ধান ক্ষেত পর্যবেক্ষণ ও ফটোগ্রাফি 📸📸

in hive-129948 •  2 years ago 

২৯কার্তিক , ১৪২৯ বঙ্গাব্দ

১৪নভেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
১৯রবিউস সানি , ১৪৪৩ হিজরী
সোমবার ❤️❤️♥️
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1668400735918.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের পোস্ট শুরু করছি। মৌসুম পরিবর্তনের সময় আবহাওয়াটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে ।যার কারণে বিভিন্ন রোগ বালাইয়ের দেখা মিলছে ।বিশেষ করে ঠান্ডা জ্বর বেশি। বেশ কিছুদিন ধরে আমি ঠান্ডা জ্বর এবং মাথা ব্যথায় খুব করে অসুস্থ। যার কারণে অফিস করতে একদমই সম্ভব হচ্ছিল না। এজন্য অফিস থেকে ছুটি নিয়ে কয়েক দিনের জন্য গ্রামের বাড়িতে এসেছি। কুষ্টিয়ায় এসে বুঝতে পারলাম গাজীপুরে ঠান্ডার পরিমাণ টা একটু বেশি। এমনিতে পৃথিবীর বৈশ্বিক অবস্থা মন্দা তার উপরে করোনাভাইরাসের থাবা যুদ্ধবিগ্রহ সব মিলিয়ে মনে হয় আজ যেন পৃথিবীটা ভালো নেই। আসলে সব মিলিয়ে পৃথিবী যদি ভালো না থাকে তাহলে আমরাই বা ভালো থাকি কি করে ।কোনো না কোনো সমস্যার সম্মুখীন প্রতিনিয়তই করতে হচ্ছে। থাক সেসব কথা আজ আপনাদের মাঝে তুলে ধরবো কিছু ধানক্ষেতের আলোকচিত্র যেটি আমি গ্রামের বাড়িতে এসে মাঠ ঘুরে ক্যামেরাবন্দি করেছি।।


IMG_20221114_103456.jpg

IMG_20221114_103141.jpg

সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়ায় ঘেরা পাখি ডাকা আমাদের এই বাংলাদেশ। রূপবয়চিত্র্যে চারিদিকে ঘেরা অঞ্চলের সবুজের শুমারোহ। জালের মতো সরিয়ে রয়েছে খাল বিল নদী নালা। আর ভারসাম্য রক্ষা করার জন্য রয়েছে পাহাড়।। এজন্যই তো কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। চাকরির সুবাদে শহরে থাকা হয় কিন্তু মনটা পড়ে থাকে গ্রামে। গ্রামের মুক্ত হাওয়া বাতাস বিশুদ্ধ অক্সিজেন কোলাহলমুক্ত পরিবেশ। নেই কোন কার্বন-ডাই-অক্সাইডের ধোঁয়া নেই যানজটের ঝামেলা এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ পেতে হলে আপনাকে গ্রামেই থাকতে হবে। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি এজন্য গ্রামের প্রতি একটি আলাদা ভালোবাসা কাজ করে। শহরের ইট পাথর আর কমপ্লিটের বিল্ডিং গুলো যেন বড়ই নিষ্ঠুর। যেখানে শুধু কাজ আর কাজ সকালে উঠে অফিস রাতে এসে ঘুম আবার সকালে অফিস। যার কারণে আমার মনে হচ্ছিল আমি আসলে অস্বস্তিতে ভুগছি। এজন্যই তো চলে আসলাম কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে একটু ঘুরে ফিরে তারপরে আবার যাবো।

IMG_20221114_103433.jpg

IMG_20221114_103409.jpg

বিশ্ব বাজার পরিস্থিতি খুবই খারাপ। প্রত্যেকটা রাষ্ট্রের বিশ্লেষক রায় বলতেছে ২৩-২৪ সালে নাকি খাদ্যের খুব অভাব পড়বে।। এজন্য অগ্রিমভাবেই সরকারিভাবে সবাইকে সতর্কতা অবলম্বন করে খাদ্য মজুদের কথা বলা হচ্ছে।। জিনিসপাতির ঊর্ধ্বগতি। ইনকামের পরিমাণটা সীমিত। যার কারণে আমরা চাইলেই সব সময় ভালো থাকতে ভালো খেতে ভালো পড়তে পারছি না।।

IMG_20221114_103433.jpg

IMG_20221114_103239.jpg

বাড়ি এসে ভাবলাম মাঠ থেকে একটু আমাদের জমিগুলা পর্যবেক্ষণ করে আসি। এইতো শীত চলে এসেছে আর কিছুদিন পরে গ্রামে চলবে শীতের পিঠার ধুম। নতুন ধান ঘরে ওঠার আনন্দ কৃষকের মুখে হাসি কৃষকের ব্যস্ততা বেড়ে যাবে আর কয়েক দিনের মধ্যেই। উপরের ফটোগ্রাফিতে আপনারা যে ধান ক্ষেতের দৃশ্য দেখতে পাচ্ছেন এটা আমাদের জমি থেকেই করা। ধান প্রায়ই পেকে গেছে হয়তো আর চার পাঁচ দিনের মধ্যে কাটা যাবে। গ্রামে এসে দেখছি কৃষকের মধ্যে অনেক দুশ্চিন্তা রয়েছে। কেননা আগের থেকে ফসল ভোলাতে এখন অনেক টাকা ব্যয় বেশি হচ্ছে। সার কীটনাশক সবকিছুর দাম বেড়ে গেছে। আগে একজন জনের দাম ছিল ৩০০ টাকা বর্তমানে ৫০০ টাকা।

IMG_20221114_103348.jpg

IMG_20221114_103258.jpg

IMG_20221114_103217.jpg

কাঁচা পাকা ধানের ক্ষেত দিয়ে যখন হেঁটে চলছিলাম ধানের সুগন্ধে যেন মনটা ভরে যাচ্ছিল। মনে মনে কল্পনা করতেছিলাম এমন সুগন্ধ এমন মনোরম পরিবেশ আর এমন দৃশ্য কত দিনে না উপভোগ করা হয় না। তাইতো অনেকটা সময় এদিক সেদিক মাঠের মধ্যে ঘোরাফেরা করলাম এবং ফটোগ্রাফি গুলা করলাম। আপনিও যদি বিকেল বেলায় এরকম একটি ক্ষেতের মাঝ দিয়ে হাঁটেন দেখবেন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে।।

IMG_20221114_103326.jpg

এই ছবিটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দুইটা জমির ধানের দৃশ্য একটি পাকা এবং একটি কাঁচা।। মোবাইল ফটোগ্রাফি তে দৃশ্যটি অনেক সুন্দর দেখাচ্ছে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি ভালো লাগবে।।


ধাপ

IMG_20221114_143427.jpg

IMG_20221114_143346.jpg

IMG_20221114_143318.jpg

IMG_20221114_143256.jpg

আসলে আমরা যদি সৃষ্টিকর্তার অশেষ কৃপার দিকে তাকায় তাহলে তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।। একটা ধান বীজ থেকে একটা গাছ তারপরে এক সোফা তারপরে একটা ফালি সেখানে আবার শত শত ধান।। এক কথায় তার নিয়ামত দ্বারা আমাদের জীবন পরিপূর্ণ।। বৃষ্টির পানিতে জন্মানো এই ধান গুলা ফলন অনেক বেশি হয়ে থাকে।। যাহোক এই ছিল আজ আমার ধানকে ভ্রমণের কিছু আলোকচিত্র এবং মনের মধ্যে আনাগোনা করা কিছু কথা।। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।

লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ধানক্ষেতের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধান আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে খুবই প্রয়োজন। কেননা ধান থেকে আমরা চাউল তৈরি করে আমাদের জীবিকা নির্ভর করে। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার চোখে ধাঁধা লেগে গিয়েছে ভাই। আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি পরবর্তীতে আশা করছি ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

ধান ক্ষেত থেকে নেওয়া প্রত্যেকটা মোবাইল ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।আসলে চেষ্টা করি সব সময়ই ভালো কোন কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে সবসময় সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।।

আবহাওয়া পরিবর্তনের জন্য অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।আমি ও আমার ছেলে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম।যাই হোক যে কোন কারনেই হোক না কেন মাঝে মাঝে অফিস ছুটি নিতে ভালোই লাগে।আসলেই আমাদের পৃথিবীটা ভালো নেই। কবে যে বিশ্বটা ঠিক হবে কে জানে।যাই হোক পাকা ধান ক্ষেএের ছবিগুলো দেখতে ভালোই লাগছে,সামনাসামনি নিশ্চয়ই দেখতে আরো ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন আপনি আসলে পৃথিবীটা এখন ভালো নেই চারিদিকে শুধু খুন গুম হত্যাযোগ্য আর যুদ্ধ বিদ্রোহে ভরপুর।। কোন দিন যে শান্তি আসবে পৃথিবীতে সেই আশাতেই রয়েছে।।

আবহাওয়া পরিবর্তনের কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। আপনি ছুটি নিয়ে গ্রামের বাসায় গিয়েছেন জেনে ভালো লাগলো। গ্রামীণ পরিবেশে হয়তো আপনার ভালো লাগবে। আসলে ফসলের মাঠ দেখলে কেন জানি হৃদয় জুড়িয়ে যায়। মনে হয় যেন সেই অজানার মাঝে হারিয়ে যাই। আর ফটোগ্রাফি গুলা এত সুন্দর ভাবে করেছেন দেখে দারুন লাগলো।

গ্রামের পরিবেশ প্রতিনিয়তই আমার কাছে অনেক ভালো লাগে যেখানেই থাকি না কেন বারবার ফিরে আসতে মন চায় গ্রাম্য পরিবেশের মুক্তপনা হওয়ায়।।

বৈশ্বিক এক খাদ্যাভাবের আভাস পাওয়া যাচ্ছে সব জায়গা থেকে।এজন্য আমাদের সকলের একটু সচেতন হওয়া উচিত। গ্রামের মনমুগ্ধকর পরিবেশে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না।ধানক্ষেতের দারুণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

সব বিশেষজ্ঞ রায় বলছে যে খাদ্য সংকট দেখা দেবে ২৩ সালের সবথেকে বড় রকমের।। আসলে আমাদের উচিত এখন থেকেই সংকট মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করার।।

আবহাওয়া পরিবর্তনের কারনে নতুন ঠাণ্ডা পড়ছে ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।গ্রাম আমার ও খুবই পছন্দ ,শহরের দমবন্ধ পরিবেশে একদম ভালো লাগে না আমার ও।আপনি খুব সুন্দরভাবে গ্রামের দৃশ্যের বর্ণনা করেছেন, ধন্যবাদ ভাইয়া।

ঠিকই বলেছেন আপনি শহরের দমবন্ধ পরিবেশ আমার একদমই ভালো লাগেনা বিশেষ করে যানজট এবং কার্বন-ডাই-অক্সাইডের ধোয়া সবথেকে বেশি বিরক্তিকর।।

আবহাওয়া পরিবর্তনের কারণে কমবেশি সকলেই অসুস্থ আমি নিজেও অসুস্থ আপনার ফটোগ্রাফি করল বেশ সুন্দর হয়েছে।
image.png
আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু মুহুর্ত শেয়ার করার জন্য আমাদের সঙ্গে।

আপনার জন্য সুস্থতা কামনা করছি আসলে আবহাওয়া পরিবর্তনের সময় এরকমটি maximum মানুষের মধ্যেই দেখা দিচ্ছে।। ফটোগ্রাফি বলে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন।

বাহ আপনি অনেক সুন্দর করে ধানক্ষেতের ফটোগ্রাফি করেছেন। আপনি ঢাকা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেলেন অনেক সুন্দর সুন্দর ধানের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রাম অঞ্চলে চারদিকে সবুজ ধান ক্ষেত এবং বিভিন্ন ধরনের ফসল সত্যি দেখতে অনেক ভালো লাগে বোর হলে পাখির কলহল ঢাক মানুষের মনকে কেড়ে নেয়। সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে গ্রাম্য পরিবেশে থাকার মজাটাই অন্যরকম যেটা শহরের পরিবেশের সাথে কখনোই মিল পড়েনা।। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলা দেখে প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করার জন্য।।

একদম সঠিক কথা গুলোই বলেছেন৷ একটি ধানের বীজ হতে তারপর কতশত ধান সত্যি ইশ্বরের নিকট হাজারো প্রনাম ৷ আর ভাই আপনি গ্রামের দিয়ে আপনাদের ধান ক্ষেত জমিতে গিয়ে চমৎকার ফটোগ্রাফি করেছেন ৷ ধান তো রং ধরছে আর কয়েকদিন পর শুরু হবে ধান কাটা ৷

আসলে গ্রামে এসে মুক্ত বাতাসে ঘুরতে খুবই ভালো।। ধান ক্ষেত দেখতে গিয়ে কিছু আলোকচিত্র মোবাইলে ধারণ করেছিলাম সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরেছি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম।।

ধান ক্ষেত দেখতে আমার বরাবরি খুবই ভালো লাগে। আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন পোস্টে।।