০৮আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ
২২জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
০৩জিলহজ, ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
বর্ষাকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
বিশ্বাস সে তো কঠিন জিনিস!! একবার ভাঙলে আর জোড়া লাগানো যায় না। ভাঙ্গা কাঁচ আপনি যতই জোড়া লাগান স্পট কিন্তু থেকেই যাবে। বিশ্বাসটা ঠিক তেমনি! ভেঙে গেলে যতই আপনি জোড়া লাগাতে চান কখনোই পরিপূর্ণতা পাবে না। ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাসটা সবথেকে মূল্যবান। বিশ্বাস আছে তো ভালোবাসা আছে। বিশ্বাস নেই তো ভালোবাসা মূল্যহীন। বিশ্বাস করে যাকে ভালোবাসা যায় সে যদি একবার বিশ্বাস ভেঙে দূরে যায় মেনে নিতে অনেক কষ্ট হয়। যদি পরবর্তীতে আবার ফিরে আসে তবুও কিন্তু আগের মতো ভালোবাসা আর বিশ্বাস কখনোই থাকে না। দিন যত যায় অভিযোগ আর অবিশ্বাসের পাল্লাটা ভারী হতে থাকে। কষ্ট সে তো আগেই হজম হয়ে গিয়েছে। শুধু পাতা উল্টিয়ে দেখতে থাকে। অনেক কথা বলে ফেললাম। আজ আমার কবিতার মাঝে তেমনি কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
এ কেমন ভ্রান্তি
এ কেমন বিরূপ ভ্রান্তি আমার !
তোমার তরে বিশ্বাস নেই আগের মতো!
কাছে এলে মনে হয় দূরে সরে আছো, বহুদূরে,
দূরত্বের পরিধি ক্রমশই বাড়ছে আকাশ সমান।
তুমি এলে মনে হয় অন্যরকম বিষাক্ত হাওয়া,
তুমি এলে আসে আকাশে বর্যপাতের ঘ্রান।
হাত রাখলেই মনে হয় অস্পর্শহীন করতল,
মায়া স্নেহ- পলাতক দারুন রুক্ষ স্পর্শ।
নয়ন ফিরালে মনে হয় বিপরীতে চেয়ে আছো,
ফিরে যাচ্ছে নগ্ন পায়ে বিষাদ- বরই ক্লান্ত,
ঠিক ছায়ার মতো, ছায়া থেকে প্রতিচ্ছায়া।
এলে মনে হয় তুমি কোনদিন আসনি.
কুশল শুধালে মনে হয় তুমি শুনোনী,
পাশে বসলেও মনে হয় তুমি নেই।
কপাট খুল্লেই মনে হয় তুমি আসোনি।
আসবে বললে মনে হয় অগ্রিম ঝড় হাওয়া,
আবহাওয়া সংকেত, নিম্নচাপ, উত্তাল পদ্মা,
এলে মনে হয় তুমি কোনদিন আসনি।
আবার চলে গেলে মনে হয় তুমি এসেছিলে!!
চলে গেলে মনে হয় তুমি আছো অন্ধকার ভূবনে!
চলে গেলে মনে হয় থেমেছে ঝড়!
চলে গেলে বুঝিনা কেমন আছি!!
না ভালো না মন্দ।
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness
OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
তোমার তরে বিশ্বাস নেই আগের মতো!
কাছে এলে মনে হয় দূরে সরে আছো, বহুদূরে,
দূরত্বের পরিধি ক্রমশই বাড়ছে আকাশ সমান।
তুমি এলে মনে হয় অন্যরকম বিষাক্ত হাওয়া,
তুমি এলে আসে আকাশে বর্যপাতের ঘ্রান।
হাত রাখলেই মনে হয় অস্পর্শহীন করতল,
মায়া স্নেহ- পলাতক দারুন রুক্ষ স্পর্শ।
নয়ন ফিরালে মনে হয় বিপরীতে চেয়ে আছো,
ফিরে যাচ্ছে নগ্ন পায়ে বিষাদ- বরই ক্লান্ত,
ঠিক ছায়ার মতো, ছায়া থেকে প্রতিচ্ছায়া।
এলে মনে হয় তুমি কোনদিন আসনি.
কুশল শুধালে মনে হয় তুমি শুনোনী,
পাশে বসলেও মনে হয় তুমি নেই।
কপাট খুল্লেই মনে হয় তুমি আসোনি।
আসবে বললে মনে হয় অগ্রিম ঝড় হাওয়া,
আবহাওয়া সংকেত, নিম্নচাপ, উত্তাল পদ্মা,
এলে মনে হয় তুমি কোনদিন আসনি।
আবার চলে গেলে মনে হয় তুমি এসেছিলে!!
চলে গেলে মনে হয় তুমি আছো অন্ধকার ভূবনে!
চলে গেলে মনে হয় থেমেছে ঝড়!
চলে গেলে বুঝিনা কেমন আছি!!
না ভালো না মন্দ।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই একেবারে বাস্তব কথা একবার কারো প্রতি বিশ্বাস ভেঙ্গে গেলে শত চেষ্টা করেও পুরোপুরি বিশ্বাস আনা যায় না। ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাসের যেমন জরুরি তেমনি একে অপরের প্রতি শ্রদ্ধাও দরকার। তাহলেই ভালোবাসা ভালো থাকে। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি।
ধন্যবাদ আপু মন্তব্য করে সাথে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথাই বলেছেন আপনি বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একবার কাউকে বিশ্বাস করলে সে যদি বিশ্বাস ভেঙে দেয় তখন আর তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না। সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস না থাকলে কোন সম্পর্কই টিকে থাকে না। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো তাছাড়া কবিতাটি পড়েও খুবই ভালো লেগেছে। অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ।
যদি একে অপরের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সেখানে ভালোবাসা ও থাকেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর করে কিছু গোছালো কথা আমাদের মাঝে শেয়ার করলেন। বিশ্বাস হলো কাচেঁর মত। একবার ভেঙ্গে গেলে আর জোড়া লাগানো যায় না। যতই চেষ্টা করা হউক না কেউ যদি একবার অবিশ্বাসী হয়ে উঠে তা হলে আর তার প্রতি বিশ্বাস আসে না। ভাইয়া অবিশ্বাস নিয়ে আজকে আপনার স্ব-রচিত কবিতাটি কিন্তু বেশ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু প্রতিনিয়ত সুন্দর মন্তব্যের মাধ্যমে সাথে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার শিরোনামটা কিন্তু চমৎকার দিয়েছেন ভাইয়া, এ কেমন ভ্রান্তি। আর এ কবিতার সুত্র ধরে বলতে হয় যে বিশ্বাস হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হতে পারে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে অথবা চলার পথে। আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ্বাস একটি মূল্যবান জিনিস এর মাধ্যমে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। কিন্তু যদি একবার ক্ষুন্ন হয়ে যায় তাহলে কিন্তু আর জোড়া লাগানো সম্ভব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit