"আমার ব্লগে সবাইকে স্বাগতম" |
---|
হ্যালো বন্ধুরা 💞 আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আজকে কিছু $PUSS কিনলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম $PUSS টোকেন । দাদার চমৎকার প্রজেক্ট গুলোর মধ্যে একটি। $PUSS টোকেন অল্প কিছু দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের সকলের ভালোবাসার $PUSS টোকেন। যদিও কয়েক দিন আগে বেশ দাম ছিলো। তবে কয়েকদিন থেকে একটু $PUSS টোকেন এর দাম উঠানামা করতেছে। আশাকরি খুব তাড়াতাড়ি আবারো আগের অবস্থান থেকে আরো উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। এখন $PUSS টোকেন কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। আমি চেষ্টা করছি নিজের সাধ্যমত অল্প অল্প করে $PUSS টোকেন কেনার জন্য। আমার মতো আপনার ও যে এই কাজটি করছেন সেটা আমি জানি। $PUSS টোকেন নিয়ে আমরা সকলেই আশাবাদী। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
আজকে আমি অল্প কিছু পরিমাণ $PUSS টোকেন কেনার চেষ্টা করেছি। $PUSS টোকেন কেনার অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরবো। পলোনিক্স এ আমার কিছু স্টিম ছিলো সেগুলোকে সেল দিলে প্রথমে USDT করে নিলাম। এর পরে USDT দিয়ে 650 $PUSS টোকেন কিনে নিলাম। এভাবে অল্প অল্প করে $PUSS টোকেন কেনার মধ্যে ও চমৎকার অনুভূতি কাজ করে। $PUSS টোকেন সেল না দিয়ে হোল্ড করে রাখা উচিত। আর মাঝে মধ্যে ছোট ছোট বাই সেল করলেও খুব ভালো $PUSS টোকেন এর জন্য। যে ভাবে $PUSS টোকেন এর প্রমোশন করা হচ্ছে সব দিকে $PUSS টোকেন এর ভবিষ্যৎ উজ্জ্বল আশাকরি। অবশেষে বেশ কিছু $PUSS টোকেন এখন আমার দখলে রয়েছে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
বেশ ভালো কাজ করছেন আপনি পুস কিনে হোল্ড করে রাখলেন। পুসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হয়তো ভবিষ্যতে কাজে আসবে এভাবে যদি ছোট ছোট এমাউন্ট এর পুস কিনে হোল্ড করে রাখা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/HouqeLimon/status/1848375399266525295?t=8TEqgH4HudFHjvteTg1Kcw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব বুদ্ধিমানের কাজ করলেন ভাই। আজ পুশের দাম অনেকটাই কম ছিল। সেক্ষেত্রে কয়েন কেনার জন্য আজ খুব আদর্শ দিন ছিল। তার পরপরই আবার দাম উঠেছে। আপনি সঠিক সময়ে কিছু পরিমাণ পুস ওয়ালেটে যুক্ত করতে পেরেছেন। আমি কিছুদিন আগেই কিছু পরিমাণ নিজের ওয়ালেটেও যুক্ত করেছি। এই কয়েন আমাদের স্বপ্নের মত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি পুস কিনেছেন জেনে ভালো লাগলো। সুযোগ পেলে এভাবে সবাইকে কিনে রাখা প্রয়োজন। এখন যেহেতু বাজারের মূল্য একটু কম। তাই কিনা আমাদের জন্য সুবিধা। আপনি কিনেছেন যিনি অনেক খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুস কেনার এটাই সুবর্ণ সুযোগ। এখন তো আর শুরুর দিকের মতো একেবারে কমে যাবে না তাই সামান্য কমলেই অল্প অল্প করে কিনতে হবে৷ একেবারে সঠিক ডিশিসন নিয়েছেন ভাইয়া৷ অভিনন্দন জানাই আপনাকে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঠিক সময় কাজে লাগিয়েছেন ভাইয়া।এখনো আমাদের সময় পুস কয়েন কিনে হোল্ড করার।বুদ্ধিমানের একটি কাজ করেছেন আপনি।আসলে পুস কয়েন নিয়ে অনেক বড় চিন্তা ভাবনা। আশা করছি খুব শীঘ্রই অনেক ভালো একটি জায়গায় যাবে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া যেহেতু এখন পুস এর মার্কেট কিছুটা ডাম্প তাই যার ইচ্ছে সে তাদের সামর্থ্য অনুযায়ি পুস কিনতে পারে। কারন তা ভবিষ্যতের জন্য ভালো হবে। আর পুস এর মার্কেট ভবিষ্যতে ভালো হবেই। যেহেতু দাদা আছেন পুসের সাথে। সেই সাথে মডারেটর আপা ভাইয়ারা পুস এর প্রমোশন করে যাচ্ছেন। তাই সুযোগ এখনই পুস কেনার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কিছু $puss হোল্ড করে ভালো ই করেছেন। আমরা সবাই $puss হোল্ড করে রেখেছি।কারন আমরা জানি এর ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল। তাই সকলের উচিত পুশ সংগ্রহ করে রাখা নিজ একাউন্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$PUSS মার্কেট ডাউন আছে আর এই সুযোগটি কাজে লাগিয়ে $PUSS কিনেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আশা করছি ভালো কিছুই পাবেন। শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে কিছু $PUSS কিনেছেন দেখে ভালো লাগলো। কেননা এখন $PUSS এর দাম ডাম্প করেছেন তাই কিনে রাখলে ভালো প্রফিট করা যাবে। তাছাড়া আপনি ৩.৮ USDT দিয়ে ৬৫০ $PUSS টোকেন কিনেছেন। এই সুবর্ণ সুযোগ আপনি কাজে লাগিয়েছেন তাই আপনার জন্য শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
puss এর দাম কয়েকদিন বেশ কম আছে। এটা কেনার জন্য উপযুক্ত একটা সময় বলা যায়। দেখে ভালো লাগল আপনি puss কিনেছেন আবার। এভাবে ক্রমাগত কেনার মাধ্যমে আমাদের উচিত আমাদের হোল্ডে থাকা পুশ এর সংখ্যা বাড়ানো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা এই সময় পুস কিনে হোল্ড করে রাখতে পারবে, তারাই ভবিষ্যতে অনেক বেশি লাভবান হবে। আজ আপনি বেশ কিছু পুস কিনেছেন এটা শুনে অনেক ভালো লাগলো। অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু হবে। আপনার কাছ থেকে দেখলে অন্যরাও এটা কেনার জন্য উৎসাহিত হবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুসের দাম অনেকটাই কম তাই খুব ভালো করেছেন পুস কিনে।যার যে সামর্থ্য অনুযায়ী পুস কিনে রাখাই বুদ্ধিমানের কাজ কারণ পুসের ভবিষ্যৎ ভালো হবেই।অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit