জেনারেল রাইটিং:- শৈশবের মধুর স্মৃতি।

in hive-129948 •  last year 
জেনারেল রাইটিং:- শৈশবের মধুর স্মৃতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20231111_225211_0000.png
"ছবিটি ক্যানভা দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার শৈশবের মধুর কিছু স্মৃতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

এখন থেকে প্রায় ১২ বছর আগের কথা। আমার শৈশবে অনেক গুলো বন্ধু ছিলো। আর আমরা এসব বন্ধু মিলে সারাদিন বিভিন্ন ধরণের কাজ করে বেরিয়েছি। সেখানে থেকে আজকে আমার শৈশবের স্মৃতি শেয়ার করবো। আসলে এখন তো গাছে গাছে জলপাই ধরেছে। আর আমার আজকের লেখাটি হচ্ছে জলপাই নিয়ে। সে সময়টা ছিলো শীতকালের একটু আগে আগে। গাছে গাছে জলপাই ধরেছে। আমাদের বাসার ঠিক পাশে একটা জলপাই গাছের বাগান রয়েছে। বাগানটির মালিক খুব শয়তান টাইপের লোক। আমরা বন্ধুরা মিলে সবাই বুদ্ধি করলাম। জলপাই বাগানের জলপাই পেরে নিয়ে এসে, আমরা সবাই মিলে জলপাইয়ের আচার বানিয়ে খাবো।

এর পরে আমরা পরের দিনে একটা বড় ব্যাগ সাথে নিয়ে চলে যাই খুব সকাল সকাল জলপাই পারতে। এর পরে দুজনে গাছের মধ্যে আর আমরা বাকি সব গাছের নিচে থাকি। এর পরে জলপাই পারানো শুরু হয়। কিছুক্ষণ এর মধ্যে আমাদের জলপাই এর ব্যাগ ভরে যায়। তার পরে তো হঠাৎ করে কোন দিকে দিয়ে যেনো ঐ শয়তান লোকটি চলে আসে। এর পরে আমরা সবাই চলে আসি। তবে আমাদের সাথে যারা গাছে উঠেছিলো পরে তাদের গাছ থেকে নামতে দেরি হয়ে যায়।

এর পরে একজন কে ধরে ফেলে। যদিও তাকে লোকটি ধরে রাখতে পারে নি। কারন আমার বন্ধুটা ছিলো খুব সাহসী। তার হাত ছিটকিয়ে চলে আসে। এর পরে আমরা সবাই মিলে বাড়িতে চলে আসলাম। তার পরে জলপাই এর আচার তৈরি করার জন্য কাজ শুরু করলাম। যদিও আচার তৈরি করতে প্রায় তিন ঘন্টা লেগেছিলো। তবে শেষের দিকে আচার তৈরি হওয়ার পর আমরা সকলেই মিলে জমিয়ে খেয়েছিলাম। জলপাই এর আচার খেতে ভীষণ মজা লাগে। তার পরে আমরা সেদিন একটু রাতের বেলায় পার্টি করেছিলাম। সব বন্ধুরা মিলে। ছোট বেলায় সেই সোনালী অতিত গুলো যখন মনে পরে। তখন নিজের অজান্তেই হাসি চলে আসে। কত না দুষ্টামি করেছিলাম। শৈশবের মধুর স্মৃতি গুলো অনেক সুন্দর ছিলো।

এখন ও মাঝে মাঝে মন চায় সেই দিন গুলোতে ফিরে যেতে। আপনাদের সাথে শৈশবের মধুর স্মৃতি গুলো শেয়ার করে ভীষণ ভালো লাগলো। এই ছিলো আমার আজকের আয়োজন। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকের এধরনের শৈশবের স্মৃতি বিজড়িত রয়েছে। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ছোট বেলায় মধুর স্মৃতি গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়শৈশবের মধুর স্মৃতি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটিং@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

ঠিক এমন একটি স্মৃতি আমারও আছে ভাই তবে সেটা কাঠাল নিয়ে।আপনার পোস্ট পড়ে সেই স্মৃতি মনে পড়ে গেলো। বেশ মজার ছিল পোস্টটি। শয়তান লোকটি শিক্ষাও পেল। ধন্যবাদ ভাইয়া শৈশবের স্মৃতি পোস্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

শৈশব মুহূর্তটা ঠিক এমনই হয়ে থাকে অনেকের। দেখা যায় পাড়া গায়ে কোন কৃপণ বা শয়তান ব্যক্তির বাগান রয়েছে ঠিক তার কাছ থেকে এই সেই ফল পেড়ে খাওয়ার ইচ্ছে জাগে যখন ১০ জন বন্ধু একত্রে থাকা হয়। যাইহোক জলপাই পেড়ে এনে আচার বানিয়ে খাওয়ার অনুভূতিটা বেশ আনন্দদায়ক ছিল দেখছি।

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে।

হাহাহা! একটুর জন্য বেচেঁ গেল আপনার বন্ধু দেখছি। ধরাি পরে গিয়েছিল প্রায়। ছোটবেলার এমন স্মৃতিগুলো আসলে চাইলেই ভুলা যায় না। ভালো লাগলো ভাইয়া আপনার শৈশবের স্মৃতিটা পড়ে 🦋

টিক বলেছেন ভাই এসব ভোলা যায় না। ধন্যবাদ সবাইকে।

প্রতিটা মানুষের জীবনে শৈশবকাল হলো শ্রেষ্ঠ মুহূর্ত। শৈশবের স্মৃতিগুলো মানুষের সবসময় মনে থাকবে। ওইসব স্মৃতিগুলো ভোলা খুবই কঠিন। ভাই আপনি জলপাই পেড়ে নিয়ে এসে আচার বানিয়ে খেয়েছেন। কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে তাদের কাছ থেকে এভাবে পেরে এনে খাওয়া উচিত। এমন ঘটনা আমরা অনেক ঘটিয়েছি ভাই। পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সবাইকে ভাইয়া।

আপনারা দেখছি শয়তান লোকটির চেয়েও শয়তান ছিলেন। তা না হলে শয়তান লোকটির হাত থেকে আপনার বন্ধুরা বাঁচতে পারত না। সত্যি ভাইয়া শৈশবের স্মৃতি অনেক মধুর হয়। আর শৈশবের কথা মনে পড়লে শুধু হাসি পায়। আসলে চাইলেই তো শৈশবে ফিরে যাওয়া সম্ভব হয় না। ধন্যবাদ ভাই আপনার শৈশবের অনুভূতিগুলো করে অনেক ভালো লাগলো।

আপনার শেয়ার করা মজার গল্প টি পড়ে বেশ ভাল লাগলো। কারণ ছোট কালের ঘটনা গুলো বেশ মজার হয়। তবে জলপাইর আচার খাওয়ার ঘটনাটি বেশ মজার ছিল। যাক সবাই মিলে বেশ মজার খাবার খেলেন। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য।

আসলে শৈশবে কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো ভোলার মত নয়। আর শৈশবে চুরি করে এটা ওটা খাওয়ার স্মৃতি আমার মনে হয় প্রায় অনেকের একটু না একটু হলেও আছে। যদিও বা চুরি করা কখনোই ভালো না সেটা শৈশব কিংবা অন্য কোন বয়সে। যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার শৈশবের কিছু স্মৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।