ভিডিওগ্রাফি পোস্ট:)- অ্যাকুরিয়াম রাজ্যের ভিডিওগ্রাফি।

in hive-129948 •  last year  (edited)
অ্যাকুরিয়াম রাজ্যের ভিডিওগ্রাফি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Personal Photos Photo Collage Canvas Print in Light Blue Modern Style_20240206_133718_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...MCqwN5byaJmXWsuTLZBaF6aLDGJBevW8LdcCLuCV4FNB23CGAV5w8bWMXu7XG6na43Z7pFAgpZ6Te67LgUyqo8g1oMB4K3ZDkqVmXyu7U8u9r6ZpXDKkaAQZFt.png

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওগ্রাফি পোস্ট:)- অ্যাকুরিয়াম রাজ্যের ভিডিওগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG20240204094836-01.jpeg

IMG20240204094813_01-01.jpeg

এই তো গত সপ্তাহে আমি আর আমার বন্ধু মিলে গিয়েছিলাম অ্যাকুরিয়াম রাজ্যে। আমার বন্ধুর একটি মেয়ে রয়েছে সে অ্যাকুরিয়ামে থাকা বিভিন্ন ধরণের মাছ দেখতে অনেক পছন্দ করে। বেশ কিছুদিন ধরে তার মেয়ে বায়না ধরেছিলো তার বাবা জেনো তাকে অ্যাকুরিয়াম কিনে দেয়। এর পরে আমার বন্ধু আমাকে বিষয়টি বলে। তার পরে তাকে নিয়ে আমি আমাদের বাজারের একটি দোকানে নিয়ে যাই।

সেখানে যাওয়ার পর বিভিন্ন ধরণের ছোট বড় সাইজের অ্যাকুরিয়াম দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আমার বন্ধু তার মেয়ের জন্য অ্যাকুরিয়াম দেখতেছে। আর আমি অ্যাকুরিয়াম রাজ্যের একটা ভিডিওগ্রাফি করে নিলাম। সত্যি বলতে ছোটরা কেনো এধরনের মাছ গুলো দেখলে বড়রাও ভীষণ খুশি হয়। বলতে পারেন আমিও ভীষণ খুশি হয়েছিলাম।

এর পরে আমার বন্ধু তোর মেয়ের জন্য ১৫০০ টাকার মধ্যে একটি অ্যাকুরিয়াম নিয়ে নেয়। এর পরে আমরা দুজন মিলে সেখানে থেকে চলে আসলাম। এই ছিলো আমার আজকের আয়োজন অ্যাকুরিয়াম রাজ্যের ভিডিওগ্রাফি। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

"ভিডিও লিংক"

"ভিডিও লিংক ইউটিউব"

পোস্টের বিবরণ
বিভাগভিডিওগ্রাফি।
ডিভাইজrealme 9
বিষয়ভিডিওগ্রাফি পোস্ট:)- অ্যাকুরিয়াম রাজ্যের ভিডিওগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ভিডিওগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধুর মেয়ের জন্য অ্যাকুরিয়াম কিনতে আপনাদের বাজারে গিয়ে খুবই চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন। এধরনের অ্যাকুরিয়ামের মাছ গুলো দেখতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। বিভিন্ন কালারের হওয়াতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ সকাল সকাল এতো সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এধরনের মাছ গুলোর গাঁয়ের রং রঙিন হওয়াতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এজন্য সবাই পছন্দ করে। ভিডিও টি দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপনি ও আপনার বন্ধু মিলে গিয়েছিলেন
অ্যাকুরিয়াম রাজ্যে জেনে ভালো লাগলো। অ্যাকুরিয়াম দেখতে অনেক ভালো লাগে কারণ বিভিন্ন্ রঙের মাছ থাকে পানিতে। আর সেই পানিতে মাছগুলো ছোটাছোটি করে যখন তখন দেখতে আরো বেশি ভালো লাগে। অ্যাকুরিয়ামের ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। আপনার বন্ধুর মেয়ের জন্য ১৫০০ টাকার ভিতরে একটি অ্যাকুরিয়াম নিয়ে নিলেন জেনে ভালো লাগলো এবং তার মেয়ে নিশ্চয়ই অনেক খুশি হবে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন আপু।

Posted using SteemPro Mobile

মাছের একুরিয়াম বেশ ভালোই লাগে আমার কাছে। মাঝখানে খুব ইচ্ছে ছিল একটা একুরিয়াম কিনবো, যাইহোক এখনো কেনা হয়নি। তোমার ভিডিওগ্রাফী দেখে আবারও ইচ্ছে করছে একুরিয়াম কেনার। ভিডিওটা খুব দারুন লেগেছে আমার কাছে।
বেশ গুছিয়ে পোস্টটি উপস্থাপন করেছো।

একটা নিয়ে নেন আশাকরি ইয়ান এবং ইলমা অনেক খুশি হবে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

image.png

আপনার ইউটিউব লিংক থেকে অ্যকুরিয়াম রাজ্যের বিভিন্ন রঙের মাছের ভিডিওগ্রাফিটি দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে এ ধরনের মাছের চলাচল দেখতে বেশ ভালো লাগে। একই সাথে মাছের দৈহিক বৈশিষ্ট্যটা অনেক সুন্দর। দারুন একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

অ্যাকুরিয়াম আমারও ভীষণ পছন্দ ভাইয়া।আসলে শুধু ছোটরা নয় আমরা বড়রাও কিন্তু অ্যাকুরিয়াম মধ্যে মাছ দেখতে অনেক পছন্দ করি। আমার অনেক বছর আগে অ্যাকুরিয়াম ছিল। মাছগুলো মরে যাওয়াতে আর মাছ কেনা হয়নি। আর অ্যাকুরিয়ামও ফেলে দিয়েছিলাম। কিছুদিন আগে আমিও আপুর সাথে অ্যাকুরিয়াম দোকানে গিয়েছিলাম।একটি অ্যাকুরিয়াম কিনবো বলে। পরে আপু বলল মাছ মরে গেলে মাছের যেই দাম। চিন্তাভাবনা করে পরে কিনা হলো না। আপু কিছু ভিডিও করলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মত করে মাছগুলোর রাজ্যে হারিয়ে গিয়েছিলাম।ধন্যবাদ ভাইয়া। অ্যাকুরিয়াম রাজ্যে সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

একুরিয়াম জগতের অনেকগুলো মাছের ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মাছগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আমাদের বাড়িতেও প্রচুর একুরিয়ামের মাছ রয়েছে।

আপনি সত্যি কথা বলেছেন ছোট বাচ্চারা মাছের সাথে খেলা করতে পছন্দ করে। আপনার বন্ধু তার মেয়ের জন্য ১৫০০ টাকা দিয়ে একটি অ্যাকুরিয়াম কিনেছেন। দেখতে অনেক সুন্দর ছিল, ভিডিওগ্রাফি শেয়ার করেছেন তা দেখে বুঝতে পারলাম। সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মাছের জগত গুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে অ্যাকুরিয়ামে সাজিয়ে রাখা রংবেরঙের মাছ গুলো খুবই সুন্দর হয়। আপনি খুব সুন্দর সুন্দর মাছের দৃশ্য অ্যাকুরিয়াম থেকে ফটোগ্রাফি নিয়ে শেয়ার করলেন। সেই সাথে আপনার শেয়ার করা ভিডিওটি অনেক সুন্দর ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে পেরেছি।