেছেন। ব্রেসলেটটি অনেক ইউনিক লাগছে।
ব্রেসলেট তৈরির প্রক্রিয়াটি আপনার কাছ থেকে শিখে নিলাম আমি চেষ্টা করব এটা বাসায় তৈরি করতে।অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

সুতা দিয়ে অনেক সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

সুতা দিয়ে ব্রেসলেট তৈরির এই কনসেপ্টটা আমার কাছে অনেক ভালো লাগলো ভাই। তবে সাদা রঙের ব্রেসলেট থেকে আমার কাছে রঙিন ব্রেসলেটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যদিও আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন এবং পরপর প্রত্যেকটা ধাপ বোঝানোর চেষ্টা করেছেন যা দেখে এটি তৈরির পদ্ধতি শিখতে পারলাম । কোনো একদিন এটি তৈরি করার চেষ্টা করে দেখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম দাদা। আশাকরি পাশেই থাকবেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনি সুতা দিয়ে খুব সুন্দর দুটি বেসলেট বানিয়েছেন। আপনার এই বেসলেট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিও অনেক আগে এভাবে সুতা দিয়ে ব্রেসলেট বানিয়েছিলাম। এগুলো বানাতে অনেক সময়ের দরকার হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি বেসলেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাইয়া সুতা দিয়ে তৈরী ব্রেসলেটটি সত্যিই অনেক সুন্দর হয়েছে। এখানে আপনি সুতার মধ্যে যে গিট গুলো দিয়েছেন সে গুলোই মূল বিষয়। একটু এদিক সেদিক হলেই আর মিলবে না। অন্যান্য ব্রেসলাইট থেকে এগুলো পড়লে বেশি আরাম পাওয়া যায়। দেখতেও খুবই সুন্দর লাগে। ধন্যবাদ।