বাংলা কবিতা কাগজের নৌকা 🚣‍♂️❤️১০%লাজুক শিয়ালকে❤️

in hive-129948 •  3 years ago 

৩ বৈশাখ , ১৪২৯ বঙ্গাব্দ

১৬ এপ্রিল , ২০২১ খ্রিস্টাব্দ
১৪রমজান, ১৪৪৩ হিজরী
শনিবার ।
****


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


paper-boat-2270314__480.webp

Source


কেউ ভালোবাসে টাইম পাস করার জন্য। কেউ বা মজা নেয়। আমার সাথে হয়তো তুমি এটাই করেছো । হয়তো তুমি অন্য কারোর আকাশে আজ মায়াবী জোসনা হয়ে জ্বলছ। আর আমার ভালোবাসাটা কাগজের নৌকার মতই অল্পদিনেই ভেসে গেল মিশে গেল পানিতে।
প্রতি সপ্তাহে একটি কবিতা পোস্ট করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে একটি কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও কবিতাটি আমার জীবন থেকেই লেখা। আশা করছি আপনাদের ভালো লাগবে।


কাগজের নৌকা

আমি তো আমার দেয়া

সব কথা রেখে গেছি
তুমিই পারোনি কথা রাখতে...
ভুলবে না বলেও তো সহজেই গেছো ভুলে,
আমিই পারিনি ভুলে থাকতে😅

আমাদের বানানো যে কাগজের নৌকাটা
ফেলে গেছে সেই অতীতেই...
আমি তাকে ফুলে ফুলে
স্মৃতি দিয়ে পাল তুলে
সাজিয়েছি নিজের হাতেই...
আজ এই সবকিছু হয়তো বদলে যেত..
একবার যদি পিছু ডাকতে..
তুমি পারোনি কথা রাখতে..

আফসোস হয় বড় আফসোস হয়
বুকের নোঙর ছিরে
হাজার ঢেউয়ের ভিড়ে
কত কি যে ভেসে যায়
সময় অসময়..
বড় আফসোস হয়

এত যে গল্প লেখ
সারাদিন সারারাত
কতটা সত্য থাকে তাতে??
স্বপ্নের মতো করে
হঠাৎ ঘুমের ঘোরে
মুছে দেয় সুপ্রভাতে..
কিছু কিছু গল্প হয়তো সত্যি হতো
যদি আজীবন পাশে থাকতে..
তুমিই পারোনি কথা রাখতে..



ডিভাইসঃ Redmi Note 5


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই চমৎকার একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

কবিতাটি আপনার কাছে চমৎকার লেগেছে সত্যি অনেক খুশি হলাম সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন

ভাইয়া আজকে আপনি আমার সাথে একটি বাংলা কবিতা শেয়ার করেছেন। আর আপনার কবিতার নাম ছিল খুবই সুন্দর "কাগজের নৌকা" আমার কাছে কিন্তু বেশ ভাল লেগেছে আপনার কবিতাটি। ধন্যবাদ কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার লেখা বাংলা কবিতা টি আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন

কেউ ভালোবাসে টাইম পাস করার জন্য। কেউ বা মজা নেয়। আমার সাথে হয়তো তুমি এটাই করেছো

ঠিক বলেছেন ভাই। যে চলে গেছে যেতে দেন তার কথা ভেবে মন খারাপ করার কোনো মানে হয় না। কবিতা টা দারুণ লিখেছেন ভাই। প্রতিটা লাইনে যেন আপনার অভিমান দুঃখ প্রকাশ পেয়েছে। দারুণ হয়েছে ভাই।

চেষ্টা করেছি ফেলে আসা দিনগুলোর মনের ক্ষোভ এই কবিতার মাধ্যমে প্রকাশ করেন আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ভাল থাকবেন সুস্থ থাকবেন

বেশ সুন্দর নাম তো।কবিতার নামের সাথে কবিতার মিল আছে।সুন্দর হয়েছে।

বুকের নোঙর ছিরে
হাজার ঢেউয়ের ভিড়ে
কত কি যে ভেসে যায়
সময় অসময়..
বড় আফসোস হয়

সুন্দর লাইনগুলো।ধন্যবাদ

বুকের পিঞ্জিরা ছেড়ে চলে গেছে অনেক দূরে অনেকদিন পরে মনে হলো তাকে নিয়ে কিছু একটা বলার তাই তো লিখে ফেললাম কবিতাটা ভালো লেগেছে আপনারা জেনে অনেক খুশী হলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন

ভাই আপনার জন্যে এখন আর সাজেস্ট থাকবে অর্থহীন ব্যান্ড এর নিকৃষ্ট অ্যালবাম এর গান গুলো শোনার😁।

যাইহোক মানুষ বদলায় এটাই বাস্তবতা, যে যাওয়ার সে যাবে আর যে থাকার সে থাকবে। আপনার দুঃখটা বুঝতে পারছি। খুব সুন্দর লিখেছেন কবিতাটি।

ঠিকই বলেছেন ভাইয়া যে যাবার সে তো চলে গেছে ওটা নিয়ে আর দুঃখ করার কি আছে তারপরও মাঝে মাঝে মনের গহীন থেকে কি যেন নাড়া দিয়ে ওঠে শূন্যতা হয়ে যায়

ভাইয়া আপনি তো খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি বাস্তবতার সাথে অনেকটাই মিল। খুব সুন্দর করে গুছিয়ে আপনি কবিতাটি উপস্থাপনা করেছেন। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মাঝে মাঝে নিজেকে নিয়ে অথবা পারিপার্শ্বিক কোন কিছু নিয়ে কবিতা লেখার চেষ্টা করে আজকের কবিতাটি সম্পন্ন আমার নিজেকে নিয়ে লেখা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন

  ·  3 years ago (edited)

আরে ভাই আপনি তো খুব সুন্দর ভাবে কবিতা লিখতে পারেন। আপনার কবিতাটি পড়ে আমি খুব মুগ্ধ হলাম‌‌। আপনি খুব সুন্দর ভাবে মনের গভীর থেকে কবিতার লাইনগুলো লিখেছেন‌ দুর্দান্ত হয়েছে ‌‌

আফসোস হয় বড় আফসোস হয়
বুকের নোঙর ছিরে
হাজার ঢেউয়ের ভিড়ে
কত কি যে ভেসে যায়
সময় অসময়..
বড় আফসোস হয়

এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

নিজেকে নিয়ে লেখার চেষ্টা করেছি কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন

image.png

আফসোস হয় বড় আফসোস হয়
বুকের নোঙর ছিরে
হাজার ঢেউয়ের ভিড়ে
কত কি যে ভেসে যায়
সময় অসময়..
বড় আফসোস হয়

অনেক ভালো লাগলো আপনার কবিতাটি। কবিতার প্রতিটি ভাষা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

যে যাবার সে তো চলে গেছে আফসোস করে আর কি হবে সুন্দর মন্তব্য করেছেন আপনি এজন্য আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা রইল

যোগ্যতা মোর কিছুই নেই প্রিয়
তোমায় পাবনা তাই।
নিয়তির কছে বন্ধুগো
আমি চিরদিন অসহায়
মিথ্যে আশায় বাঁধিয়াছি বুক
বিধি বাম মোর তুমিও বিমুখ
তাই নয়ন জ্বলে সাগর
বানিয়ে কাঁদি তাঁর কিনারায়
সে সাগর তীরে হতাশার ঢেউ আছড়ি মরে
ক্ষত এ হিয়ার বেদনার লোহু
মেঘ হয়ে বুকে ঝড়ে
আমি শ্যাম জেন
তুমি নও রাধা
মিছে হল তাই চিরদিন কাঁদা
ভুলবনা তবু যায়না ভোলা
শত কোটি যাতনায় ।
অজানাই স্পৃহা বুকে
কাছে চাই তোমায়।
ব্যাকুল হৃদয়, প্রতীক্ষিত মন।
অপেক্ষা আর কতকাল।

অনেক ভাল লেগেছে লাইনগুলো। ভালই কবিতা লেখেন আপনি। চালিয়ে যান ভাই। ভালবাসা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কবিতাটির না পড়ে সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দিয়েছেন ভবিষ্যতে সুন্দর মন্তব্য করার

আপনি অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। মাঝে মাঝে এরকম কবিতা করতে খুবই ভালো লাগে আর আপনি আমাদের মাঝে মাঝে মাঝে এরকম ইউনিক ধরনের কবিতায় শেয়ার করে থাকেন। যাইহোক আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম সুন্দর কবিতা আশা করব। শুভকামনা রইল আপনার জন্য

আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর উৎসাহমূলক মন্তব্য পেয়ে কবিতা লেখার প্রতি আরও অনেক উৎসাহ পাই আমি ধন্যবাদ সুন্দর উচ্চমূল্য মন্তব্য করার জন্য

বুকের নোঙর ছিরে
হাজার ঢেউয়ের ভিড়ে
কত কি যে ভেসে যায়
সময় অসময়..

লাইন গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে।

কবিতার এই লাইন গুলো আপনার ভাল লেগেছে জেনে সত্যিই অনেক খুশি হলাম চেষ্টা করি ভালো কবিতা আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাদের

আপনাকেও স্বাগতম ভাইজান 💚

আপনার লেখা কবিতাটা খুবই সুন্দর ছিল।। প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে লিখেছেন যা পড়তে ভালো লাগলো।। শুভকামনা রইল আপনার জন্য।।

ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

অনেক অনেক সুন্দর ও আবেগময় একটা কবিতা লেখেছেন।আমার ভীষণ ভালো লেগেছে।আশা করি এরকম আরো সুন্দর সুন্দর কবিতা শুনতে পাবো।

মনের আবেগ এবং মাধুরী মিশিয়ে কবিতাটি লেখার চেষ্টা করেছিলাম আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন

কেউ কথা রাখে না। বাস্তবতা বড়ই নিষ্টুর ভূমিকায় মাঝে মাঝে। কবিতা ভাল বুঝি না তবে চেষ্টা তো থাকবেই বোঝার। ভাল ছিল লাইন গুলো

এত যে গল্প লেখ
সারাদিন সারারাত
কতটা সত্য থাকে তাতে??
স্বপ্নের মতো করে
হঠাৎ ঘুমের ঘোরে
মুছে দেয় সুপ্রভাতে..
কিছু কিছু গল্প হয়তো সত্যি হতো
যদি আজীবন পাশে থাকতে..
তুমিই পারোনি কথা রাখতে..

ভাল থাকবেন । নতুন কোন কবিতার অপেক্ষায় রইলাম।

কলকাতা ঠিক বলেছেন ভাইয়া কেউ কথা রাখে না সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত স্বার্থের টানে সবাই দূরে চলে যায় তবুও বুকের মাঝে শূন্যতা রয়ে যায় ক্ষত হয়ে

আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার এই লাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

আমাদের বানানো যে কাগজের নৌকাটা
ফেলে গেছে সেই অতীতেই.

এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।