১৫বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ
২৮এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
০৫শাওয়াল, ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
বসন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
জীবনে সফল এবং সুখী হতে হলে অনেকটা বন্ধুর 📈 পথ পাড়ি দিতে হয়। কখনো বা খেয়ে না খেয়ে জীবনের সাথে সংগ্রাম করে সময় পার করতে হয়। দৈনন্দিন কাজে দৈনন্দিন সময়ে আমরা সবাই কত সমস্যার সম্মুখীন না হয়ে থাকি। আমরা কেউ এই সমস্যার মোকাবেলা করি আবার কেউবা হাল ছেড়ে দিয়ে অন্য পথ দিয়ে চলতে শুরু করি। আজ আমি আপনাদের মাঝে জীবনকে বদলানো এবং সুখের কিছুটা আভাস পেতে দুটি গল্প শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
সমস্যাকে ঝেড়ে ফেলুন
এক ব্যক্তির এক প্রিয় গাধা ছিল সে যেখানে যেত পথ চলার জন্য সেখানেই তার সাথে নিয়ে যেত। হঠাৎ একদিন দূর্গন্তব্য স্থানে যাবে বলে সকাল সকাল রওনা হলো। পথিমধ্যে হঠাৎ করে গাধাঁটি খাদে পড়ে মাটিতে আটকে গেল। লোকটি অনেক চেষ্টা করতে থাকলো গাধাটিকে উঠানোর জন্য। অবশেষে যখন লোকটি বুঝতে পারল নাহ্ গাধাটিকে এর মধ্যে থেকে টেনে তোলা সম্ভব হবে না। আর এভাবে থাকলে গাধাটিরও অনেক কষ্ট হবে। তখন লোকটি সিদ্ধান্ত নিল তাকে জীবন্ত মাটিতে পুঁতে রাখবে। তখন সে উপর থেকে গাধাটার উপরে মাটি ফেলতে শুরু করলো। যখনই গাধার গায়ের উপরে মাটি পড়ছিল তখনই সে গা ঝারা দিয়ে মাটিটি পায়ের নিচে নিয়ে নিয়েছিল। এভাবে লোকটি উপর থেকে মাটি ফেলতে লাগলো এবং গাধাটি গা ঝারা দিয়ে মাটিটি নিচে ফেলে মাটির উপর পা দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করল। এভাবে গা থেকে মাটি ঝেড়ে পায়ের নিচে ফেলতে ফেলতে এক সময় সে উপরে উঠে আসলো। এবং দুপুর বেলার মধ্যে সে সবুজ গালিচায় ঘোরাফেরা করতে লাগলো এবং সবুজ ঘাস খেতে শুরু করলো।
আমরা যেটাকে অনেক কঠিন সমস্যা মনে করছি, এখন এই ছোট ছোট সমস্যাগুলো যদি আমরা একে একে গা থেকে ঝেড়ে ফেলতে শুরু করি তাহলে দেখবেন আপনার আমার মত সুখী মানুষ আর কেউ নেই। আমরা যদি ভয় না পেয়ে সমস্যাগুলো গা থেকে ঝেড়ে ফেলে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি তাহলে, একসময় গাধাটার মত আমরাও মুক্তি পাব ।এবং ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারবো।
আলু ডিম ও কফি দানা
একদিন এক বাবুরচির মেয়ে তার কাছে এসে অভিযোগ করল যে, তার জীবনটা খুবই অসহনীয়। এমন পরিস্থিতিতে কিভাবে জীবনে বেঁচে থাকা যায় বা টিকে থাকা যায় এটা তার অজানা। বাবুর্চি কিছু সময় ভেবে তার মেয়েকে নিয়ে রান্নাঘরে গেলেন। এবং তিনটি চুলায় তিনটি পাতিল বসিয়ে তাতে পানি দিয়ে উচ্চ তাপমাত্রায় জ্বালাতে থাকলেন। এর মধ্যে একটি পাত্রে ডিম একটি পাত্রে আলু এবং অন্য একটি পাত্রে কফি দানা দিয়ে দিলেন। কয়েক মিনিট পর তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন দেখো পাত্রগুলোতে কি রয়েছে। মেয়েটি বলল ডিম আলু এবং কফি দানা। তিনি বললেন দেখো ডিম আলু এবং কফি দানা প্রত্যেকটি বস্তুকেই কিন্তু আমি একই তাপমাত্রায় উত্তপ্ত করেছি। এখন দেখো আলু প্রথমে ছিল শক্ত এখন তা নরম হয়ে গিয়েছে। ডিম প্রথমে ছিল খুবই লাজুক এবং নরম এখন কিন্তু সে শক্ত হয়ে গিয়েছে। এবং কফি দানা প্রথমে ছিল একরকম এখন কিন্তু সে পানির সাথে মিশে অন্য একটি রূপ ধারণ করেছে। সে কিন্তু নিজের দ্বারা পানিকেই বদলিয়ে ফেলেছে । প্রতিকূল সময় যখন আসে তুমি বলো তখন, তাকে তুমি কিভাবে সামলাবে। তুমি কোনটার ভূমিকা পালন করবে আলু ডিম না কফি দানা???
পরিবেশ এবং সময় কখনোই আমাদের সাথে মানিয়ে চলেনা। বরং সময় এবং পরিবেশের সাথে আমাদেরই মানিয়ে চলতে হয়। খারাপ সময় জীবনে আসে এর মানে এই নয় যে আমি শেষ। এখান থেকেই শিক্ষা নিয়ে আমাকে ঘুরে দাঁড়াতে হবে এবং গা থেকে সমস্যাগুলো ঝেড়ে ফেলে সমাধান খুঁজতে হবে। খারাপ সময় ভালো সময় জীবনে সবারই থাকে। খারাপ সময় জীবনে আসলে সেটাকে কিভাবে মানিয়ে নিতে হবে সেটি ব্যক্তির উপর নির্ভর করে। তো বন্ধুরা আপনারা নিজেই ভেবে দেখুন আপনি কোনটা???
শেষ কথা হল বুকে সাহস রাখতে হবে। নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে হবে। সময় এবং পরিবেশ কখনোই কারোর অনুকূলে থাকে না সেটা করে নিতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। ভয়কে জয় করতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে। জীবনে থাকা সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এবং একটা একটা করে সমাধান করতে হবে। তাহলে জীবনে সোনালী সময় আসবে ইনশাল্লাহ।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাধার গল্পটা আগেও শুনেছি। ঠিকই বলেছেন ভাইয়া জীবনে এরকম সমস্যাগুলো গা ছাড়া দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তাছাড়া ডিম কফি এবং আলুর উদাহরণটাও খুব সুন্দর ভাবে জীবনের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। আসলে জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এভাবেই। আমাদেরকে বেছে নিতে হবে কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় । বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমস্যা যত তোমারই হোক না কেন সমাধানের চেষ্টা করতে হবে ভয় পেলে চলবে না তাহলে দেখবেন জীবনটা সাজানো গোছানো রয়েছে ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলু, ডিম ও কফি দানার উদাহরণ দিয়ে একজন বাবা তার মেয়েকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিয়েছেন। আসলে জীবন একেক সময় একেক রূপ ধারণ করে। হয়তো পরিস্থিতি অনেক কিছু করতে বাধ্য করে। কিংবা পরিস্থিতি অনেক কিছু শিক্ষা দান করে। ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবনটা বহুরূপী প্রায় সর্বক্ষণই একটা নয় একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এগুলোকে ভয় না পেয়ে সমাধানের চেষ্টা করতে হবে তাহলেই জীবন রঙিন হবে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে খুব ভাল লাগলো। বিপদ, সমস্যা আসবেই আমাদেরকে শক্ত হাতে এর থেকে বাঁচতে হবে।এক মেয়েকে তার বাবা আলু,ডিম ও কফি দিয়ে খুব সুন্দর ভাবে ই বোঝালেন।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি সুন্দর উদাহরণের মাধ্যমে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit