কিউট খরগোশের চিত্র অংকন

in hive-129948 •  2 years ago 
সৃজনশীলতাই শক্তি
কিউট খরগোশের চিত্র অংকন
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Document 18_1.jpg
"কিউট খরগোশ"

আসসালামু-আলাইকুম/আদাব

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি। কেমন আছেন আপনারা সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সবার মাঝে হাজির হলাম। চমৎকার একটি ডাই প্রজেক্ট নিয়ে। কিউট খরগোশের চিত্র অংকন আশাকরি আপনাদের সবার কিউট খরগোশের চিত্র অংকন দেখে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • হার্ড বোর্ড
  • রং পেন্সিল
  • রাবার
"অংকন প্রক্রিয়া চলছে"
IMG_20220915_202320.jpg
কিউট খরগোশের চিত্র অংকন করার জন্য আমি সব কিছু নিয়ে অংকন করতে বসে পরলাম। এবার আমি পেন্সিল দিয়ে গোল দাগ দিয়ে দিলাম। নিচের দিকে দাগ মুছে নিয়ে আঁকা বাঁকা দাগ দিয়ে দিলাম।
"অংকন প্রক্রিয়া চলছে"
IMG_20220915_202759.jpg
এবার আমি কিউট খরগোশের কান 👂 অংকন করলাম। এখন আমি চোখ অংকন করলাম। এবার আমি কিউট খরগোশের নাক গোঁফ অংকন করলাম।
"অংকন প্রক্রিয়া চলছে"


IMG_20220915_203707.jpg
এবার আমি নিচের দিকে দুপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার আমি পেন্সিল দিয়ে মাঝখানে দাগ দিয়ে দিলাম।
"অংকন প্রক্রিয়া চলছে"
IMG_20220915_203938.jpg
কিউট খরগোশের পাশে লাভ অংকন করলাম। এবার আমি রং পেন্সিল দিয়ে রং করবো। এবার আমি গোলাপী রং পেন্সিল দিয়ে কান রং করলাম। তার পরে চোখ কালো রং পেন্সিল দিয়ে রং করলাম।
"অংকন প্রক্রিয়া চলছে"
IMG_20220915_204230.jpg
এবার আমি কিউট খরগোশের নিচের দিকে হলুদ রং পেন্সিল দিয়ে রং করলাম।
"অংকন প্রক্রিয়া চলছে"
IMG_20220915_204330.jpg
তার পরে কিউট খরগোশের পাশে লাভ এর মধ্যে লাল রং পেন্সিল দিয়ে রং করলাম।
"অংকন প্রক্রিয়া চলছে"
IMG_20220915_204352.jpg
কিউট খরগোশের চিত্র অংকন করা হয়েছে। এবার আমি আমার নামের সাক্ষর দিয়ে দিলাম।
"কিউট খরগোশ"
Document 18_1.jpg
কিউট খরগোশের চিত্র অংকন আমার ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। চেষ্টা করতেছি আপনাদের সবার মাঝে ভলো কিছু উপহার দেওয়ার জন্য। কিউট খরগোশের চিত্র অংকন আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।
ছবির বিবরণ
বিভাগডাই প্রজেক্ট
ডিভাইজVivo Y12A
বিষয়কিউট খরগোশের চিত্র অংকন
লোকেশনবাংলাদেশ 🇧🇩
অংকন@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1654188256412.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

খরগোশটা দেখতে সত্যিই খুব কিউট দেখাচ্ছে।
তোমার ভালো প্রচেষ্টাকে সবসময়ই সাধুবাদ জানাই।
এগিয়ে যাও নিজের চমৎকার কাজগুলো নিয়ে।

দোয়া করবেন। আপনার জন্য ও দোয়া রইল 🤲

খরগোশ টা কে আসলেই কিউট লাগছে দেখতে। কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। বিশেষ করে চোখ গুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু

আপনার খরগোশটি দেখতে অনেক কিউট লাগছে। খুবই সুন্দর একটি খরগোশের চিত্র অংকন করেছেন। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন আপু খরগোশটি দেখতে অনেক কিউট। ধন্যবাদ আপনাকে

আপনি খুব সুন্দর করে কিউট খরগোশের চিত্র অংকন করেছেন। অসাধারণ লাগলো আমার কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়

আপনি পেন্সিল এবং রং ব্যবহার করে খুবই দারুণ একটি খরগোশের চিত্রাংকন করেছেন। দেখে তো মনে হচ্ছে সত্যি কারের একটি খরগোশ। এই খরগোশের মুখের উপর বড় বড় করে দুটি দাঁত দিলে আরো কিউট দেখাতো। আপনি খুবই দক্ষতা এবং সময় ব্যবহার করে এটি করেছেন।