রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি 🐞

in hive-129948 •  5 months ago 
রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি।
💐 "আমার নতুন ব্লগে সবাইকে কে স্বাগতম" 💐
1000057048.jpg

শুভ রাত্রি 🌃

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম অরিগ্যামি পোস্ট নিয়ে। রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক।

✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️
1000057012.jpg
  • রঙিন কাগজ।
  • কাঁচি।
  • আঠা।
  • সাইন পেন।
  • জেল পেন।
"তৈরির প্রক্রিয়া চলছে"
1000057052.jpg
  • প্রথমেই আমি কালো কাগজ নিলাম। এর পরে গোল দাগ দিয়ে দিলাম। এবার আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এককই ভাবে রঙিন কাগজ গোল করে দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
1000057054.jpg
  • রঙিন কাগজ গুলোকে কেটে নেওয়ার পর এবার আমি ভাঁজ করে নিলাম। তার পরে আমি কালো কাগজের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমি কালো কাগজ নিয়ে চিকন করে কেটে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
1000057056.jpg
  • এবার আমি মাথা তৈরি করে নেওয়ার জন্য আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এখন আমি চোখ এবং শুর বানিয়ে নিলাম। এর পরে সাইন পেন দিয়ে ছোট ছোট দাগ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার আমার কাজ শেষ।
"ফাইনাল আউটপুট"
1000057047.jpg
1000057044.jpg
  • রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি করা হয়েছে। এবার আমি সবুজ রঙের রঙিন কাগজ এর উপরে রেখে বেশ কিছু ফটোগ্রাফি করলাম। আমি আমার মতো করে রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি করার চেষ্টা করেছি। লেডিবাগ পোকা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি আল্লাহ হাফেজ 💞
পোস্টের বিবরণ:-
বিভাগঅরিগ্যামি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। খুবই সুন্দর লেডি বাগ পোকা তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কিছু তৈরি দেখতে খুবই ভালো লাগে। যেটা নিজের অনেক বড় একটি ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

image.png

রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি করেছেন ভাইয়া।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো রঙ্গিন কাগজের লেডিবাগ পোকাটি। ধাপে ধাপে চমৎকার ভাবে লেডিবাগ পোকা বানানো পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর লেডিবাগ পোকা বানানো পদ্ধতি ভাগ করে নেয়ার জন্য।

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।

এ জাতীয় পোকা গুলো শাকসবজি অথবা ফসলের মাঠে বেশ দেখা যায়। তবে এখন থেকে ডাই ব্লগের মাধ্যমে দেখার সুযোগটাও কিন্তু নতুন অভিজ্ঞতা। অনেক অনেক ভালো লাগলো দেখে আপনার সুন্দর এই কারু কাজ।

লেডিবাগ পোকা দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আর দেখতেও অনেক ভালো লাগে। লেডিবাগ পোকা দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর দুইটি লেডিবাগ পোকা তৈরি করেছেন ভাইয়া। দেখতে খুবই কিউট লাগছে।রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর দুইটি লেডিবাগ পোকা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি লেডিবাগ পোকা বানিয়েছেন। আমি অনেক আগে এমন একটি ডাই তৈরি করেছিলাম। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর দুটি লেডিবাগ পোকার ডাই শেয়ার করেছেন। দু'টো কালারই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

এধরনের কাজ গুলো সত্যি দেখতে অনেক সুন্দর লাগে ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি খুবই সুন্দর হয়েছে. দেখতে খুবি ভালো লেগেছে আমার। খুবই দক্ষতা ডাই পোস্টটি তৈরি করেছেন। ধাপগুলো দেখে শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

রঙিন কাগজ দিয়ে বানানো লেডিবাগ পোকা দেখতে খুবই সুন্দর লাগছে।অনেক নিখুত ভাবে আপনি পোকাটা বানিয়েছেন। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার এই লেডি বার্ড পোকার ড্রাই পোস্ট। খুব সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে আপনি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন একটি পোকার ব্লগ দেখে খুশি হলাম।

রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার হাতের কাজ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার এই পোস্ট দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের লেডিবাগ পোকা।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

আপনি অনেক সুন্দর রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছন।যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই দক্ষতার সহিত এই লেডি ব্যাগটি তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি লেডি ব্যাগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক কিউট দেখতে দুইটা লেডি বাগ পোকার অরিগ্যামি তৈরি করেছেন। ভিন্ন দুইটা কালারের লেডি বাগ পোকা হওয়ার কারণে এগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগছে। লেডি বাগ পোকা গুলো কিন্তু অনেক বেশি দেখা গিয়ে থাকে বিভিন্ন গাছপালার মধ্যে, বিশেষ করে সবুজ ধান গাছে। এগুলো ছোট বাচ্চাদেরকে দিলে তো খুশি হয়ে যাবে।

খুব সুন্দর এবং কালারফুল লেডিবাগ পোকা তৈরি করেছেন। বেশ ভালো লাগছে আপনার আজকের এই ডাই প্রজেক্ট দেখে। খুব সুন্দর ভাবে এই পোকা দুটো তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি লেডিবাগ পোকা তৈরি করেছেন। অনেক কিউট লাগছে পোকা দুটি। রঙিন কাগজ দিয়ে যে কোন ডাই পোস্ট তৈরি করলে দেখতে অনেক চমৎকার লাগে।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।

রঙিন কাগজ দিয়ে তৈরি লেডিবাগ পোকাটি খুব কিউট হয়েছে। কাজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনি লেডিবাগ পোকা তৈরির ধাপ সমূহ সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। দেখতেও অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর লেডিবাগ পোকা তৈরি করছেন। লেডিবাগ পোকা টি দেখে মুগ্ধ হলাম ভাই। আপনি দারুণ ভাবে পুরো পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

আপনি দেখতেছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে লেডিবাগ পোকা তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। হবে রঙিন কাগজের লেডিবাগ পোকার উপরে সাইন পেন দিয়ে ছোট ছোট দাগ গুলো দেওয়ার কারণে লিখতে বেশ ভালই লাগতেছে। সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে লেডিবাগ পোকা বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

অনেক আগে এই লেডিবাগ পোকা দেখেছিলাম এবং এর ফটোগ্রাফি করেছিলাম৷ তবে অনেকদিন হয়ে গিয়েছে এই পোকা দেখি না৷ আপনার কাছ থেকে আজকে এই পোকা তৈরি করার প্রক্রিয়া দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি রঙিন কাগজ দিয়ে এটি তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে এবং ধাপে ধাপে আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷