চিকেন খিচুড়ি রান্নার রেসিপি।

in hive-129948 •  last year 
চিকেন খিচুড়ি রান্নার রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230818075555-01.jpeg

হ্যালো বন্ধুরা ❣️ শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো। চিকেন খিচুড়ি রান্নার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-09-05-03-53-32-43_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
চিকেন২৫০ গ্রাম।
আলুদুইটি।
টমেটোতিনটি।
ডালএক কাপ।
চালদুই কাপ।
পেঁয়াজ কুচিএক কাপ।
কাঁচা মরিচছয়টি।
আদা বাটাএক চা-চামচ।
রসুন বাটাএক চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া পাতাকুচি সামান্য।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-05-03-54-00-94_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • চুলায় পাতিল বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি চিকেন গুলোকে দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-05-03-54-31-52_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • চিকেন গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে এখন আমি চিকেন গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি সব গুলো কে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে ডাল চাল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-05-03-55-45-02_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তার পরে কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে নিলাম। আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম চাল ডাল সিদ্ধ হয়েছে। এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তার পরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20230818075605-01.jpeg
IMG20230818075617-01.jpeg
IMG20230818075555-01.jpeg
  • চিকেন খিচুড়ি রান্নার রেসিপি তৈরি করা হয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করার জন্য প্লেটে উঠিয়ে নিলাম। কয়েকদিন আগে আমি চিকেন খিচুড়ি রান্না করেছিলাম। সেদিন আবহাওয়া খুব ভালো ছিলো। বাইরে ছিলো বৃষ্টি আর গরম গরম খিচুড়ি জমিয়ে খেয়েছিলাম। এমনিতেই আমি খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়চিকেন খিচুড়ি রান্নার রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক মজাদার ও লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। খিচুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে স্বাদ আরও বেশি বৃদ্ধি পায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

image.png

আপনি বেশ মজাদার চিকেন খিচুড়ি রেসিপি তৈরি করেছেন। চিকেন খিচুড়ি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে চিকেন খিচুড়ি খেতে। বাহিরে বৃষ্টি আর ঘরে বসে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই একেবারে আলাদা। বুঝতে পারছি এই চিকেন খিচুড়ি রেসিপি অনেক মজা করে খেয়েছিলেন।

খুবই ভালোভাবে আপনি চিকেন খিচুড়ি তৈরির রেসিপি শেয়ার করেছেন। এই রেসিপিটি দেখে খুবই ভালো লাগলো৷ আমি রেসিপি তৈরি করেছিলাম৷ তবে আপনি যেভাবে আজকে ডেকোরেশন করে শেয়ার করেছেন সেটি একদম লোভনীয় দেখা যাচ্ছে এবং এটি অনেক সুস্বাদু হয়েছে বলে আমি মনে করি৷

চিকেন খিচুড়ি রান্নার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু মজাদার রেসিপি শেয়ার করেছেন।পরিবেশন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

খিচুড়ি আমার খুবই পছন্দের। ভাবছিলাম আজকে খিচুড়ি রান্না করবো। আপনার চিকেন খিচুড়ি দেখে আগ্রহ আরো বেড়ে গেল। খিচুড়ির সাথে এভাবে চিকেন আলু দিয়ে রান্না করলে তার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় আপনার খিচুড়ি রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজাদার হয়েছিল। বেশ লোভনীয় লাগছে দেখতে।

জি আপু ঠিক বলেছেন খেতে মজাদার হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

আমাদের বাসায় কেন জেনো এখনো চিকেন খিচুড়ি টা ট্রায় করা হয় নি। সবসময় আলাদা আলাদা চিকেন আর খিচুড়ি রান্না করা হয়েছে। আমি আর আমার হাসবেন্ড দুইজনই খিচুড়ি লাভার। আপনার পোষ্ট টি দেখে মনে হচ্ছে এবার একটু গরমটা কমলে এভাবে চিকেন খিচুড়ি রান্না করবো!

Posted using SteemPro Mobile

অবশ্যই তৈরি করতে পারেন খেতে ভীষণ সুস্বাদু লাগে ধন্যবাদ আপনাকে আপু।

খিচুড়ি আমার অনেক বেশি পছন্দের। বৃষ্টির সময় খিচুড়ি খেতে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর যদি হয় চিকেন খিচুড়ি তাহলে তো কোন কথা নেই একেবারে। এভাবে চিকেন খিচুড়ি তৈরি করলে অনেক মজাদার হয়। আর গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। এই সকাল সকাল যদি এরকম মজাদার খিচুড়ি পাওয়া যেত তাহলে কিন্তু জমে যেত। এরকম মজাদার রেসিপি দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন।

চমৎকার বলেছেন খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আমি সব সময় খিচুড়ি খেতে একটু বেশি পছন্দ করি। তবে যদি বর্ষা নামে তাহলে তো আরো খাওয়ার প্রতি আগ্রহটা বেড়ে যায়। ভাই আপনি আলু টমেটো ডাল একত্রে সমন্বয় করে মাংস দিয়ে রান্না করেছেন। এভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ি ভীষণ সুস্বাদু হয়। রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

খিচুড়ি আমার খুবই ফেভারিট।
বিশেষ করে সবজি খিচুড়ি।
আপনি চিকেন খিচুড়ি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখেই খুব লোক হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।

চিকেন প্রথমে কষিয়ে নিয়ে পরবর্তীতে সিচুড়ির সাথে মিক্সড করে মজাদার রেসিপি তৈরি করেছেন । প্লেটে পরিবেশন করার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটা ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

চিকেন খিচুড়ি রান্নার রেসিপি যা দারুন একটি খাবার। এই ধরনের রেসিপি দেখলে না খেয়ে থাকা যায় না। খুবই সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন খাবারটি ভালই উপভোগ করেছেন বুঝতে পেরেছি। ভালো লাগলো আপনার আজকের রেসিপি উপস্থাপনা অনেক সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

চিকেন খিচুড়ি রান্না রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে ভাইয়া। রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমার কাছে বিশেষ করে বৃষ্টি দিনে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

খিচুড়ি চিকেন হোক কিংবা সবজির হোক।খেতে ভীষণ মজার হয়।খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার।আর এই মেঘলা মেঘলা ওয়েদারে তো খিচুড়ির তুলনা নেই।আপনি খুব মজা করে খিচুড়ি রেসিপি শেয়ার করলেন ভাইয়া।খুব লোভনীয় লাগছে।ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

খিচুড়ি আমার খুব পছন্দের। আর চিকেন খিচুড়ি হলে তো কথাই নেই। সপ্তাহের অন্তত একদিন হলেও তৈরি করা হয়। আপনার খিচুড়ি রেসিপি দেখে এখান থেকে নিয়ে খেতে ইচ্ছে করছে। বিশেষ করে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাইয়া আপনি দারুন একটি রেসিপি শেয়ার করলেন দেখে লোভ লেগে গেছে। কারণ খিচুড়ির কালার খুবই সুন্দরভাবে এসেছে। আপনি চিকেন খিচুড়ি রান্না করলেন অনেক ভালো লাগে খেতে আমার। খুব সুন্দরভাবে অনেক গুলো উপকরণ দিয়ে রান্না করলেন খেতে অনেক মজার হবে।

খিচুড়ি আমাদের বাঙ্গালীদের খুবই পছন্দের একটি খাবার। আর যদি হয় চিকেন খিচুড়ি তাহলে তো কথাই নেই। আপনি চিকেন খিচুড়ি রান্নার রেসিপি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

খিচুড়ি আমার সব থেকে পছন্দের খাবার।আজকে আপনি চিকেন খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করেছেন আশা করছি অনেক মজা হয়েছে। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

খিচুড়ি বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় মনে হয় আর এই খিচুড়ি যদি চিকেন দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। বৃষ্টির দিনে এ ধরনের রেসিপি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল। মজাদার এই চিকেন খিচুড়ি রেসিপি রান্না করে আমাদের সকলের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

ভাইয়া আমি সব সময় খিচুড়ি ভাত খেতে অনেক পছন্দ করি। আপনি ডাল টমেটো মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে। আসলে এই ভাবে খিচুড়ি রান্না করলে অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য

খেচুড়ি আমার অনেক পছন্দের একটা খাবার। বৃষ্টির সময় গরম গরম খেচুড়ি খেতে মজাই আলাদা। আপনার তৈরি করা রেসিপি দেখে জিভে জল চলে আসতেছে। আপনি দারুণ ভাবে রেসিপির ধাপ গুলো উপস্থাপন করেছেন। রেসিপির পরিবেশন দেখেই মনে হচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

খিচুড়ি আমার ভীষণ পছন্দের ।আর চিকেন খিচুড়ি হলে তো কোন কথাই নেই ।আর আপনার রেসিপিটি হয়েছে খুবই চমৎকার। দেখেই তো খেতে ইচ্ছে করছে ।দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ।বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

চিকেন খিচুড়ি আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

মজাদার চিকেন রেসিপি দেখে অনেক বেশি সুস্বাদু লাগছে।চিকেন খিচুড়ি বৃষ্টি দিনে খেতে অনেক বেশি ভালো লাগে। চিকেন খিচুড়ি রান্না করার প্রতিটি ধাপ খুবই সুন্দর উপস্থাপন করেছেন।জিভে জল চলে এসেছে আপনার চিকেন খিচুড়ি রেসিপি দেখে।